ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের আরও ১০ ব্যক্তি ও দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞার শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘সাইবার নাশকতা’র অভিযোগ আনা হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েলসহ বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা চালানোর জন্য ওই ১০ ইরানি ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে এমন সময় এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো যখন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন সরকার ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে ওয়াশিংটন তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায়।

তাছাড়া নিষেধাজ্ঞা আরোপ ও সর্বোচ্চ চাপ প্রয়োগ করেও ইরানকে খুব একটা চাপে ফেলা যায়নি বলে সাম্প্রতিক সময় বহু মার্কিন কর্মকর্তা অকপটে স্বীকার করেছেন।

বিভিন্ন কারণে বিশ্বের দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপকারী সবচেয়ে বড় দেশ যুক্তরাষ্ট্র। বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক কারণে আরোপিত এ নিষেধাজ্ঞার কারণে দেশগুলো খাদ্য ও ওষুধের মতো জরুরি নিত্যপণ্য আমদানি করতে হিমশিম খায়।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার দেশগুলোর শীর্ষে রয়েছে ইরান, রাশিয়া, ভেনেজুয়েলা, চীন, উত্তর কোরিয়া ও কিউবা।

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ , ০২ আশ্বিন ১৪২৯ ১৮ সফর ১৪৪৪

ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের আরও ১০ ব্যক্তি ও দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞার শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘সাইবার নাশকতা’র অভিযোগ আনা হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েলসহ বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা চালানোর জন্য ওই ১০ ইরানি ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে এমন সময় এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো যখন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন সরকার ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে ওয়াশিংটন তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায়।

তাছাড়া নিষেধাজ্ঞা আরোপ ও সর্বোচ্চ চাপ প্রয়োগ করেও ইরানকে খুব একটা চাপে ফেলা যায়নি বলে সাম্প্রতিক সময় বহু মার্কিন কর্মকর্তা অকপটে স্বীকার করেছেন।

বিভিন্ন কারণে বিশ্বের দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপকারী সবচেয়ে বড় দেশ যুক্তরাষ্ট্র। বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক কারণে আরোপিত এ নিষেধাজ্ঞার কারণে দেশগুলো খাদ্য ও ওষুধের মতো জরুরি নিত্যপণ্য আমদানি করতে হিমশিম খায়।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার দেশগুলোর শীর্ষে রয়েছে ইরান, রাশিয়া, ভেনেজুয়েলা, চীন, উত্তর কোরিয়া ও কিউবা।