স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

অবৈধ ক্লিনিক হাসপাতাল খুলে জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল রাজশাহী ডেন্টাল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়া জেনারেল ইয়াজদানি আহমেদ ছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এর আগে মন্ত্রী গত বুধবার বিকেলে রাজশাহীতে পৌঁছেন। পরে রাতেই তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এসময় চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। খোঁজ নেন হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘অবৈধ ও অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক খুলে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। জনগণের স্বাস্থ্য সেবার নামে কোন ব্যবসা চলবে না বলে। এ জন্য ইতোমধ্যে প্রায় দুই হাজার হাসপাতাল-ক্লিনিক বন্ধ করা হয়েছে। অভিযান চলমান থাকবে। গতকাল সকাল সাড়ে ১০টায় রাজশাহী সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, কাগজে-কলমে বন্ধ থাকলেও বাস্তবে অনেক বেসরকারি হাসপাতাল-ক্লিনিক চলছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সেটা দেখব। যেগুলো সঠিক যন্ত্রপাতি ও জনবল না থাকার কারণে বন্ধ করা হয়েছে সেগুলো যদি আবারও পূরণ না করে থাকে তাহলে তাকে বন্ধ করে রাখা হবে, বন্ধ করে দেয়া হবে। কোন প্রতিষ্ঠানকে যে কারণে বন্ধ করা হয়েছিল, সেই কারণগুলো যদি আবার শুরু করে তাহলে বন্ধ করার ব্যবস্থা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, গত বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন। সেখানে জনবলের কিছু সংকট দেখেছেন। আউটসোর্সিং ও নিয়োগের মাধ্যমে জনবলের ঘাটতি পূরণ করার জন্য বলেছেন। হাসপাতালটিতে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি রোগী থাকেন। সে জন্য ভবনের ঊর্দ্ধমুখী সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে।

আরও খবর
‘খালেদা-তারেক’ দুজনই নির্বাচনে ‘প্রার্থী হওয়ার’ অযোগ্য : কাদের
জীবনের দিশা খুঁজে পেলেন ৩৬ বেকার তরুণ-তরুণী
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে : ফখরুল
সাড়ে ৭ বছর পর নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান টিআইবির
নতুন আইজিপি হচ্ছেন র‌্যাব ডিজি আবদুল্লাহ আল মামুন
৭ অক্টোবর থেকে ২২ দিন বন্ধ ইলিশ আহরণ
শাহ মোয়াজ্জেম একের পর এক দলবদল করে রাষ্ট্রক্ষমতার কাছেই থাকতেন
ডেঙ্গু : ১৫ দিনে ৪ হাজার ৫১ জন হাসপাতালে
ভারতে কংগ্রেসে আবার ভাঙন, গোয়ার ৮ বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ , ০২ আশ্বিন ১৪২৯ ১৮ সফর ১৪৪৪

স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

অবৈধ ক্লিনিক হাসপাতাল খুলে জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল রাজশাহী ডেন্টাল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়া জেনারেল ইয়াজদানি আহমেদ ছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এর আগে মন্ত্রী গত বুধবার বিকেলে রাজশাহীতে পৌঁছেন। পরে রাতেই তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এসময় চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। খোঁজ নেন হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘অবৈধ ও অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক খুলে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। জনগণের স্বাস্থ্য সেবার নামে কোন ব্যবসা চলবে না বলে। এ জন্য ইতোমধ্যে প্রায় দুই হাজার হাসপাতাল-ক্লিনিক বন্ধ করা হয়েছে। অভিযান চলমান থাকবে। গতকাল সকাল সাড়ে ১০টায় রাজশাহী সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, কাগজে-কলমে বন্ধ থাকলেও বাস্তবে অনেক বেসরকারি হাসপাতাল-ক্লিনিক চলছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সেটা দেখব। যেগুলো সঠিক যন্ত্রপাতি ও জনবল না থাকার কারণে বন্ধ করা হয়েছে সেগুলো যদি আবারও পূরণ না করে থাকে তাহলে তাকে বন্ধ করে রাখা হবে, বন্ধ করে দেয়া হবে। কোন প্রতিষ্ঠানকে যে কারণে বন্ধ করা হয়েছিল, সেই কারণগুলো যদি আবার শুরু করে তাহলে বন্ধ করার ব্যবস্থা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, গত বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন। সেখানে জনবলের কিছু সংকট দেখেছেন। আউটসোর্সিং ও নিয়োগের মাধ্যমে জনবলের ঘাটতি পূরণ করার জন্য বলেছেন। হাসপাতালটিতে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি রোগী থাকেন। সে জন্য ভবনের ঊর্দ্ধমুখী সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে।