নতুন আইজিপি হচ্ছেন র‌্যাব ডিজি আবদুল্লাহ আল মামুন

পুলিশের পরবর্তী প্রধান হচ্ছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আইজিপি করার প্রস্তাবনা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবনায় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে যেকোন সময় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আইজিপি করে প্রজ্ঞাপন জারি হতে পারে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমান আইজিপির মেয়াদ চুক্তিতে বাড়ানো না হলে কে হবেন পুলিশের পরবর্তী আইজি তা নিয়ে বিভিন্ন আলোচনা ছিল। তবে সব জল্পনা-কল্পনা কাটিয়ে বর্তমান আইজিপির মেয়াদ আর না বাড়ায় তার স্থলাভিষিক্ত হিসেবে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নতুন আইজিপি করার সব কার্যক্রম শেষ হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া বাকি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, নতুন আইজিপি করা নিয়ে পুলিশের ৮ ব্যাচের একজন, ১২ ব্যাচের ৩ জন এবং ১৫ ব্যাচ থেকে একজন কর্মকর্তার নাম আলোচনায় ছিল। এদের মধ্যে ৮ ব্যাচের অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সিনিয়র। ওই ব্যাচের অনেকেই ইতোমধ্যে অবসরে গেছেন। বর্তমান আইজিপি ৭ ব্যাচের কর্মকর্তা ছিলেন। নতুন আইজিপি সব সময় পরবর্তী ব্যাচ থেকে হয়ে আসছিল। এবারও তাই হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যারা পুলিশের ৩১তম আইজিপি হওয়ার তালিকায় ছিলেন তাদের চাকরি জীবনের ‘কর্মকা-, রাজনৈতিক মতাদর্শ, পরিবারের রাজনৈতিক মতাদর্শসহ’ সব ধরনের তথ্য পর্যালোচনা করে অতিরিক্ত আইজিপি র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নাম প্রথমে প্রস্তাব করা হয়। এ কর্মকর্তার মাঠপর্যায়ে নেতৃত্ব দেয়ার ‘যোগ্যতা’, বাহিনীকে ‘সুশৃঙ্খল রাখার ক্ষমতা’, ‘চারিত্রিক বিষয়ও’ চুলচেড়া বিশ্লেষণ করে তাকে পছন্দের তালিকায় শীর্ষে রাখা হয়।

পুলিশ সদর দপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পুলিশের রিক্রুটমেন্টের বিধি অনুযায়ী আইজির মেয়াদ শেষ হলে অতিরিক্ত আইজি থেকে পরবর্তী আইজি হওয়ার বিধান রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত আইজিদের মধ্য থেকে জ্যেষ্ঠতা অনুযায়ী একটি তালিকা করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠান। পরে ‘যোগ্যতা’, ‘মেধা’, এবং চাকরিজীবনে ‘নিষ্ঠার সঙ্গে’ দায়িত্ব পালন করা কর্মকর্তাদের মধ্য থেকে পরবর্তী আইজি নির্ধারণ করা হবে। সবচেয়ে বড় বিষয় সরকারের প্রতি আস্থাশীল ব্যক্তিকেই বেছে নেয়া হয়। এক্ষেত্রে চৌধুরী আবদুল্লাহ আল মামুন পেশাদার ও সৎ কর্মকর্তা হিসেবে পুলিশ বিভাগে পরিচিতি রয়েছে। পুলিশের ৩১তম আইজি হিসেবে চূড়ান্ত হওয়া র?্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের অষ্টম বিসিএস ব্যাচের এই কর্মকর্তার আগামী জানুয়ারিতে অবসরে যাওয়ার কথা। গত বছরের ১৮ অক্টোবর তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়। তিনি পুলিশ সদর দপ্তর, সিআইডি প্রধান, ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। এম খুরশীদ হোসেন ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও খবর
‘খালেদা-তারেক’ দুজনই নির্বাচনে ‘প্রার্থী হওয়ার’ অযোগ্য : কাদের
জীবনের দিশা খুঁজে পেলেন ৩৬ বেকার তরুণ-তরুণী
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে : ফখরুল
সাড়ে ৭ বছর পর নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান টিআইবির
স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী
৭ অক্টোবর থেকে ২২ দিন বন্ধ ইলিশ আহরণ
শাহ মোয়াজ্জেম একের পর এক দলবদল করে রাষ্ট্রক্ষমতার কাছেই থাকতেন
ডেঙ্গু : ১৫ দিনে ৪ হাজার ৫১ জন হাসপাতালে
ভারতে কংগ্রেসে আবার ভাঙন, গোয়ার ৮ বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ , ০২ আশ্বিন ১৪২৯ ১৮ সফর ১৪৪৪

নতুন আইজিপি হচ্ছেন র‌্যাব ডিজি আবদুল্লাহ আল মামুন

নিজস্ব বার্তা পরিবেশক

পুলিশের পরবর্তী প্রধান হচ্ছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আইজিপি করার প্রস্তাবনা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবনায় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে যেকোন সময় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আইজিপি করে প্রজ্ঞাপন জারি হতে পারে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমান আইজিপির মেয়াদ চুক্তিতে বাড়ানো না হলে কে হবেন পুলিশের পরবর্তী আইজি তা নিয়ে বিভিন্ন আলোচনা ছিল। তবে সব জল্পনা-কল্পনা কাটিয়ে বর্তমান আইজিপির মেয়াদ আর না বাড়ায় তার স্থলাভিষিক্ত হিসেবে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নতুন আইজিপি করার সব কার্যক্রম শেষ হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া বাকি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, নতুন আইজিপি করা নিয়ে পুলিশের ৮ ব্যাচের একজন, ১২ ব্যাচের ৩ জন এবং ১৫ ব্যাচ থেকে একজন কর্মকর্তার নাম আলোচনায় ছিল। এদের মধ্যে ৮ ব্যাচের অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সিনিয়র। ওই ব্যাচের অনেকেই ইতোমধ্যে অবসরে গেছেন। বর্তমান আইজিপি ৭ ব্যাচের কর্মকর্তা ছিলেন। নতুন আইজিপি সব সময় পরবর্তী ব্যাচ থেকে হয়ে আসছিল। এবারও তাই হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যারা পুলিশের ৩১তম আইজিপি হওয়ার তালিকায় ছিলেন তাদের চাকরি জীবনের ‘কর্মকা-, রাজনৈতিক মতাদর্শ, পরিবারের রাজনৈতিক মতাদর্শসহ’ সব ধরনের তথ্য পর্যালোচনা করে অতিরিক্ত আইজিপি র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নাম প্রথমে প্রস্তাব করা হয়। এ কর্মকর্তার মাঠপর্যায়ে নেতৃত্ব দেয়ার ‘যোগ্যতা’, বাহিনীকে ‘সুশৃঙ্খল রাখার ক্ষমতা’, ‘চারিত্রিক বিষয়ও’ চুলচেড়া বিশ্লেষণ করে তাকে পছন্দের তালিকায় শীর্ষে রাখা হয়।

পুলিশ সদর দপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পুলিশের রিক্রুটমেন্টের বিধি অনুযায়ী আইজির মেয়াদ শেষ হলে অতিরিক্ত আইজি থেকে পরবর্তী আইজি হওয়ার বিধান রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত আইজিদের মধ্য থেকে জ্যেষ্ঠতা অনুযায়ী একটি তালিকা করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠান। পরে ‘যোগ্যতা’, ‘মেধা’, এবং চাকরিজীবনে ‘নিষ্ঠার সঙ্গে’ দায়িত্ব পালন করা কর্মকর্তাদের মধ্য থেকে পরবর্তী আইজি নির্ধারণ করা হবে। সবচেয়ে বড় বিষয় সরকারের প্রতি আস্থাশীল ব্যক্তিকেই বেছে নেয়া হয়। এক্ষেত্রে চৌধুরী আবদুল্লাহ আল মামুন পেশাদার ও সৎ কর্মকর্তা হিসেবে পুলিশ বিভাগে পরিচিতি রয়েছে। পুলিশের ৩১তম আইজি হিসেবে চূড়ান্ত হওয়া র?্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের অষ্টম বিসিএস ব্যাচের এই কর্মকর্তার আগামী জানুয়ারিতে অবসরে যাওয়ার কথা। গত বছরের ১৮ অক্টোবর তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়। তিনি পুলিশ সদর দপ্তর, সিআইডি প্রধান, ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। এম খুরশীদ হোসেন ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন।