ডেঙ্গু : ১৫ দিনে ৪ হাজার ৫১ জন হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরের গতকাল সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৩২ জন। গতকাল নতুন করে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৪০ জন। এভাবে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্তদের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩১১ জন হাসপাতালে ভর্তি আছে। ঢাকায় ৫০টি হাসপাতালে ৯৭১ জন। অন্য বিভাগে ভর্তি আছে ৩৪০ জন।

হাসপাতালের দেয়া তথ্য মতে, ডেঙ্গুজ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ২২ জন। মিটফোর্ড হাসপাতালে ১৯ জন। ঢাকা শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৮ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৯ জন, ইবনে সিনা হাসপাতালে ১৮ জন, স্কয়ার হাসপাতালে ১০ জন, ইসলামী ব্যাংক হাসপাতালে ৩৩ জন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, কক্সবাজারে ১৮ জন, যশোরে ১২ জন, পাবনায় ১৪ জন ভর্তি আছে।

প্রাপ্ত তথ্য মতে, সেপ্টেম্বর মাসের গত ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৫১ জন। আর ১৫ দিনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৯ জন। এভাবে চলতি মাসে প্রতিদিন ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

কীটতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, থেমে থেমে বৃষ্টির কারণে ডেঙ্গুজ্বরের বাহক এডিশ মশার উপদ্রব ও প্রজনন বাড়ছে। আর এই মশার কামড়ে প্রতিদিন ডেঙ্গুজ্বরে মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আবার অনেকেই বাসা-বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। বাসা-বাড়ির পরিসংখ্যান জানা গেলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও খবর
‘খালেদা-তারেক’ দুজনই নির্বাচনে ‘প্রার্থী হওয়ার’ অযোগ্য : কাদের
জীবনের দিশা খুঁজে পেলেন ৩৬ বেকার তরুণ-তরুণী
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে : ফখরুল
সাড়ে ৭ বছর পর নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান টিআইবির
স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী
নতুন আইজিপি হচ্ছেন র‌্যাব ডিজি আবদুল্লাহ আল মামুন
৭ অক্টোবর থেকে ২২ দিন বন্ধ ইলিশ আহরণ
শাহ মোয়াজ্জেম একের পর এক দলবদল করে রাষ্ট্রক্ষমতার কাছেই থাকতেন
ভারতে কংগ্রেসে আবার ভাঙন, গোয়ার ৮ বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ , ০২ আশ্বিন ১৪২৯ ১৮ সফর ১৪৪৪

ডেঙ্গু : ১৫ দিনে ৪ হাজার ৫১ জন হাসপাতালে

নিজস্ব বার্তা পরিবেশক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরের গতকাল সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৩২ জন। গতকাল নতুন করে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৪০ জন। এভাবে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্তদের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩১১ জন হাসপাতালে ভর্তি আছে। ঢাকায় ৫০টি হাসপাতালে ৯৭১ জন। অন্য বিভাগে ভর্তি আছে ৩৪০ জন।

হাসপাতালের দেয়া তথ্য মতে, ডেঙ্গুজ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ২২ জন। মিটফোর্ড হাসপাতালে ১৯ জন। ঢাকা শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৮ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৯ জন, ইবনে সিনা হাসপাতালে ১৮ জন, স্কয়ার হাসপাতালে ১০ জন, ইসলামী ব্যাংক হাসপাতালে ৩৩ জন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, কক্সবাজারে ১৮ জন, যশোরে ১২ জন, পাবনায় ১৪ জন ভর্তি আছে।

প্রাপ্ত তথ্য মতে, সেপ্টেম্বর মাসের গত ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৫১ জন। আর ১৫ দিনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৯ জন। এভাবে চলতি মাসে প্রতিদিন ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

কীটতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, থেমে থেমে বৃষ্টির কারণে ডেঙ্গুজ্বরের বাহক এডিশ মশার উপদ্রব ও প্রজনন বাড়ছে। আর এই মশার কামড়ে প্রতিদিন ডেঙ্গুজ্বরে মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আবার অনেকেই বাসা-বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। বাসা-বাড়ির পরিসংখ্যান জানা গেলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।