ভারতে কংগ্রেসে আবার ভাঙন, গোয়ার ৮ বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

গোয়া বিধানসভার কংগ্রেসের আটজন সদস্য যোগ দিয়েছেন বিজেপিতে। এই আট বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দেয়ায় গোয়ায় এখন কংগ্রেস বিধায়ক রইল মাত্র ৩ জন।

গত বুধবার সকালে কংগ্রেসের দুই বিধায়ক মাইকেল লোবো ও দিগম্বর কামাত মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে দেখা করেন। এরপরই তারা দেখা করেন বিধানসভার স্পিকারের সঙ্গেও। শেষে বিজেপিতে যোগ দেন আট কংগ্রেস বিধায়ক।

মাস দুয়েক আগেও একইভাবে কংগ্রেস বিধায়কদের বিজেপিতে চলে যাওয়ার কথা হয়েছিল। কিন্তু কংগ্রেস নেতৃত্বের তৎপরতায় তখনকার মতো দলবদল স্থগিত হয়ে যায়।

গেরুয়া শিবিরে যোগ দিয়েই মাইকেল লোবো বলেছেন, ‘কংগ্রেস ছোড়ো, বিজেপি কো জোড়ো।’ এই দলবদলের পর গোয়ায় কংগ্রেসের সহযোগী গোয়া ফরওয়ার্ড পার্টির প্রধান বিজয় সরদেশাই বলেছেন, ‘অর্থ ও ক্ষমতার লোভের জন্যই এদের দলবদল।’ একইভাবে ২০১৯ সালের জুলাই মাসেও দশজন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দেন।

৪০ আসনের গোয়া বিধানসভায় ২০ জন বিজেপি বিধায়ক আছেন। কংগ্রেসের আটজন গেরুয়া শিবিরে যোগ দিলেন। ফলে বিধায়ক সংখ্যা বেড়ে হলো ২৮। এছাড়া বিজেপিকে সমর্থন করেছে মহারাষ্ট্রবাদী গোমন্তক দলের দুইজন ও তিন নির্দল বিধায়ক। আর কংগ্রেস ১১ থেকে নেমে গেল তিনে।

আরও খবর
‘খালেদা-তারেক’ দুজনই নির্বাচনে ‘প্রার্থী হওয়ার’ অযোগ্য : কাদের
জীবনের দিশা খুঁজে পেলেন ৩৬ বেকার তরুণ-তরুণী
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে : ফখরুল
সাড়ে ৭ বছর পর নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান টিআইবির
স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী
নতুন আইজিপি হচ্ছেন র‌্যাব ডিজি আবদুল্লাহ আল মামুন
৭ অক্টোবর থেকে ২২ দিন বন্ধ ইলিশ আহরণ
শাহ মোয়াজ্জেম একের পর এক দলবদল করে রাষ্ট্রক্ষমতার কাছেই থাকতেন
ডেঙ্গু : ১৫ দিনে ৪ হাজার ৫১ জন হাসপাতালে

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ , ০২ আশ্বিন ১৪২৯ ১৮ সফর ১৪৪৪

ভারতে কংগ্রেসে আবার ভাঙন, গোয়ার ৮ বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

প্রতিনিধি, কলকাতা

গোয়া বিধানসভার কংগ্রেসের আটজন সদস্য যোগ দিয়েছেন বিজেপিতে। এই আট বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দেয়ায় গোয়ায় এখন কংগ্রেস বিধায়ক রইল মাত্র ৩ জন।

গত বুধবার সকালে কংগ্রেসের দুই বিধায়ক মাইকেল লোবো ও দিগম্বর কামাত মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে দেখা করেন। এরপরই তারা দেখা করেন বিধানসভার স্পিকারের সঙ্গেও। শেষে বিজেপিতে যোগ দেন আট কংগ্রেস বিধায়ক।

মাস দুয়েক আগেও একইভাবে কংগ্রেস বিধায়কদের বিজেপিতে চলে যাওয়ার কথা হয়েছিল। কিন্তু কংগ্রেস নেতৃত্বের তৎপরতায় তখনকার মতো দলবদল স্থগিত হয়ে যায়।

গেরুয়া শিবিরে যোগ দিয়েই মাইকেল লোবো বলেছেন, ‘কংগ্রেস ছোড়ো, বিজেপি কো জোড়ো।’ এই দলবদলের পর গোয়ায় কংগ্রেসের সহযোগী গোয়া ফরওয়ার্ড পার্টির প্রধান বিজয় সরদেশাই বলেছেন, ‘অর্থ ও ক্ষমতার লোভের জন্যই এদের দলবদল।’ একইভাবে ২০১৯ সালের জুলাই মাসেও দশজন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দেন।

৪০ আসনের গোয়া বিধানসভায় ২০ জন বিজেপি বিধায়ক আছেন। কংগ্রেসের আটজন গেরুয়া শিবিরে যোগ দিলেন। ফলে বিধায়ক সংখ্যা বেড়ে হলো ২৮। এছাড়া বিজেপিকে সমর্থন করেছে মহারাষ্ট্রবাদী গোমন্তক দলের দুইজন ও তিন নির্দল বিধায়ক। আর কংগ্রেস ১১ থেকে নেমে গেল তিনে।