দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘ঈশা খাঁ

চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘ বিরতির পর আবারও ফিরেছেন সিনেমার পর্দায়। দুর্গাপূজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনিত নতুন সিনেমা ‘ঈশা খাঁ’। এস জি প্রোডাকশন এর ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। জানা গেছে প্রাচীন সাম্রাজ্যের হারিয়ে যাওয়া ঐতিহাসিক দৃশ্য ও বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।

সিনেমাটিতে ঈশা খাঁর চরিত্রে দেখা যাবে অভিনেতা ডিএ তায়েবকে। অভিনেতা ডিএ তায়েব বলেন, ‘ঈশা খাঁ’ সিনেমার সব কাজ শেষ দিকে। আগামী ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি প্রযোজনা করছে এসজি প্রোডাকশন। পরিচালক ডায়েল রহমান পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন। ‘ঈশা খাঁ’ প্রসঙ্গে অভিনেতা আরও বলেন, মোগল শাসন আমলের সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক ও বারো ভূঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ (ঈশা খাঁ)। তিনি বাংলায় স্বাধীনভাবে জমিদারি স্থাপন করেন। এরপর তৎকালীন গোগল সম্রাট আকবরকে খাজনা বা কর দিতে অস্বীকৃতি জানান। পরে সেটা নিয়ে একের পর এক সংঘর্ষ বাধে। সেই ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ‘ঈশা খাঁ’।

এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, ডন, রেবেকা, আনহা তামান্না, হাবিব খান, সুরুজ, আশরাফ কবীর, সুমন মাহমুদ, সালমা নার্গিস, রানা, সোহান খান, পিয়াস আফ্রিদী, সেজান ওয়াহিদ, লিটন চৌধুরী, নীলা সহ, শরিফ সরোয়ারসহ অনেকে।

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ , ০৩ আশ্বিন ১৪২৯ ১৯ সফর ১৪৪৪

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘ঈশা খাঁ

বিনোদন প্রতিবেদক

image

চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘ বিরতির পর আবারও ফিরেছেন সিনেমার পর্দায়। দুর্গাপূজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনিত নতুন সিনেমা ‘ঈশা খাঁ’। এস জি প্রোডাকশন এর ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। জানা গেছে প্রাচীন সাম্রাজ্যের হারিয়ে যাওয়া ঐতিহাসিক দৃশ্য ও বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।

সিনেমাটিতে ঈশা খাঁর চরিত্রে দেখা যাবে অভিনেতা ডিএ তায়েবকে। অভিনেতা ডিএ তায়েব বলেন, ‘ঈশা খাঁ’ সিনেমার সব কাজ শেষ দিকে। আগামী ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি প্রযোজনা করছে এসজি প্রোডাকশন। পরিচালক ডায়েল রহমান পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন। ‘ঈশা খাঁ’ প্রসঙ্গে অভিনেতা আরও বলেন, মোগল শাসন আমলের সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক ও বারো ভূঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ (ঈশা খাঁ)। তিনি বাংলায় স্বাধীনভাবে জমিদারি স্থাপন করেন। এরপর তৎকালীন গোগল সম্রাট আকবরকে খাজনা বা কর দিতে অস্বীকৃতি জানান। পরে সেটা নিয়ে একের পর এক সংঘর্ষ বাধে। সেই ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ‘ঈশা খাঁ’।

এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, ডন, রেবেকা, আনহা তামান্না, হাবিব খান, সুরুজ, আশরাফ কবীর, সুমন মাহমুদ, সালমা নার্গিস, রানা, সোহান খান, পিয়াস আফ্রিদী, সেজান ওয়াহিদ, লিটন চৌধুরী, নীলা সহ, শরিফ সরোয়ারসহ অনেকে।