তৃতীয় মাস্টার্স করতে লন্ডনে তানিন তানহা

উচ্চশিক্ষা গ্রহনের জন্য এই প্রজন্মের অভিনেত্রী তানিন তানহা গত রাতের ফ্লাইটে ল-নে গিয়েছেন। তানিন জানান, ল-নের পোর্টসমাউথ ইউনিভার্সিটি’তে তিনি বিজনেস অ্যা- ম্যানেজম্যান্ট বিষয়ে মাস্টার্স করতে যাচ্ছেন। তানিন তানহা জানান এই নিয়ে তিনি তৃতীয়বারের মতো মাস্টার্স করছেন। মাস্টার্স শেষে আবার তিনি দেশে ফিরে যথারীতি অভিনয়ে ফিরবেন। লাগবে পুরোপুরি তিন বছর। এমনটাই জানালেন তিনি। তানিন তানহা টঙ্গী পাইলট স্কুল থেকে এসএসসি, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ থেকে এইচএসসি। পরবর্তীতে ঢাকা বিশ^বিদ্যালয়ের আওতাধীন তিতুমীর কলেজ থেকে ইসলামিক হিস্ট্ররি অ্যা- কালচার বিষয়ে অনার্স মাস্টার্স করেন। স্টামফোর্ড ইউনিভার্সিটিতে তিনি ফিল্ম অ্যা- মিডিয়ায় মাস্টার্স করছিলেন। এই মাস্টার্স চলতি অবস্থাতেই তিনি চলে যাচ্ছেন লন্ডনে। তানিন তানহা বলেন,‘ আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আগামী এক বছরে মাস্টার্স শেষ করবো। পরের দু’বছর সেখানেই ওয়ার্ক পারমিট নিয়ে থাকার ইচ্ছে আছে। এরপর দেশে ফিরবো। সেঙ্গ আমার স্বামীও যাচ্ছেন। সবার কাছে দোয়া চাই যেন সব ঠিকঠাক মতো শেষ করতে পারি।’ উল্লেখ্য, ২০১৪ সালে লাক্স চ্যানেলআই সুপারস্টার প্রতিযোগিতায় শীর্ষ দশে ছিলেন তানিন তানহা। মূলত তানিন তানহা আলোচনায় আসেন মীর সাব্বির পরিচালিত প্রথম সরকারী অনুদানে নির্মিত ‘রাত জাগা ফুল’ সিনেমাতে অভিনয় করে। তানিন তানহা অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘অন্তেষ্টিক্রিয়া’ ও ‘প্রিয়াংকা’। সিনেমাতে অভিনয়ের পাশাপাশি নাটকেও বিগতদিনে বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন তানিন তানহা। মীর সাব্বির পরিচালিত ‘বিদেশী ছেলে’ ধারাবাহিক নাটকেও তিনি অভিনয় করেছেন। ২৬ পর্বের এই ধারাবাহিকে তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন।

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ , ০৩ আশ্বিন ১৪২৯ ১৯ সফর ১৪৪৪

তৃতীয় মাস্টার্স করতে লন্ডনে তানিন তানহা

বিনোদন প্রতিবেদক

image

উচ্চশিক্ষা গ্রহনের জন্য এই প্রজন্মের অভিনেত্রী তানিন তানহা গত রাতের ফ্লাইটে ল-নে গিয়েছেন। তানিন জানান, ল-নের পোর্টসমাউথ ইউনিভার্সিটি’তে তিনি বিজনেস অ্যা- ম্যানেজম্যান্ট বিষয়ে মাস্টার্স করতে যাচ্ছেন। তানিন তানহা জানান এই নিয়ে তিনি তৃতীয়বারের মতো মাস্টার্স করছেন। মাস্টার্স শেষে আবার তিনি দেশে ফিরে যথারীতি অভিনয়ে ফিরবেন। লাগবে পুরোপুরি তিন বছর। এমনটাই জানালেন তিনি। তানিন তানহা টঙ্গী পাইলট স্কুল থেকে এসএসসি, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ থেকে এইচএসসি। পরবর্তীতে ঢাকা বিশ^বিদ্যালয়ের আওতাধীন তিতুমীর কলেজ থেকে ইসলামিক হিস্ট্ররি অ্যা- কালচার বিষয়ে অনার্স মাস্টার্স করেন। স্টামফোর্ড ইউনিভার্সিটিতে তিনি ফিল্ম অ্যা- মিডিয়ায় মাস্টার্স করছিলেন। এই মাস্টার্স চলতি অবস্থাতেই তিনি চলে যাচ্ছেন লন্ডনে। তানিন তানহা বলেন,‘ আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আগামী এক বছরে মাস্টার্স শেষ করবো। পরের দু’বছর সেখানেই ওয়ার্ক পারমিট নিয়ে থাকার ইচ্ছে আছে। এরপর দেশে ফিরবো। সেঙ্গ আমার স্বামীও যাচ্ছেন। সবার কাছে দোয়া চাই যেন সব ঠিকঠাক মতো শেষ করতে পারি।’ উল্লেখ্য, ২০১৪ সালে লাক্স চ্যানেলআই সুপারস্টার প্রতিযোগিতায় শীর্ষ দশে ছিলেন তানিন তানহা। মূলত তানিন তানহা আলোচনায় আসেন মীর সাব্বির পরিচালিত প্রথম সরকারী অনুদানে নির্মিত ‘রাত জাগা ফুল’ সিনেমাতে অভিনয় করে। তানিন তানহা অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘অন্তেষ্টিক্রিয়া’ ও ‘প্রিয়াংকা’। সিনেমাতে অভিনয়ের পাশাপাশি নাটকেও বিগতদিনে বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন তানিন তানহা। মীর সাব্বির পরিচালিত ‘বিদেশী ছেলে’ ধারাবাহিক নাটকেও তিনি অভিনয় করেছেন। ২৬ পর্বের এই ধারাবাহিকে তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন।