কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষের তীব্রতা বেড়েই চলেছে

কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে দুই দিন আগে শুরু হওয়া সীমান্ত সংঘর্ষে অন্তত তিন জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। শুক্রবার সংঘর্ষ আরও বৃদ্ধি পাওয়ার পর উভয়পক্ষ একে অপররের বিরুদ্ধে ট্যাংক ও মর্টারের মতো ভারী অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে।

তাজিকিস্তান অভিযোগ করে বলেছে, কিরগিজিস্তানের বাহিনীগুলো তাদের একটি সীমান্ত চৌকিতে ও সাতটি গ্রামে ‘ভারী অস্ত্র’ থেকে গোলাবষর্ণ করছে। তাজিকিস্তানের ইসফারা শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, কিরগিজিস্তানের গোলায় তাদের শহরে এক বেসামরিক নিহত ও তিন জন আহত হয়েছে। আর রাতে তাজিক বাহিনীর গোলাবর্ষণে ১১ জন আহত হয়েছে বলে কিরগিজিস্তান জানিয়েছে।

কিরগিজস্তানের বর্ডার গার্ড সার্ভিস জানিয়েছে, শুক্রবার ভোররাতে তাজিক বাহিনীগুলো ফের তাদের বেশ কয়েকটি সীমান্ত চৌকিতে গোলাগুলি বর্ষণ করেছে, পুরো সীমান্তজুড়ে ছড়িয়ে পড়া সংঘর্ষে তাজিক বাহিনীগুলো ট্যাংক, সাঁজোয়া যান ও মর্টার ব্যবহার করছে।

কিরগিজিস্তান আরও জানিয়েছে, সীমান্তে গোলাগুলি নিয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা হয়েছে।

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ , ০৩ আশ্বিন ১৪২৯ ১৯ সফর ১৪৪৪

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষের তীব্রতা বেড়েই চলেছে

কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে দুই দিন আগে শুরু হওয়া সীমান্ত সংঘর্ষে অন্তত তিন জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। শুক্রবার সংঘর্ষ আরও বৃদ্ধি পাওয়ার পর উভয়পক্ষ একে অপররের বিরুদ্ধে ট্যাংক ও মর্টারের মতো ভারী অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে।

তাজিকিস্তান অভিযোগ করে বলেছে, কিরগিজিস্তানের বাহিনীগুলো তাদের একটি সীমান্ত চৌকিতে ও সাতটি গ্রামে ‘ভারী অস্ত্র’ থেকে গোলাবষর্ণ করছে। তাজিকিস্তানের ইসফারা শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, কিরগিজিস্তানের গোলায় তাদের শহরে এক বেসামরিক নিহত ও তিন জন আহত হয়েছে। আর রাতে তাজিক বাহিনীর গোলাবর্ষণে ১১ জন আহত হয়েছে বলে কিরগিজিস্তান জানিয়েছে।

কিরগিজস্তানের বর্ডার গার্ড সার্ভিস জানিয়েছে, শুক্রবার ভোররাতে তাজিক বাহিনীগুলো ফের তাদের বেশ কয়েকটি সীমান্ত চৌকিতে গোলাগুলি বর্ষণ করেছে, পুরো সীমান্তজুড়ে ছড়িয়ে পড়া সংঘর্ষে তাজিক বাহিনীগুলো ট্যাংক, সাঁজোয়া যান ও মর্টার ব্যবহার করছে।

কিরগিজিস্তান আরও জানিয়েছে, সীমান্তে গোলাগুলি নিয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা হয়েছে।