এক আমেরিকা প্রবাসী একাই রুখেছেন নিজ গ্রামের বেকারত্ব

যখন ৪র্থ শ্রেণীতে পড়ি স্কুলে গিয়ে বাদাম বিক্রি করতাম। এভাবে পার করেছি মাধ্যমিকও। দিনমজুর বাবা কখনও স্কুলের বই কিনে দিতে পারেননি। টাকার প্রয়োজন হলেই পরের ক্ষেতে কামলার কাজ করতাম। এস এসসি পাশের পর নিজের লেখাপড়ার পাশাপাশি প্রাইভেট পড়াতাম। এভাবে যশোর এম এম কলেজ থেকে অনার্স মাষ্টার্স শেষ করে ডিভি লটারি পেয়ে এখন আমেরিকা প্রবাসী। কথাগুলো ঝিনাইদহ কালীগঞ্জের মান্দারবাড়িয়া গ্রামের শিক্ষিত যুবক বোরহান উদ্দীনের। তিনি ওই গ্রামের সুলতান লস্করের ছেলে। প্রবাসে থেকেও তিনি নিজ গ্রামে গড়ে তুলেছেন সিএসবি এগ্রো লিমিটেডের সমন্বিত গরুর খামারও দধি মিষ্টান্ন ভা-ার। যেখানে কাজ করছেন তার নিজ গ্রামের ২২ জন বেকার যুবক। এ প্রতিষ্ঠান ক্রমোন্নতির মাধ্যমে অন্তত নিজ গ্রামের বেকারত্ব ঘোচাতে চান তিনি।

সরেজমিনে ঝিনাইদহ কালীগঞ্জের রাখালগাছি ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামের বোরহান উদ্দীনের বাড়িতে গেলে দেখা যায়, সিএসবি এগ্রো লিমিটেডের বিশাল ৩টি টিনের সেট। যে সেটের একটিতে গড়ে তোলা হয়েছে গরুর দুগ্ধখামার, আর দুটিতে প্রাকৃতিক পদ্ধতিতে করানো হচ্ছে গরুর মোটাতাজাকরণ। এদিকে নিজের ফার্মের খাঁটি দুধ দিয়েই গ্রামের বাজারে গড়ে তোলা হয়েছে সিএসবি দধি ও মিষ্টান্ন ভা-ার। যেখানে কর্মরত রয়েছেন নিজ গ্রামের সবচেয়ে বেশি অসহায় ২৫ বেকার যুবক। খাঁটি দুধের দধি মিষ্টান্ন আশপাশের কয়েক জেলার মধ্যে খ্যাতি অর্জন করেছে। এ মিষ্টান্ন দুর-দুরান্তের পাইকারেরা এসে কিনে নিয়ে যাচ্ছেন।

উদ্যোক্তা বোরহান উদ্দীন জানান, তিনি নিজে শৈশবে খুব কষ্ট করেছেন। মোট ৭ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বাবার অভাবের সংসারে প্রতিনিয়ত ক্ষুধার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। স্কুল জীবন থেকেই লেখাপড়ার পাশাপাশি স্কুলে বিক্রি ও পরের ক্ষেতে কামলার কাজ করেছেন। এভাবেই ২০০৪ সালে এম,এম কলেজ থেকে ইতিহাসে অনার্স মাষ্টার্স শেষ করে ডিভিতে আমেরিকায় প্রবাসী হয়েছেন। কয়েক দফা ছুটিতে দেশে এসে গ্রামের বেকার যুবকদের দুরাবস্থার কথা শুনে বেকারত্ব নিরসনের চিন্তা মাথায় আসে তার। এরপর তিনি গড়ে তোলেন এ গরুর খামার ও মিষ্টান্ন ভা-ার। তিনি বলেন, তার এ খামারের উদ্দেশ্য নিজের উন্নতির পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা।

শিক্ষিত এ যুবক বলেন, উৎপাদনশীল কোন কাজই ছোট নয়। যারা প্রবাসে আছেন তারা দেশে উদ্যোক্তা হয়ে উৎপাদনমুখী কিছু করতে উদ্যোগ নিলে একদিকে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে অন্যদিকে দেশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে ভূমিকা রাখবে। তিনি বলেন, তার গ্রামের যারা বেশি অসহায় বেকার তাদের সবাইকে নিজের ফার্মে কাজের ব্যবস্থা করেছেন।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, কোন কিছু করতে গেলে বেশি টাকার প্রয়োজন হয় না। শুধু চেষ্টা আর ইচ্ছা শক্তিটাই বড় ব্যাপার। তিনি বলেন, তার এ ফার্মে কোনটাই অপ্রয়োজনীয় নয়। একটি সেটে গরু মোটাতাজাকরণ করছেন। গত ঈদুল আযহায় তিনি মোট ২২টি গরু ৩৮ লাখ টাকায় বিক্রি করেছেন। অন্য সেটটিতে দুগ্ধ খামার গড়ে তুলেছেন। বাকি সেটটিতে ফার্মের ছোট গরুগুলো পালন করা হচ্ছে। তার ফার্মে এখনও ছোট বড় মিলে মোট ৭৫টি গরু আছে। ফার্মের গোবর এলাকার কৃষকেরা কিনে জমিতে দিয়ে জৈব সারের চাহিদা পূরণ করছে। ভবিষ্যতে এ ফার্ম আরও বড় করে কৃষিভিত্তিক ফার্মে পরিণত করবেন বলে তার আশা।

রাখালগাছি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইজ্জত আলী বলেন, বোরহানুদ্দিন বাবলু অত্যন্ত একটি ভালো ছেলে এবং সে একজন তরুণ উদ্যোক্তা। আমেরিকা প্রবাসী হয়েও তার বাড়িতে গড়ে তুলেছে সিএসবি এগ্রো লিমিটেড নামে বিশাল এক গরুর খামার। সেখানে এলাকার অনেক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি এই অঞ্চলের মানুষের ভেজালমুক্ত দধি ও মিষ্টি জাতীয় খাবারের ব্যবস্থা করছেন। আমি আশা করবো বোহানুদ্দিন বাবলু হবেন দেশের বেকার যুবদের অনুকরনীয়।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, আমেরিকা প্রবাসী বোরহানুদ্দিন বাবলুর ডেইরি খামারে তিনি গিয়েছেন। ফার্মের খাঁটি দুধের ছানা দিয়ে এই প্রতিষ্ঠান তৈরি করছে ভেজালমুক্ত দই, বিভিন্ন প্রকার মিষ্টি। তাছাড়াও তিনি একজন প্রবাসী হয়েও এলাকার বেকার সমস্যা নিরসনে যে উদ্যোগ নিয়েছেন তাকে সাধুবাদ জানাতে হয়। মেয়র আশরাফ আরও বলেন, বোরহান উদ্দীনের মত অন্য প্রবাসীদেরও উদ্যোক্তা হতে উৎসাহিত করতে পারলে সত্যিই দেশের উন্নতি হবে।

image

আমেরিকা প্রবাসী শিক্ষিত যুবক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বোরহান উদ্দীন নিজ ডেইরি ফার্মে -সংবাদ

আরও খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি নেতারা নির্লজ্জভাবে পাকিস্তানের দালালি করছে
কর্মজীবী নারীদের জন্য উদ্বোধন করা হলো দশতলা দুটি হোস্টেল
রংপুরে জাতীয় পার্টির নতুন মেরুকরণ
জাতীয় পার্টি কোন জোটে নেই
কাল বিএনপির প্রতিবাদ সমাবেশ
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, অভিযানে ডিএনসিসি’র ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা
স্কপের সমাবেশে শ্রমিকদের মজুরি ন্যূনতম ২০ হাজার টাকা দাবি
ঘোষণার চার দিন পর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ৩২ পদ স্থগিত
রাঙামাটিতে চাঁদা না দেয়ায় সিএনজিতে সন্ত্রাসীদের অগ্নিসংযোগ

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ , ০৩ আশ্বিন ১৪২৯ ১৯ সফর ১৪৪৪

এক আমেরিকা প্রবাসী একাই রুখেছেন নিজ গ্রামের বেকারত্ব

সাবজাল হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ)

image

আমেরিকা প্রবাসী শিক্ষিত যুবক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বোরহান উদ্দীন নিজ ডেইরি ফার্মে -সংবাদ

যখন ৪র্থ শ্রেণীতে পড়ি স্কুলে গিয়ে বাদাম বিক্রি করতাম। এভাবে পার করেছি মাধ্যমিকও। দিনমজুর বাবা কখনও স্কুলের বই কিনে দিতে পারেননি। টাকার প্রয়োজন হলেই পরের ক্ষেতে কামলার কাজ করতাম। এস এসসি পাশের পর নিজের লেখাপড়ার পাশাপাশি প্রাইভেট পড়াতাম। এভাবে যশোর এম এম কলেজ থেকে অনার্স মাষ্টার্স শেষ করে ডিভি লটারি পেয়ে এখন আমেরিকা প্রবাসী। কথাগুলো ঝিনাইদহ কালীগঞ্জের মান্দারবাড়িয়া গ্রামের শিক্ষিত যুবক বোরহান উদ্দীনের। তিনি ওই গ্রামের সুলতান লস্করের ছেলে। প্রবাসে থেকেও তিনি নিজ গ্রামে গড়ে তুলেছেন সিএসবি এগ্রো লিমিটেডের সমন্বিত গরুর খামারও দধি মিষ্টান্ন ভা-ার। যেখানে কাজ করছেন তার নিজ গ্রামের ২২ জন বেকার যুবক। এ প্রতিষ্ঠান ক্রমোন্নতির মাধ্যমে অন্তত নিজ গ্রামের বেকারত্ব ঘোচাতে চান তিনি।

সরেজমিনে ঝিনাইদহ কালীগঞ্জের রাখালগাছি ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামের বোরহান উদ্দীনের বাড়িতে গেলে দেখা যায়, সিএসবি এগ্রো লিমিটেডের বিশাল ৩টি টিনের সেট। যে সেটের একটিতে গড়ে তোলা হয়েছে গরুর দুগ্ধখামার, আর দুটিতে প্রাকৃতিক পদ্ধতিতে করানো হচ্ছে গরুর মোটাতাজাকরণ। এদিকে নিজের ফার্মের খাঁটি দুধ দিয়েই গ্রামের বাজারে গড়ে তোলা হয়েছে সিএসবি দধি ও মিষ্টান্ন ভা-ার। যেখানে কর্মরত রয়েছেন নিজ গ্রামের সবচেয়ে বেশি অসহায় ২৫ বেকার যুবক। খাঁটি দুধের দধি মিষ্টান্ন আশপাশের কয়েক জেলার মধ্যে খ্যাতি অর্জন করেছে। এ মিষ্টান্ন দুর-দুরান্তের পাইকারেরা এসে কিনে নিয়ে যাচ্ছেন।

উদ্যোক্তা বোরহান উদ্দীন জানান, তিনি নিজে শৈশবে খুব কষ্ট করেছেন। মোট ৭ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বাবার অভাবের সংসারে প্রতিনিয়ত ক্ষুধার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। স্কুল জীবন থেকেই লেখাপড়ার পাশাপাশি স্কুলে বিক্রি ও পরের ক্ষেতে কামলার কাজ করেছেন। এভাবেই ২০০৪ সালে এম,এম কলেজ থেকে ইতিহাসে অনার্স মাষ্টার্স শেষ করে ডিভিতে আমেরিকায় প্রবাসী হয়েছেন। কয়েক দফা ছুটিতে দেশে এসে গ্রামের বেকার যুবকদের দুরাবস্থার কথা শুনে বেকারত্ব নিরসনের চিন্তা মাথায় আসে তার। এরপর তিনি গড়ে তোলেন এ গরুর খামার ও মিষ্টান্ন ভা-ার। তিনি বলেন, তার এ খামারের উদ্দেশ্য নিজের উন্নতির পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা।

শিক্ষিত এ যুবক বলেন, উৎপাদনশীল কোন কাজই ছোট নয়। যারা প্রবাসে আছেন তারা দেশে উদ্যোক্তা হয়ে উৎপাদনমুখী কিছু করতে উদ্যোগ নিলে একদিকে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে অন্যদিকে দেশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে ভূমিকা রাখবে। তিনি বলেন, তার গ্রামের যারা বেশি অসহায় বেকার তাদের সবাইকে নিজের ফার্মে কাজের ব্যবস্থা করেছেন।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, কোন কিছু করতে গেলে বেশি টাকার প্রয়োজন হয় না। শুধু চেষ্টা আর ইচ্ছা শক্তিটাই বড় ব্যাপার। তিনি বলেন, তার এ ফার্মে কোনটাই অপ্রয়োজনীয় নয়। একটি সেটে গরু মোটাতাজাকরণ করছেন। গত ঈদুল আযহায় তিনি মোট ২২টি গরু ৩৮ লাখ টাকায় বিক্রি করেছেন। অন্য সেটটিতে দুগ্ধ খামার গড়ে তুলেছেন। বাকি সেটটিতে ফার্মের ছোট গরুগুলো পালন করা হচ্ছে। তার ফার্মে এখনও ছোট বড় মিলে মোট ৭৫টি গরু আছে। ফার্মের গোবর এলাকার কৃষকেরা কিনে জমিতে দিয়ে জৈব সারের চাহিদা পূরণ করছে। ভবিষ্যতে এ ফার্ম আরও বড় করে কৃষিভিত্তিক ফার্মে পরিণত করবেন বলে তার আশা।

রাখালগাছি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইজ্জত আলী বলেন, বোরহানুদ্দিন বাবলু অত্যন্ত একটি ভালো ছেলে এবং সে একজন তরুণ উদ্যোক্তা। আমেরিকা প্রবাসী হয়েও তার বাড়িতে গড়ে তুলেছে সিএসবি এগ্রো লিমিটেড নামে বিশাল এক গরুর খামার। সেখানে এলাকার অনেক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি এই অঞ্চলের মানুষের ভেজালমুক্ত দধি ও মিষ্টি জাতীয় খাবারের ব্যবস্থা করছেন। আমি আশা করবো বোহানুদ্দিন বাবলু হবেন দেশের বেকার যুবদের অনুকরনীয়।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, আমেরিকা প্রবাসী বোরহানুদ্দিন বাবলুর ডেইরি খামারে তিনি গিয়েছেন। ফার্মের খাঁটি দুধের ছানা দিয়ে এই প্রতিষ্ঠান তৈরি করছে ভেজালমুক্ত দই, বিভিন্ন প্রকার মিষ্টি। তাছাড়াও তিনি একজন প্রবাসী হয়েও এলাকার বেকার সমস্যা নিরসনে যে উদ্যোগ নিয়েছেন তাকে সাধুবাদ জানাতে হয়। মেয়র আশরাফ আরও বলেন, বোরহান উদ্দীনের মত অন্য প্রবাসীদেরও উদ্যোক্তা হতে উৎসাহিত করতে পারলে সত্যিই দেশের উন্নতি হবে।