ডিজিটাল ভূমি জরিপ নির্ভুল করার উপায়

ডিজিটাল জরিপের পাইলটিং পটুয়াখালী থেকে শুরু হচ্ছে। এই জরিপ শুরুর সঙ্গে সঙ্গে খসড়া ম্যাপ তৈরি করে ওয়েবসাইটে দেয়া হবে। যাতে জমির মালিক পৃথিবীর যে কোন প্রান্ত থেকে তার জমির ম্যাপ দেখে জমির পরিমাণ কমবেশী হলে সঙ্গে সঙ্গে আপত্তি দিয়ে সংশোধন করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে। ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় প্রচারণা চালাতে হবে। যাতে জমির মালিক সঠিক সময়ে তার সমস্যার সমাধান করার সুযোগ পান।

যদি আপত্তি পাওয়ার পর জরিপ অধিদপ্তর ভুল নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশোধন না করেন, তাহলে আদালতে মামলা করে জমির মালিক রায় পেলে তার সমুদয় ক্ষতিপূরণ জরিপ অধিদপ্তরকে দেওয়ার বিধান থাকতে হবে। এ আইন করলে ভূমি জরিপ অধিদপ্তর ভুলেও ভুল রেকর্ড করে দেবে না।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ব্যক্তির সম্পত্তি সরকারের নামে ভূল করে হোক বা খাজনা বকেয়া হোক বা অন্য কোনভাবে উঠে গেল, সে ব্যক্তি সম্পত্তি ফিরে পাওয়ার জন্য কেন আদালতে আসতে হবে? আদালতে মামলা করে রায় নিয়ে নিয়ে গেলো তারপর ও কেনো নামজারি করতে এত গড়িমসি? এ সমস্যাটি গুরুত্বসহকারে সমাধান করলে মামলা জট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘীর দক্ষিণপাড়

সিলেট

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ , ০৩ আশ্বিন ১৪২৯ ১৯ সফর ১৪৪৪

ডিজিটাল ভূমি জরিপ নির্ভুল করার উপায়

ডিজিটাল জরিপের পাইলটিং পটুয়াখালী থেকে শুরু হচ্ছে। এই জরিপ শুরুর সঙ্গে সঙ্গে খসড়া ম্যাপ তৈরি করে ওয়েবসাইটে দেয়া হবে। যাতে জমির মালিক পৃথিবীর যে কোন প্রান্ত থেকে তার জমির ম্যাপ দেখে জমির পরিমাণ কমবেশী হলে সঙ্গে সঙ্গে আপত্তি দিয়ে সংশোধন করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে। ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় প্রচারণা চালাতে হবে। যাতে জমির মালিক সঠিক সময়ে তার সমস্যার সমাধান করার সুযোগ পান।

যদি আপত্তি পাওয়ার পর জরিপ অধিদপ্তর ভুল নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশোধন না করেন, তাহলে আদালতে মামলা করে জমির মালিক রায় পেলে তার সমুদয় ক্ষতিপূরণ জরিপ অধিদপ্তরকে দেওয়ার বিধান থাকতে হবে। এ আইন করলে ভূমি জরিপ অধিদপ্তর ভুলেও ভুল রেকর্ড করে দেবে না।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ব্যক্তির সম্পত্তি সরকারের নামে ভূল করে হোক বা খাজনা বকেয়া হোক বা অন্য কোনভাবে উঠে গেল, সে ব্যক্তি সম্পত্তি ফিরে পাওয়ার জন্য কেন আদালতে আসতে হবে? আদালতে মামলা করে রায় নিয়ে নিয়ে গেলো তারপর ও কেনো নামজারি করতে এত গড়িমসি? এ সমস্যাটি গুরুত্বসহকারে সমাধান করলে মামলা জট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘীর দক্ষিণপাড়

সিলেট