কুরিয়ারের গাড়িতে ১০ কোটি টাকার নিষিদ্ধ জাল

ভোলায় কুরিয়ার সার্ভেসে আসা প্রায় ১০ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্ধ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। গত শুক্রবার রাতে জননী পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে এই সব জাল ভোলায় আসে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন কেএম শাফিউল কিঞ্জল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংসাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিসের গাড়ি ভোলায় পৌঁছলে তল্লাশি কালে বিপুল পরিমান জালভর্তি ব্যাগ পাওয়া যায়। জালের পরিমান হচ্ছে ২৭ লাখ ৫০ হাজার মিটার। নতুন ওই সব কারেন্ট জালের দাম ৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

পরে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে রাতে ওই সব জাল পোড়ানো হয়।

রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ , ০৪ আশ্বিন ১৪২৯ ২০ সফর ১৪৪৪

কুরিয়ারের গাড়িতে ১০ কোটি টাকার নিষিদ্ধ জাল

জেলা বার্তা পরিবেশক, ভোলা

ভোলায় কুরিয়ার সার্ভেসে আসা প্রায় ১০ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্ধ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। গত শুক্রবার রাতে জননী পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে এই সব জাল ভোলায় আসে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন কেএম শাফিউল কিঞ্জল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংসাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিসের গাড়ি ভোলায় পৌঁছলে তল্লাশি কালে বিপুল পরিমান জালভর্তি ব্যাগ পাওয়া যায়। জালের পরিমান হচ্ছে ২৭ লাখ ৫০ হাজার মিটার। নতুন ওই সব কারেন্ট জালের দাম ৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

পরে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে রাতে ওই সব জাল পোড়ানো হয়।