আবারো একসঙ্গে কণা-বেলাল

সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা ও বেলাল খান গত শুক্রবার আবারো একসঙ্গে নতুন একটি সিনেমার গানে কন্ঠ দিয়েছেন। সিনেমার নাম ‘প্রেম পুরাণ’। গানের কথা হলোÑ ‘তোর দিকে চলে যাব বলে এতটা এসেছি, তোর স্রোতে মিশে যাবো বলে নদীতে ভেসেছি।’ এটি লিখেছেন, সুর করেছেন এবং সংগীতায়োজন করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে।

সিনেমাতে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন বুবলী ও রোশান। সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ মহিউদ্দীন, মাহমুদ হাসান শিকদার। এদিকে শুক্রবার দিন কণা আরেকটি নাটকের গানেও কন্ঠ দিয়েছেন। মাহমুদ মুহিন পরিচালিত ‘গল্পটা প্রেমের’ নামে নাটকের একটি গানে কন্ঠ দিয়েছেন কণা ও আভরাল সাহির। গানটির কথা লিখেছেন এমএ আলম শুভ। সুর সংগীত করেছেন আভরাল সাহির।

দুটি গান প্রসঙ্গে কণা বলেন, ‘সিনেমার গান এবং নাটকের গান-দু’টিই আসলে খুব ভালো গান হয়েছে। বেলালের সঙ্গে এর আগেও সিনেমাতে গান গেয়েছি। আর নাটকের গানটিও ভালোলাগার মতো। সবমিলিয়ে দু’টি গান নিয়েই আমি আশাবাদী।’

বেলাল খান বলেন, ‘গানটি একটি ট্রেন্ডি গান। সিনেমার শুটিং শেষ, চিত্রায়ণ অনুযায়ী গানটি এক কথায় খুবই ভালো হয়েছে। আমার বিশ^াস এই গানটি বেশ জনপ্রিয়তা পাবে।’ কণা ও বেলাল খান সর্বশেষ মৌসুমী ও ওমর সানী অভিনীত জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমায় একসঙ্গে গান গেয়েছেন। বেলাল খানের সুরে কণা প্রথম গেয়েছিলেন ‘কাগজের নাও’ গানটি। ‘সমুদ্রের নোনা জল’, ‘হৃদয়জুড়ে’সহ বেশ কিছু সিনেমায় কণা ও বেলাল খান একসঙ্গে প্লে-ব্যাক করেছেন।

রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ , ০৪ আশ্বিন ১৪২৯ ২০ সফর ১৪৪৪

আবারো একসঙ্গে কণা-বেলাল

বিনোদন প্রতিবেদক

image

সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা ও বেলাল খান গত শুক্রবার আবারো একসঙ্গে নতুন একটি সিনেমার গানে কন্ঠ দিয়েছেন। সিনেমার নাম ‘প্রেম পুরাণ’। গানের কথা হলোÑ ‘তোর দিকে চলে যাব বলে এতটা এসেছি, তোর স্রোতে মিশে যাবো বলে নদীতে ভেসেছি।’ এটি লিখেছেন, সুর করেছেন এবং সংগীতায়োজন করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে।

সিনেমাতে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন বুবলী ও রোশান। সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ মহিউদ্দীন, মাহমুদ হাসান শিকদার। এদিকে শুক্রবার দিন কণা আরেকটি নাটকের গানেও কন্ঠ দিয়েছেন। মাহমুদ মুহিন পরিচালিত ‘গল্পটা প্রেমের’ নামে নাটকের একটি গানে কন্ঠ দিয়েছেন কণা ও আভরাল সাহির। গানটির কথা লিখেছেন এমএ আলম শুভ। সুর সংগীত করেছেন আভরাল সাহির।

দুটি গান প্রসঙ্গে কণা বলেন, ‘সিনেমার গান এবং নাটকের গান-দু’টিই আসলে খুব ভালো গান হয়েছে। বেলালের সঙ্গে এর আগেও সিনেমাতে গান গেয়েছি। আর নাটকের গানটিও ভালোলাগার মতো। সবমিলিয়ে দু’টি গান নিয়েই আমি আশাবাদী।’

বেলাল খান বলেন, ‘গানটি একটি ট্রেন্ডি গান। সিনেমার শুটিং শেষ, চিত্রায়ণ অনুযায়ী গানটি এক কথায় খুবই ভালো হয়েছে। আমার বিশ^াস এই গানটি বেশ জনপ্রিয়তা পাবে।’ কণা ও বেলাল খান সর্বশেষ মৌসুমী ও ওমর সানী অভিনীত জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমায় একসঙ্গে গান গেয়েছেন। বেলাল খানের সুরে কণা প্রথম গেয়েছিলেন ‘কাগজের নাও’ গানটি। ‘সমুদ্রের নোনা জল’, ‘হৃদয়জুড়ে’সহ বেশ কিছু সিনেমায় কণা ও বেলাল খান একসঙ্গে প্লে-ব্যাক করেছেন।