খালেদা আকতার কল্পনার পরিচালনায় দুই নাটক

খালেদা আকতার কল্পনা, একাধারে একজন অভিনেত্রী, কাহিনীকার ও পরিচালক। দীর্ঘদিন পর তিনি তার নিজের রচনায় দুটি নাটক নির্মাণ করেছেন। একটির নাম ‘প্রেমিক বাইকওয়ালা’ ও অন্যটির নাম ‘কলগার্ল’। নাটক দু’টিতে তিনি নিজে অভিনয়ও করেছেন। পাশাপাশি আরো অভিনয় করেছেন শিউলী শিলা, আমির পারভেজ, বনশ্রী। শিক্ষকতা পেশা ছেড়ে যিনি নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছিলেন, সেই নন্দিত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার এখন সময় কাটছে নাটক, টেলিফিল্মের গল্প রচনা করে।

কল্পনা বলেন, ‘সিনেমা-নাটকে অভিনয় করতে অনেক ভুল ত্রুটি চোখে পড়ত। এক সময় আমার কাছে মনে হলো, কেন আমি নিজে লিখছি না। আর ছোটবেলা থেকে নিজের মনে বীজ বপন করাই ছিল লেখালেখির ব্যাপারে। পরে এক সময় লেখালেখি শুরু করলাম।’

রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ , ০৪ আশ্বিন ১৪২৯ ২০ সফর ১৪৪৪

খালেদা আকতার কল্পনার পরিচালনায় দুই নাটক

বিনোদন প্রতিবেদক

image

খালেদা আকতার কল্পনা, একাধারে একজন অভিনেত্রী, কাহিনীকার ও পরিচালক। দীর্ঘদিন পর তিনি তার নিজের রচনায় দুটি নাটক নির্মাণ করেছেন। একটির নাম ‘প্রেমিক বাইকওয়ালা’ ও অন্যটির নাম ‘কলগার্ল’। নাটক দু’টিতে তিনি নিজে অভিনয়ও করেছেন। পাশাপাশি আরো অভিনয় করেছেন শিউলী শিলা, আমির পারভেজ, বনশ্রী। শিক্ষকতা পেশা ছেড়ে যিনি নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছিলেন, সেই নন্দিত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার এখন সময় কাটছে নাটক, টেলিফিল্মের গল্প রচনা করে।

কল্পনা বলেন, ‘সিনেমা-নাটকে অভিনয় করতে অনেক ভুল ত্রুটি চোখে পড়ত। এক সময় আমার কাছে মনে হলো, কেন আমি নিজে লিখছি না। আর ছোটবেলা থেকে নিজের মনে বীজ বপন করাই ছিল লেখালেখির ব্যাপারে। পরে এক সময় লেখালেখি শুরু করলাম।’