কুমিল্লায় বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রীর ওপর হামলা

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রী শামীমা বরকত লাকিসহ ৪ জনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বিএনপি নেতা বুলু। গতকাল বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে এ ঘটনা ঘটে। এসময় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজুও গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়।

জানা যায়, নিজ এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে গতকাল বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে পৌঁছলে গাড়ির চাকা পাংচার হলে যাত্রা বিরতি দেন বরকত উল্লাহ বুলু। এসময় সেখানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চা খাওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া জানান, হামলার সময় বরকত উল্লাহ বুলুর সঙ্গে তার স্ত্রীও ছিলেন। অতর্কিত ওই হামলায় তারা দুজনই আহত হয়েছেন। পরে দ্রুত পাশের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা কুমিল্লার চান্দিনায় বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এর আগে রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার এলাকায় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আহত বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু ও তার স্ত্রী।

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাওহার ইকবাল জানান, হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন- হঠাৎ করে মোটরসাইকেলে করে দুই-তিনজন লোক এসে হামলা করেছে। এ ঘটনায় অভিযোগ করা হলে তদন্তপূর্বক আইনগত পদক্ষেপ নেয়া হবে।

রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ , ০৪ আশ্বিন ১৪২৯ ২০ সফর ১৪৪৪

কুমিল্লায় বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রীর ওপর হামলা

জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা

image

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রী শামীমা বরকত লাকিসহ ৪ জনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বিএনপি নেতা বুলু। গতকাল বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে এ ঘটনা ঘটে। এসময় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজুও গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়।

জানা যায়, নিজ এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে গতকাল বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে পৌঁছলে গাড়ির চাকা পাংচার হলে যাত্রা বিরতি দেন বরকত উল্লাহ বুলু। এসময় সেখানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চা খাওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া জানান, হামলার সময় বরকত উল্লাহ বুলুর সঙ্গে তার স্ত্রীও ছিলেন। অতর্কিত ওই হামলায় তারা দুজনই আহত হয়েছেন। পরে দ্রুত পাশের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা কুমিল্লার চান্দিনায় বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এর আগে রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার এলাকায় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আহত বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু ও তার স্ত্রী।

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাওহার ইকবাল জানান, হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন- হঠাৎ করে মোটরসাইকেলে করে দুই-তিনজন লোক এসে হামলা করেছে। এ ঘটনায় অভিযোগ করা হলে তদন্তপূর্বক আইনগত পদক্ষেপ নেয়া হবে।