সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থী নিহত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামে গত শুক্রবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম খান (১৫) ও শাকিল খান (১৫) নামে দাখিল পরীক্ষার্থী দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় তাদের অন্য বন্ধু রানা মিয়া (১৭) গুরুতর আহত হ?য়ে?ছে। নিহত নাঈম খান ঘাটাইল উপ?জেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে ও শাকিল খান একই গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তারা তিনজনই এবার উপজেলার মূলবাড়ী দারুস সন্নাহ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দি?চ্ছিল।

স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে তিন বন্ধু মোটরসাইকেলযো?গে স্থানীয় ছনখোলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আজাদিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌঁছলে একটি ব্যাটারি চালিত অ?টোভ্যানের সঙ্গে সংঘর্ষে তিন বন্ধু গুরুতর আহত হন। প?রে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ?র্তি ক?রে। দুইজনের শারীরিক অবস্থার অবন?তি হ?লে উন্নত চিকিৎসার জন্য শাকিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প?থে রাত ১টার দি?কে শাকিলের মৃত্যু হয়। নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প?থে তারও মৃত্যু হয়।

ঘাটাইল থানার ও?সি আজহারুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হওয়ার খবর পে?য়ে?ছেন। দুর্ঘটনাটি উপজেলার প্রত্যন্ত এলাকা এগারকাহনিয়ায় ঘটেছে। তাছাড়া একজনকে ময়মনসিংহ ও একজনকে ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়। ত?বে তা?দের মর?দেহ থানায় আনা হয়নি। বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।

রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ , ০৪ আশ্বিন ১৪২৯ ২০ সফর ১৪৪৪

সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থী নিহত

নিজস্ব বার্তা পরিবেশক, টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামে গত শুক্রবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম খান (১৫) ও শাকিল খান (১৫) নামে দাখিল পরীক্ষার্থী দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় তাদের অন্য বন্ধু রানা মিয়া (১৭) গুরুতর আহত হ?য়ে?ছে। নিহত নাঈম খান ঘাটাইল উপ?জেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে ও শাকিল খান একই গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তারা তিনজনই এবার উপজেলার মূলবাড়ী দারুস সন্নাহ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দি?চ্ছিল।

স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে তিন বন্ধু মোটরসাইকেলযো?গে স্থানীয় ছনখোলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আজাদিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌঁছলে একটি ব্যাটারি চালিত অ?টোভ্যানের সঙ্গে সংঘর্ষে তিন বন্ধু গুরুতর আহত হন। প?রে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ?র্তি ক?রে। দুইজনের শারীরিক অবস্থার অবন?তি হ?লে উন্নত চিকিৎসার জন্য শাকিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প?থে রাত ১টার দি?কে শাকিলের মৃত্যু হয়। নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প?থে তারও মৃত্যু হয়।

ঘাটাইল থানার ও?সি আজহারুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হওয়ার খবর পে?য়ে?ছেন। দুর্ঘটনাটি উপজেলার প্রত্যন্ত এলাকা এগারকাহনিয়ায় ঘটেছে। তাছাড়া একজনকে ময়মনসিংহ ও একজনকে ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়। ত?বে তা?দের মর?দেহ থানায় আনা হয়নি। বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।