শেয়ারবাজারে উত্থান, সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.১২ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩৫.১৩ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.১১ পয়েন্ট বা ০.৪২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৭.১৫ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩৫.৬৬ পয়েন্টে এবং দুই হাজার ৩৬৩.৫১ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন এক হাজার ৮১৩ কোটি ৯২ লাখ টাকার। যা আগের দিন থেকে ৫৭১ কোটি ১৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৯টির বা ২৯.৩৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪০টির বা ৩৭.৭৪ শতাংশের এবং ১২২টির বা ৩২.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৯.৮৪ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২০০.৮৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৬৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দর বেড়েছে, কমেছে ১০১টির আর ৯০টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে ৩৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৯টির বা ২৯.৩৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে ইউনিয়ন ক্যাপিটারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৬.১৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইউনিয়ন ক্যাপিটাল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআই সিরিঞ্জের ৫.৯৭ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৫৯ শতাংশ, সোনালী পেপারের ৪.৪১ শতাংশ, আইপিডিসির ৪.৩৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.২৯ শতাংশ, মুন্নু এগ্রোর ৪.১৫ শতাংশ, সোনালী আঁশের ৪.১১ শতাংশ, সিনোবাংলার ৪.০৭ শতাংশ এবং সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর ৪.০৬ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪০টির বা ৩৭.৭৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৭.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬১.৮০ টাকায়।

অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৪.৭০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে স্ট্যান্ডার্ড সিরামিক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন কেবলসের ৯.৯৮ শতাংশ, সি পার্লের ৯.৯৪ শতাংশ, বিডি কমের ৯.৯১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.৮৯ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৮৮ শতাংশ, আজিজ পাইপসের ৯.৫৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৮.৭৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭২ শতাংশ এবং বিকন ফার্মার শেয়ার দর ৮.৪২ শতাংশ বেড়েছে।

সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ , ০৩ আশ্বিন ১৪২৯ ২১ সফর ১৪৪৪

শেয়ারবাজারে উত্থান, সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.১২ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩৫.১৩ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.১১ পয়েন্ট বা ০.৪২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৭.১৫ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩৫.৬৬ পয়েন্টে এবং দুই হাজার ৩৬৩.৫১ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন এক হাজার ৮১৩ কোটি ৯২ লাখ টাকার। যা আগের দিন থেকে ৫৭১ কোটি ১৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৯টির বা ২৯.৩৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪০টির বা ৩৭.৭৪ শতাংশের এবং ১২২টির বা ৩২.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৯.৮৪ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২০০.৮৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৬৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দর বেড়েছে, কমেছে ১০১টির আর ৯০টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে ৩৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৯টির বা ২৯.৩৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে ইউনিয়ন ক্যাপিটারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৬.১৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইউনিয়ন ক্যাপিটাল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআই সিরিঞ্জের ৫.৯৭ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৫৯ শতাংশ, সোনালী পেপারের ৪.৪১ শতাংশ, আইপিডিসির ৪.৩৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.২৯ শতাংশ, মুন্নু এগ্রোর ৪.১৫ শতাংশ, সোনালী আঁশের ৪.১১ শতাংশ, সিনোবাংলার ৪.০৭ শতাংশ এবং সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর ৪.০৬ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪০টির বা ৩৭.৭৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৭.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬১.৮০ টাকায়।

অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৪.৭০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে স্ট্যান্ডার্ড সিরামিক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন কেবলসের ৯.৯৮ শতাংশ, সি পার্লের ৯.৯৪ শতাংশ, বিডি কমের ৯.৯১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.৮৯ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৮৮ শতাংশ, আজিজ পাইপসের ৯.৫৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৮.৭৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭২ শতাংশ এবং বিকন ফার্মার শেয়ার দর ৮.৪২ শতাংশ বেড়েছে।