২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে পূর্ণ নম্বরে

আগামী বছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সব বিষয়ে পূর্ণ নম্বরে নেয়া হবে। সময়ও থাকবে ৩ ঘণ্টা। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ দুই পাবলিক পরীক্ষা সব বিষয়ে ৩ ঘণ্টায় পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষা হবে ৫০ নম্বরের। অন্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ ঘণ্টা সময় পাবে পরীক্ষার্থীরা। এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাও হবে ৩ ঘণ্টার।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই এসএসসির পরীক্ষা নিতে পেরেছিল শিক্ষা প্রশাসন। তবে সে বছর আর এইচএসসি পরীক্ষা নেয়া যায়নি। পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন ফল দেয়া হয়।

প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এতে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও পিছিয়ে যায়। প্রায় নয় মাস পিছিয়ে গত বছরের নভেম্বরে এসএসসি এবং আট মাস পিছিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে ডিসেম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়া হয়। শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি থাকায় গত বছর সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেয়া হয়। পরীক্ষা হয় তিন বিষয়ে। একইভাবে এইচএসসি পরীক্ষাও হয় সংক্ষিপ্ত সিলেবাসে, তিন বিষয়ের ছয়টি পত্রে। এবারও কিছুটা কম পরিসরে এই পরীক্ষা নেয়া হচ্ছে।

সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ , ০৩ আশ্বিন ১৪২৯ ২১ সফর ১৪৪৪

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে পূর্ণ নম্বরে

নিজস্ব বার্তা পরিবেশক

আগামী বছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সব বিষয়ে পূর্ণ নম্বরে নেয়া হবে। সময়ও থাকবে ৩ ঘণ্টা। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ দুই পাবলিক পরীক্ষা সব বিষয়ে ৩ ঘণ্টায় পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষা হবে ৫০ নম্বরের। অন্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ ঘণ্টা সময় পাবে পরীক্ষার্থীরা। এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাও হবে ৩ ঘণ্টার।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই এসএসসির পরীক্ষা নিতে পেরেছিল শিক্ষা প্রশাসন। তবে সে বছর আর এইচএসসি পরীক্ষা নেয়া যায়নি। পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন ফল দেয়া হয়।

প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এতে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও পিছিয়ে যায়। প্রায় নয় মাস পিছিয়ে গত বছরের নভেম্বরে এসএসসি এবং আট মাস পিছিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে ডিসেম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়া হয়। শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি থাকায় গত বছর সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেয়া হয়। পরীক্ষা হয় তিন বিষয়ে। একইভাবে এইচএসসি পরীক্ষাও হয় সংক্ষিপ্ত সিলেবাসে, তিন বিষয়ের ছয়টি পত্রে। এবারও কিছুটা কম পরিসরে এই পরীক্ষা নেয়া হচ্ছে।