আর্ট বাংলা গ্যালারির যাত্রা শুরু

দেশের শিল্পকর্মকে দেশ-বিদেশে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করলো শিল্পীদের প্রতিষ্ঠিত সংগঠন আর্ট বাংলা ফাউন্ডেশন। গত শনিবার লালমাটিয়াতে ‘পরম্পরা প্রতিবিম্ব’ শীর্ষক প্রদর্শনীর মধ্যে দিয়ে এ গ্যালারির যাত্রা শুরু হয়।

দেশসেরা চিত্রশিল্পীদের সঙ্গে তরুণ শিল্পীদের আঁকা চিত্রকর্ম নিয়ে আয়োজন করা হয়েছে এ প্রদর্শনী। খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল ৪৮ শিল্পীর ৫২টি শিল্পকর্ম রয়েছে এখানে।

ফাউন্ডেশনের এই যাত্রাপথকে স্মরণীয় করে রাখতে প্রদর্শনীর পাশাপাশি শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- সমরজিৎ রায় চৌধুরী, মুস্তাফা মনোয়ার, হাশেম খান, রফিকুন নবী ও মনিরুল ইসলাম। এছাড়া শিল্পকলার পৃষ্ঠপোষক হিসেবে আবুল খায়েরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। দেশের শিল্পকলা নিয়ে আলোচনা করেন শিল্প সমালোচক অধ্যাপক মইনুদ্দীন খালেদ। স্বাগত বক্তব্য দেন আর্ট বাংলার ডিরেক্টর জেনারেল হারুন অর রশীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শিল্পী মোহাম্মদ ইউনুস।

লালমাটিয়ার এ ব্লকের ১০ নম্বর সড়কের ৭/৯নং বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে আর্ট বাংলা গ্যালারি। আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে পরম্পরা প্রতিবিম্ব প্রদর্শনীটি। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।

সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ , ০৩ আশ্বিন ১৪২৯ ২১ সফর ১৪৪৪

আর্ট বাংলা গ্যালারির যাত্রা শুরু

নিজস্ব বার্তা পরিবেশক

image

দেশের শিল্পকর্মকে দেশ-বিদেশে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করলো শিল্পীদের প্রতিষ্ঠিত সংগঠন আর্ট বাংলা ফাউন্ডেশন। গত শনিবার লালমাটিয়াতে ‘পরম্পরা প্রতিবিম্ব’ শীর্ষক প্রদর্শনীর মধ্যে দিয়ে এ গ্যালারির যাত্রা শুরু হয়।

দেশসেরা চিত্রশিল্পীদের সঙ্গে তরুণ শিল্পীদের আঁকা চিত্রকর্ম নিয়ে আয়োজন করা হয়েছে এ প্রদর্শনী। খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল ৪৮ শিল্পীর ৫২টি শিল্পকর্ম রয়েছে এখানে।

ফাউন্ডেশনের এই যাত্রাপথকে স্মরণীয় করে রাখতে প্রদর্শনীর পাশাপাশি শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- সমরজিৎ রায় চৌধুরী, মুস্তাফা মনোয়ার, হাশেম খান, রফিকুন নবী ও মনিরুল ইসলাম। এছাড়া শিল্পকলার পৃষ্ঠপোষক হিসেবে আবুল খায়েরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। দেশের শিল্পকলা নিয়ে আলোচনা করেন শিল্প সমালোচক অধ্যাপক মইনুদ্দীন খালেদ। স্বাগত বক্তব্য দেন আর্ট বাংলার ডিরেক্টর জেনারেল হারুন অর রশীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শিল্পী মোহাম্মদ ইউনুস।

লালমাটিয়ার এ ব্লকের ১০ নম্বর সড়কের ৭/৯নং বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে আর্ট বাংলা গ্যালারি। আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে পরম্পরা প্রতিবিম্ব প্রদর্শনীটি। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।