চার মাস পর ৬ হাজার ৬শ’ পয়েন্টে ডিএসইএক্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল বড় উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স চার মাস পর ৬ হাজার ৬০০ পয়েন্টের ঘরে পৌঁছেছে। গতকাল সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৭৪ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬০০.৮৭ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি চার মাস ৯ দিন বা ৮৭ কার্যদিবস পর ৬ হাজার ৬০০ পয়েন্টে ঘরে পৌঁছালো। এর আগে চলতি বছরের ১০ মে সূচকটি গতকালকের চেয়ে বেশি অর্থাৎ ৬ হাজার ৬৬৫ পয়েন্টে অবস্থান করেছিল।

গতকাল ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫.৭১ পয়েন্ট বা ১.০৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪২.৫৯ পয়েন্ট বা ১.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫১.৩৮ পয়েন্টে এবং দুই হাজার ৪০৬.১০ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন এক হাজার ৯৮৯ কোটি ৮৩ লাখ টাকার যা আগের দিন থেকে ১৭৫ কোটি ৯১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৮১৩ কোটি ৯২ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির বা ২৩.৭২ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫৫টির বা ৪১.৭৮ শতাংশের এবং ১২৮টির বা ৩৪.৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩.১১ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৯৩.৯৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৬৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দর বেড়েছে, কমেছে ৯৪টির আর ১০৩টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে ৯৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৩৮ লাখ ৬১ হাজার ৭৩৭ টি শেয়ার ১৫৫ বার হাত বদলের মাধ্যমে ৭৭ কোটি ৩০ লাখ ৩৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে বিডিকমের। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৬৭ লাখ টাকার ওরিয়ন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৮টির বা ২৩.৭২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

জানা গেছে, আগের কার্যদিবসে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৭.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মিরাকল ইন্ডাস্ট্রিজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৯৮ শতাংশ, এটলাস বাংলাদেশের ৯.৯৮ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৯.৯৫ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.৯৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৯৪ শতাংশ, আজিজ পাইপসের ৯.৯৩ শতাংশ, আরডি ফুডের ৯.৮০ শতাংশ, বিডিকমের ৯.৭৭ শতাংশ এবং ইস্টার্ন কেবলসের শেয়ার দর ৯.৬২ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৫টির বা ৪১.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬০.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৪.৭০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ৯.১৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে সোনারগাঁও টেক্সটাইলের ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নর্দার্ন জুটের ৬.৭৫ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬.৪৯ শতাংশ, সোনালী আঁশের ৬.১৮ শতাংশ, এমবি ফার্মার ৫.৯২ শতাংশ, হাক্কানি পাল্পের ৫.৭১ শতাংশ, এস আলমের ৫.২৮ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৫.২৫ শতাংশ, সোনালী লাইফের ৫.১৮ শতাংশ এবং রহিম টেক্সটাইলের শেয়ার দর ৪.৮৯ শতাংশ কমেছে।

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ , ০৪ আশ্বিন ১৪২৯ ২২ সফর ১৪৪৪

চার মাস পর ৬ হাজার ৬শ’ পয়েন্টে ডিএসইএক্স

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল বড় উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স চার মাস পর ৬ হাজার ৬০০ পয়েন্টের ঘরে পৌঁছেছে। গতকাল সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৭৪ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬০০.৮৭ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি চার মাস ৯ দিন বা ৮৭ কার্যদিবস পর ৬ হাজার ৬০০ পয়েন্টে ঘরে পৌঁছালো। এর আগে চলতি বছরের ১০ মে সূচকটি গতকালকের চেয়ে বেশি অর্থাৎ ৬ হাজার ৬৬৫ পয়েন্টে অবস্থান করেছিল।

গতকাল ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫.৭১ পয়েন্ট বা ১.০৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪২.৫৯ পয়েন্ট বা ১.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫১.৩৮ পয়েন্টে এবং দুই হাজার ৪০৬.১০ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন এক হাজার ৯৮৯ কোটি ৮৩ লাখ টাকার যা আগের দিন থেকে ১৭৫ কোটি ৯১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৮১৩ কোটি ৯২ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির বা ২৩.৭২ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫৫টির বা ৪১.৭৮ শতাংশের এবং ১২৮টির বা ৩৪.৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩.১১ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৯৩.৯৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৬৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দর বেড়েছে, কমেছে ৯৪টির আর ১০৩টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে ৯৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৩৮ লাখ ৬১ হাজার ৭৩৭ টি শেয়ার ১৫৫ বার হাত বদলের মাধ্যমে ৭৭ কোটি ৩০ লাখ ৩৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে বিডিকমের। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৬৭ লাখ টাকার ওরিয়ন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৮টির বা ২৩.৭২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

জানা গেছে, আগের কার্যদিবসে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৭.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মিরাকল ইন্ডাস্ট্রিজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৯৮ শতাংশ, এটলাস বাংলাদেশের ৯.৯৮ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৯.৯৫ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.৯৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৯৪ শতাংশ, আজিজ পাইপসের ৯.৯৩ শতাংশ, আরডি ফুডের ৯.৮০ শতাংশ, বিডিকমের ৯.৭৭ শতাংশ এবং ইস্টার্ন কেবলসের শেয়ার দর ৯.৬২ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৫টির বা ৪১.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬০.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৪.৭০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ৯.১৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে সোনারগাঁও টেক্সটাইলের ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নর্দার্ন জুটের ৬.৭৫ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬.৪৯ শতাংশ, সোনালী আঁশের ৬.১৮ শতাংশ, এমবি ফার্মার ৫.৯২ শতাংশ, হাক্কানি পাল্পের ৫.৭১ শতাংশ, এস আলমের ৫.২৮ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৫.২৫ শতাংশ, সোনালী লাইফের ৫.১৮ শতাংশ এবং রহিম টেক্সটাইলের শেয়ার দর ৪.৮৯ শতাংশ কমেছে।