কারণ ছাড়াই ৯ পরীক্ষার্থী বহিস্কার আইনি নোটিশ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার ৫ মিনিটের ব্যবধানে কারণ ছাড়া ৯ এসএসসি পরীক্ষার্থীকে এক বছরের জন্য বহিস্কারাদেশ দেয়ার অভিযোগ উঠেছে । এতে ওই ৯ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিতা দেখা দেয়াসহ অভিভাবকরা উৎকন্ঠার মাঝে দিন কাটাচ্ছে। এসব শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরনের প্রতিবাদ স্বরূপ অভিভাবকরা আইনি সহায়তার দ্বারস্থ হয়েছেন।

এ বহিস্কারাদেশ অমানবিক এবং নিপীড়ন উল্লেখ করে বহিস্কারাদেশ দেয়া ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইন নোটিশ পাঠিয়েছেন সুপ্রীম কোর্টের তিন আইনজীবী। প্রেরিত এ নোটিশে বহিস্কারাদেশ প্রত্যাহারসহ প্রতি শিক্ষার্থীকে ১০ লাখ ক্ষতিপূরন দেয়ার দাবি করা হয়েছে। অভিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট পটুয়াখালী জেলা প্রশাসনে সহকারী কমিশনার (আইসিটি শাখা,ফ্রন্ট ডেস্ক (ই-সেবা কেন্দ্র), মিডিয়া সেল, ই-নথি বিষয়ক (ওয়েবপোর্টাল) হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৭ সেপ্টেম্বর সুপ্রীম কোর্টের তিন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, মো. রোকনুজ্জামান ও নাইম সরদার এ নোটিশ পাঠিয়েছেন বলে নির্ভরযোগ্য সুত্র নিশ্চিৎ করেছেন। গত ১৫ সেপ্টেম্বর পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার খারিজ্জমা মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার শুরু হওয়ার ৫ মিনিটের ব্যবধানে ৯ পরীক্ষার্থীকে বহিস্কার করে। এতে ওই কেন্দ্রের পরীর্ক্ষাথী অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃস্টি হয়। সমালোচনায় জড়িয়ে পরেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো. ইসমাইল রহমানসহ কেন্দ্র সচিব ওই কেন্দ্রে পরীক্ষায় দায়িত্বে নিয়োজিত সদস্যরা।

সুপ্রীম কোর্টের উল্লেখিত তিন আইনজীবীর আইনি নোটিশ প্রাপকরা হলেন, শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষা সচিব, জনপ্রশাসন,পটুয়াখালী জেলা প্রশাসক। এছাড়া পটুয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ইসমাইল রহমান, খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব নুসরাত জাহানকে ই-মেইলে এ নোটিশ পাঠানো হয়েছে।

ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব গনমাধ্যমে বলেন, গত বৃস্পতিবার অকারন ও জোর জবরদস্তি করে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ৯ এসএসসি পরীক্ষার্থীকে এক বছরের জন্য বহিস্কার আদেশ দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইসমাইল রহমান। পরীক্ষা শুরু ৫ মিনিটের ব্যবধানে বহিস্কার আদেশ দেয়া অমানবিক এবং নিপীড়ন বলে প্রতীয়মান হয়েছে। সহকারী কমিশনার ইসমাইল রহমান ক্ষমতার অপব্যবহার করে ৯ পরীক্ষার্থীর প্রতি চরম অন্যায় করেছে । ফলে ওই ৯ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিতা দেখা দিয়েছে। নোটিশ অনুযায়ী অভিযুক্ত সহকারী কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান আইনজীবীরা।

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ , ০৪ আশ্বিন ১৪২৯ ২২ সফর ১৪৪৪

কারণ ছাড়াই ৯ পরীক্ষার্থী বহিস্কার আইনি নোটিশ

প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা উপজেলার খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার ৫ মিনিটের ব্যবধানে কারণ ছাড়া ৯ এসএসসি পরীক্ষার্থীকে এক বছরের জন্য বহিস্কারাদেশ দেয়ার অভিযোগ উঠেছে । এতে ওই ৯ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিতা দেখা দেয়াসহ অভিভাবকরা উৎকন্ঠার মাঝে দিন কাটাচ্ছে। এসব শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরনের প্রতিবাদ স্বরূপ অভিভাবকরা আইনি সহায়তার দ্বারস্থ হয়েছেন।

এ বহিস্কারাদেশ অমানবিক এবং নিপীড়ন উল্লেখ করে বহিস্কারাদেশ দেয়া ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইন নোটিশ পাঠিয়েছেন সুপ্রীম কোর্টের তিন আইনজীবী। প্রেরিত এ নোটিশে বহিস্কারাদেশ প্রত্যাহারসহ প্রতি শিক্ষার্থীকে ১০ লাখ ক্ষতিপূরন দেয়ার দাবি করা হয়েছে। অভিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট পটুয়াখালী জেলা প্রশাসনে সহকারী কমিশনার (আইসিটি শাখা,ফ্রন্ট ডেস্ক (ই-সেবা কেন্দ্র), মিডিয়া সেল, ই-নথি বিষয়ক (ওয়েবপোর্টাল) হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৭ সেপ্টেম্বর সুপ্রীম কোর্টের তিন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, মো. রোকনুজ্জামান ও নাইম সরদার এ নোটিশ পাঠিয়েছেন বলে নির্ভরযোগ্য সুত্র নিশ্চিৎ করেছেন। গত ১৫ সেপ্টেম্বর পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার খারিজ্জমা মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার শুরু হওয়ার ৫ মিনিটের ব্যবধানে ৯ পরীক্ষার্থীকে বহিস্কার করে। এতে ওই কেন্দ্রের পরীর্ক্ষাথী অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃস্টি হয়। সমালোচনায় জড়িয়ে পরেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো. ইসমাইল রহমানসহ কেন্দ্র সচিব ওই কেন্দ্রে পরীক্ষায় দায়িত্বে নিয়োজিত সদস্যরা।

সুপ্রীম কোর্টের উল্লেখিত তিন আইনজীবীর আইনি নোটিশ প্রাপকরা হলেন, শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষা সচিব, জনপ্রশাসন,পটুয়াখালী জেলা প্রশাসক। এছাড়া পটুয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ইসমাইল রহমান, খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব নুসরাত জাহানকে ই-মেইলে এ নোটিশ পাঠানো হয়েছে।

ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব গনমাধ্যমে বলেন, গত বৃস্পতিবার অকারন ও জোর জবরদস্তি করে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ৯ এসএসসি পরীক্ষার্থীকে এক বছরের জন্য বহিস্কার আদেশ দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইসমাইল রহমান। পরীক্ষা শুরু ৫ মিনিটের ব্যবধানে বহিস্কার আদেশ দেয়া অমানবিক এবং নিপীড়ন বলে প্রতীয়মান হয়েছে। সহকারী কমিশনার ইসমাইল রহমান ক্ষমতার অপব্যবহার করে ৯ পরীক্ষার্থীর প্রতি চরম অন্যায় করেছে । ফলে ওই ৯ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিতা দেখা দিয়েছে। নোটিশ অনুযায়ী অভিযুক্ত সহকারী কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান আইনজীবীরা।