বিশ্বের প্রবীণতম রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের মাধ্যমে বিশ্বের ইতিহাসের এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি ঘটলো। রানীর শেষকৃত্যে যোগ দিতে বিশ্বের বহু দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হয়েছিল ইউরোপের বিভিন্ন রাজপরিবারের প্রতিনিধিরাও।
রানী দ্বিতীয় এলিজাবেথের শেষযাত্রায় যেন কোনো ত্রুটি না থাকে, সেটি নিশ্চিত করতে তৎপর যুক্তরাজ্যের প্রশাসন। শেষকৃত্যের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা দুই হাজারেরও বেশি। তাদের মধ্যে আছেন দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধানসহ ৫০০ বিশেষ অতিথি। এই বিশাল আয়োজন সামাল দেওয়ার জন্য চার হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। সঙ্গে থাকবেন রাজপরিবারের নিজস্ব কর্মীরাও।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত রোববার লন্ডনে পৌঁছেছেন এবং সেখানে তিনি একটি আনুষ্ঠানিক শোক বইতে স্বাক্ষর করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ছাড়াও জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার, ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলান্ড এবং আইরিশ তাওইসাচ মাইকেল মার্টিন রানীর শেষকৃত্যে উপস্থিত ছিলেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ কমনওয়েলথ দেশগুলোর কিছু নেতা লন্ডনে পৌঁছেছেন আগেই।
রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ আমন্ত্রিত অতিথির সংখ্যা দুই হাজারেরও বেশি -বিবিসি
আরও খবরমঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ , ০৪ আশ্বিন ১৪২৯ ২২ সফর ১৪৪৪
রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ আমন্ত্রিত অতিথির সংখ্যা দুই হাজারেরও বেশি -বিবিসি
বিশ্বের প্রবীণতম রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের মাধ্যমে বিশ্বের ইতিহাসের এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি ঘটলো। রানীর শেষকৃত্যে যোগ দিতে বিশ্বের বহু দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হয়েছিল ইউরোপের বিভিন্ন রাজপরিবারের প্রতিনিধিরাও।
রানী দ্বিতীয় এলিজাবেথের শেষযাত্রায় যেন কোনো ত্রুটি না থাকে, সেটি নিশ্চিত করতে তৎপর যুক্তরাজ্যের প্রশাসন। শেষকৃত্যের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা দুই হাজারেরও বেশি। তাদের মধ্যে আছেন দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধানসহ ৫০০ বিশেষ অতিথি। এই বিশাল আয়োজন সামাল দেওয়ার জন্য চার হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। সঙ্গে থাকবেন রাজপরিবারের নিজস্ব কর্মীরাও।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত রোববার লন্ডনে পৌঁছেছেন এবং সেখানে তিনি একটি আনুষ্ঠানিক শোক বইতে স্বাক্ষর করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ছাড়াও জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার, ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলান্ড এবং আইরিশ তাওইসাচ মাইকেল মার্টিন রানীর শেষকৃত্যে উপস্থিত ছিলেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ কমনওয়েলথ দেশগুলোর কিছু নেতা লন্ডনে পৌঁছেছেন আগেই।