রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল যুক্তরাজ্যের লন্ডনে অন্য বিশ্বনেতাদের সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রীরা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ কয়েকশ’ বিশিষ্ট ব্যক্তি সেখানে যোগ দেন।

রানীর অন্ত্যেষ্টিক্রিয়া ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হচ্ছে যে ভবনটিতে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ এবং রাজমুকুটে অভিষিক্ত হয়েছিলেন। জাতীয় পতাকায় ঢাকা ও রাজকীয় মুকুট শোভিত কফিনটি রাজকীয় নৌবাহিনীর সদস্যরা কামানবাহী গাড়িতে টেনে গির্জায় নিয়ে আসে।

গত বৃহস্পতিবার শেখ হাসিনা রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান। প্রধানমন্ত্রীর ছোটবোন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও তার সঙ্গে রয়েছেন।

এর আগে, গত রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রয়াত রানীর মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনিস্টার প্যালেসে যান, যেখানে কফিনে রানীর মরদেহ রাখা ছিল। তিনি ওয়েস্টমিনস্টার হলে রানীর মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ল্যাঙ্কাস্টার হাউজে একটি শোক বইতে সই করেন। শেখ রেহানাও শোক বইতেও সই করেন।

আরও খবর
রানীর শেষকৃত্য, বিশ্ব নেতাদের শ্রদ্ধা
গজারিয়ায় সৌরবিদ্যুৎ, ইইউর অর্থায়নের সম্ভাবনা
ফের লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
মাগুরায় পাচারের সময় বিরল প্রজাতির হনুমান উদ্ধার, গ্রেপ্তার ১
শাবিপ্রবিতে ডিউটিতে না থেকেও পরীক্ষার উত্তরপত্রে তিন শিক্ষকের স্বাক্ষর!
করোনা : একদিনে শনাক্ত ৬০০ ছাড়ালো এক সপ্তাহে শনাক্ত বাড়লো ২৮.৩ শতাংশ
ডেঙ্গুজ্বরে আরও ৩৯২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে
উড়োজাহাজ লিজ দুর্নীতি : বিমানের ৩ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদ
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ দায়িত্ব নিচ্ছে আজ
কারাগারে নড়াইলের আলোচিত সাবেক চেয়ারম্যান উজ্জ্বল!
একই জমিতে আবাদ হবে অন্য ফসলও

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ , ০৪ আশ্বিন ১৪২৯ ২২ সফর ১৪৪৪

রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল যুক্তরাজ্যের লন্ডনে অন্য বিশ্বনেতাদের সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রীরা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ কয়েকশ’ বিশিষ্ট ব্যক্তি সেখানে যোগ দেন।

রানীর অন্ত্যেষ্টিক্রিয়া ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হচ্ছে যে ভবনটিতে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ এবং রাজমুকুটে অভিষিক্ত হয়েছিলেন। জাতীয় পতাকায় ঢাকা ও রাজকীয় মুকুট শোভিত কফিনটি রাজকীয় নৌবাহিনীর সদস্যরা কামানবাহী গাড়িতে টেনে গির্জায় নিয়ে আসে।

গত বৃহস্পতিবার শেখ হাসিনা রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান। প্রধানমন্ত্রীর ছোটবোন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও তার সঙ্গে রয়েছেন।

এর আগে, গত রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রয়াত রানীর মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনিস্টার প্যালেসে যান, যেখানে কফিনে রানীর মরদেহ রাখা ছিল। তিনি ওয়েস্টমিনস্টার হলে রানীর মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ল্যাঙ্কাস্টার হাউজে একটি শোক বইতে সই করেন। শেখ রেহানাও শোক বইতেও সই করেন।