করোনা : একদিনে শনাক্ত ৬০০ ছাড়ালো এক সপ্তাহে শনাক্ত বাড়লো ২৮.৩ শতাংশ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। তবে মৃত্যু কিছুটা কমেছে। গত একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ফের ছয়শ’ ছাড়িয়েছে, যা সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৪৯৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের ৩১টি জেলায় গত একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগে সর্বশেষ গত ২৮ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ৬১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে একজনের।

গত একদিনে যে ব্যক্তি মারা গেছেন তিনি ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। ষাটোর্ধ এই ব্যক্তি একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত একদিনে শনাক্তের হার সামান্য কমে ১১ দশমিক ৬০ শতাংশ হয়েছে, যা আগের দিন ১২ দশমিক ৭২ শতাংশে উঠেছিল। গত এক সপ্তাহে ২ হাজার ৭২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ১২৬ জন। এক সপ্তাহের ব্যবধানে রোগী বেড়েছে ২৮ দশমিক ৩ শতাংশ। গত সপ্তাহে সারাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। এর আগের সপ্তাহে ৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যু কমেছে ১৬ দশমিক ৭ শতাংশ।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৮ হাজার ২১৫ জন হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ৩৪০ জনের। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন। ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১৭৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬১ কোটি ২০ লাখ।

আরও খবর
রানীর শেষকৃত্য, বিশ্ব নেতাদের শ্রদ্ধা
রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
গজারিয়ায় সৌরবিদ্যুৎ, ইইউর অর্থায়নের সম্ভাবনা
ফের লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
মাগুরায় পাচারের সময় বিরল প্রজাতির হনুমান উদ্ধার, গ্রেপ্তার ১
শাবিপ্রবিতে ডিউটিতে না থেকেও পরীক্ষার উত্তরপত্রে তিন শিক্ষকের স্বাক্ষর!
ডেঙ্গুজ্বরে আরও ৩৯২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে
উড়োজাহাজ লিজ দুর্নীতি : বিমানের ৩ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদ
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ দায়িত্ব নিচ্ছে আজ
কারাগারে নড়াইলের আলোচিত সাবেক চেয়ারম্যান উজ্জ্বল!
একই জমিতে আবাদ হবে অন্য ফসলও

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ , ০৪ আশ্বিন ১৪২৯ ২২ সফর ১৪৪৪

করোনা : একদিনে শনাক্ত ৬০০ ছাড়ালো এক সপ্তাহে শনাক্ত বাড়লো ২৮.৩ শতাংশ

নিজস্ব বার্তা পরিবেশক

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। তবে মৃত্যু কিছুটা কমেছে। গত একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ফের ছয়শ’ ছাড়িয়েছে, যা সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৪৯৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের ৩১টি জেলায় গত একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগে সর্বশেষ গত ২৮ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ৬১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে একজনের।

গত একদিনে যে ব্যক্তি মারা গেছেন তিনি ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। ষাটোর্ধ এই ব্যক্তি একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত একদিনে শনাক্তের হার সামান্য কমে ১১ দশমিক ৬০ শতাংশ হয়েছে, যা আগের দিন ১২ দশমিক ৭২ শতাংশে উঠেছিল। গত এক সপ্তাহে ২ হাজার ৭২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ১২৬ জন। এক সপ্তাহের ব্যবধানে রোগী বেড়েছে ২৮ দশমিক ৩ শতাংশ। গত সপ্তাহে সারাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। এর আগের সপ্তাহে ৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যু কমেছে ১৬ দশমিক ৭ শতাংশ।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৮ হাজার ২১৫ জন হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ৩৪০ জনের। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন। ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১৭৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬১ কোটি ২০ লাখ।