ডেঙ্গুজ্বরে আরও ৩৯২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও ৩৯২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ২৫৩ জন ও ঢাকার বাইরে ১৩৯ জন। এ নিয়ে চলতি বছরের গতকাল পর্যন্ত ১১ হাজার ৫৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪৫ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত ডা. জাহিদুল ইসলাম জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্তদের মধ্যে এক হাজার ৪শ’ ৮৩ জন দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ১০ হাজার ৪১ জন।

বিশেষজ্ঞদের মতে, থেমে থেমে বৃষ্টি ও বর্তমান আবহাওয়া এডিশ মশার বংশ বিস্তারের জন্য অনুকূল। এ বৃষ্টিতে মশার প্রজনন ও বংশ বিস্তার বাড়ছে। মশা দমনে আরও উদ্যোগী না হলে চলতি মাসজুড়ে পরিস্থিতির অবনতি ঘটতে থাকবে।

নির্মাণাধীন বাড়ির ছাদে ও জমে থাকা পানিতে এডিশ মশার বংশবিস্তার ঘটছে। এছাড়া বাসা-বাড়িতে জমে থাকা পানিতে মশার বংশ বিস্তার হচ্ছে। তাই মশা দমনে সবাইকে আরও সচেতন হতে হবে। আর সকালে ও সন্ধায় শিশুদের মশারি টানিয়ে ঘুমাতে দিতে হবে। ঘরে যাতে মশা না থাকে সেজন্য সতর্ক থাকতে হবে।

হাসপাতালে ভর্তি ছাড়াও বিশেষজ্ঞদের চেম্বারে প্রতিদিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীরা যান। সেখানে রোগীদের গাইডলাইন ও চিকিৎসাপত্র দেয়া হয়। ওইসব রোগীদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় নেই। এভাবে রাজধানীসহ সারাদেশে চিকিৎসকদের চেম্বারে প্রতিদিন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য যায়।

আবার বহু রোগী হাসপাতালের বহিঃবিভাগে ডাক্তার দেখাতে যান। ফলে আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। মশার ওষুধ দেয়া ও মশার প্রজনন স্থান ধ্বংস করতে হবে। তাহলে মশার বিস্তার কমতে পারে। আক্রান্তের সংখ্যা কমে আসবে।

আরও খবর
রানীর শেষকৃত্য, বিশ্ব নেতাদের শ্রদ্ধা
রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
গজারিয়ায় সৌরবিদ্যুৎ, ইইউর অর্থায়নের সম্ভাবনা
ফের লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
মাগুরায় পাচারের সময় বিরল প্রজাতির হনুমান উদ্ধার, গ্রেপ্তার ১
শাবিপ্রবিতে ডিউটিতে না থেকেও পরীক্ষার উত্তরপত্রে তিন শিক্ষকের স্বাক্ষর!
করোনা : একদিনে শনাক্ত ৬০০ ছাড়ালো এক সপ্তাহে শনাক্ত বাড়লো ২৮.৩ শতাংশ
উড়োজাহাজ লিজ দুর্নীতি : বিমানের ৩ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদ
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ দায়িত্ব নিচ্ছে আজ
কারাগারে নড়াইলের আলোচিত সাবেক চেয়ারম্যান উজ্জ্বল!
একই জমিতে আবাদ হবে অন্য ফসলও

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ , ০৪ আশ্বিন ১৪২৯ ২২ সফর ১৪৪৪

ডেঙ্গুজ্বরে আরও ৩৯২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে

নিজস্ব বার্তা পরিবেশক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও ৩৯২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ২৫৩ জন ও ঢাকার বাইরে ১৩৯ জন। এ নিয়ে চলতি বছরের গতকাল পর্যন্ত ১১ হাজার ৫৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪৫ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত ডা. জাহিদুল ইসলাম জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্তদের মধ্যে এক হাজার ৪শ’ ৮৩ জন দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ১০ হাজার ৪১ জন।

বিশেষজ্ঞদের মতে, থেমে থেমে বৃষ্টি ও বর্তমান আবহাওয়া এডিশ মশার বংশ বিস্তারের জন্য অনুকূল। এ বৃষ্টিতে মশার প্রজনন ও বংশ বিস্তার বাড়ছে। মশা দমনে আরও উদ্যোগী না হলে চলতি মাসজুড়ে পরিস্থিতির অবনতি ঘটতে থাকবে।

নির্মাণাধীন বাড়ির ছাদে ও জমে থাকা পানিতে এডিশ মশার বংশবিস্তার ঘটছে। এছাড়া বাসা-বাড়িতে জমে থাকা পানিতে মশার বংশ বিস্তার হচ্ছে। তাই মশা দমনে সবাইকে আরও সচেতন হতে হবে। আর সকালে ও সন্ধায় শিশুদের মশারি টানিয়ে ঘুমাতে দিতে হবে। ঘরে যাতে মশা না থাকে সেজন্য সতর্ক থাকতে হবে।

হাসপাতালে ভর্তি ছাড়াও বিশেষজ্ঞদের চেম্বারে প্রতিদিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীরা যান। সেখানে রোগীদের গাইডলাইন ও চিকিৎসাপত্র দেয়া হয়। ওইসব রোগীদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় নেই। এভাবে রাজধানীসহ সারাদেশে চিকিৎসকদের চেম্বারে প্রতিদিন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য যায়।

আবার বহু রোগী হাসপাতালের বহিঃবিভাগে ডাক্তার দেখাতে যান। ফলে আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। মশার ওষুধ দেয়া ও মশার প্রজনন স্থান ধ্বংস করতে হবে। তাহলে মশার বিস্তার কমতে পারে। আক্রান্তের সংখ্যা কমে আসবে।