পতনেও ডিএসইতে লেনদেনে রেকর্ড

লেনদেন দুই হাজার ৮৩২ কোটি টাকা

আগের কার্যদিবস বড় উত্থান হলেও গতকাল সামান্য পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান হয়েছে। ডিএসইতে সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমলেও সিএসইতে অপরিবর্তিত রয়েছে। আর ডিএসই সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন এক বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে।

গতকাল ডিএসইতে দুই হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে গতকালকের লেনদেন এক বছর ১২ দিন বা ২৫৪ কার্যদিবসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ২০২১ সালের ০৯ সেপ্টেম্বর গতকালকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৮৬৬ কোটি টাকার।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.২২ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৯৬.৬৫ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ৩.০০ পয়েন্ট বা ০.২০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪৮.৩৮ পয়েন্ট এবং দুই হাজার ৪০১.৭৬ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৩৭৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৭২টির বা ১৯.৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৫৬টির বা ৪১.৮২ শতাংশের এবং বাকি ১৪৫টির বা ৩৮.৮৮ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৬.০৩ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৫০.০১ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির দর বেড়েছে, কমেছে ৯৭টির আর ১০৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১২৪ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৭১ লাখ ২৫ হাজার ৫৫৪টি শেয়ার ১৮৭ বার হাত বদলের মাধ্যমে ১২৪ কোটি ২৬ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৩ কোটি ০২ লাখ ৪৫ হাজার টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার টাকার বেক্সিমকোর, তৃতীয় সর্বোচ্চ ১৮ কোটি ৫২ লাখ ৭২ হাজার টাকার বিডিকমের, চতুর্থ সর্বোচ্চ ১২ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার ম্যারিকোর এবং পঞ্চম সর্বোচ্চ ৭ কোটি ১০ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে এইচআর টেক্সটাইলের।

ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৬টির বা ৪১.৮২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০.৭০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৯.২২ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিডি ওয়েল্ডিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিআইএফসির ৮.৮০ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৮.৩০ শতাংশ, ইজেনারেশনের ৮.১৩ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৭.১৩ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৬.০৩ শতাংশ, মিরাকলের ৫.৮৮ শতাংশ, জেনেক্সের ৫.৪২ শতাংশ, আরএসআরএম স্টিলের ৫.৩৩ শতাশ এবং পেপার প্রসেসিংয়ের শেয়ার দর ৫.৩০ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২টির বা ১৯.৩০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে সেন্ট্রাল ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১২.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৪৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেন্ট্রাল ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজিবাজার পাওয়ারের ৯.১৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.১৭ শতাংশ, বিডিকমের ৪.৭৩ শতাংশ, সি পার্লের ৭.৮৯ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৭.২১ শতাংশ, বসুন্ধরা পেপারের ৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৭৩ শতাংশ, জেএমআই হাসপিটালের ৫.৯৭ শতাংশ এবং আমরা টেকনোলজিসের শেয়ার দর ৫.৬৩ শতাংশ বেড়েছে।

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ , ০৫ আশ্বিন ১৪২৯ ২৩ সফর ১৪৪৪

পতনেও ডিএসইতে লেনদেনে রেকর্ড

লেনদেন দুই হাজার ৮৩২ কোটি টাকা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের কার্যদিবস বড় উত্থান হলেও গতকাল সামান্য পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান হয়েছে। ডিএসইতে সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমলেও সিএসইতে অপরিবর্তিত রয়েছে। আর ডিএসই সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন এক বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে।

গতকাল ডিএসইতে দুই হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে গতকালকের লেনদেন এক বছর ১২ দিন বা ২৫৪ কার্যদিবসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ২০২১ সালের ০৯ সেপ্টেম্বর গতকালকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৮৬৬ কোটি টাকার।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.২২ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৯৬.৬৫ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ৩.০০ পয়েন্ট বা ০.২০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪৮.৩৮ পয়েন্ট এবং দুই হাজার ৪০১.৭৬ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৩৭৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৭২টির বা ১৯.৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৫৬টির বা ৪১.৮২ শতাংশের এবং বাকি ১৪৫টির বা ৩৮.৮৮ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৬.০৩ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৫০.০১ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির দর বেড়েছে, কমেছে ৯৭টির আর ১০৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১২৪ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৭১ লাখ ২৫ হাজার ৫৫৪টি শেয়ার ১৮৭ বার হাত বদলের মাধ্যমে ১২৪ কোটি ২৬ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৩ কোটি ০২ লাখ ৪৫ হাজার টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার টাকার বেক্সিমকোর, তৃতীয় সর্বোচ্চ ১৮ কোটি ৫২ লাখ ৭২ হাজার টাকার বিডিকমের, চতুর্থ সর্বোচ্চ ১২ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার ম্যারিকোর এবং পঞ্চম সর্বোচ্চ ৭ কোটি ১০ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে এইচআর টেক্সটাইলের।

ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৬টির বা ৪১.৮২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০.৭০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৯.২২ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিডি ওয়েল্ডিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিআইএফসির ৮.৮০ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৮.৩০ শতাংশ, ইজেনারেশনের ৮.১৩ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৭.১৩ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৬.০৩ শতাংশ, মিরাকলের ৫.৮৮ শতাংশ, জেনেক্সের ৫.৪২ শতাংশ, আরএসআরএম স্টিলের ৫.৩৩ শতাশ এবং পেপার প্রসেসিংয়ের শেয়ার দর ৫.৩০ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২টির বা ১৯.৩০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে সেন্ট্রাল ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১২.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৪৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেন্ট্রাল ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজিবাজার পাওয়ারের ৯.১৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.১৭ শতাংশ, বিডিকমের ৪.৭৩ শতাংশ, সি পার্লের ৭.৮৯ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৭.২১ শতাংশ, বসুন্ধরা পেপারের ৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৭৩ শতাংশ, জেএমআই হাসপিটালের ৫.৯৭ শতাংশ এবং আমরা টেকনোলজিসের শেয়ার দর ৫.৬৩ শতাংশ বেড়েছে।