পরিবারকে না জানিয়ে ঢাকায় কিশোরী : ফায়ার কর্মীদের দিনভর পুকুরে তল্লাশি

ভোলার পৌর ৮নং ওয়ার্ডের কাঠালী এলাকায় রেশমা নামের ১৩ বছরের এক কিশোরী পুকুরে পড়ে নিখোঁজ হওয়ার খবরে গত সোমবার সকাল থেকে ওই পুকুরে অভিযান চালায় ফায়ারসার্ভিস টিম ও পুলিশ। স্থানীয়রাও জাল ফেলে চেষ্টা চালান। পরে বিকালে খবর পাওয়া যায় ওই কিশোরী একাকী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায়।

ভোলা থানার ওসি শাহীন ফকির জানান, ওই এলাকার বিল্লাল হোসেন ঢাকার জুড়াইন এলাকায় পরিবার পরিজন নিয়ে থাকেন । পারিবারিক সিদ্ধান্তে মেয়ে রেশমাকে দাদির কাছে রেখে বিল্লাল হোসেন ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু মেয়ে ভোলায় থাকতে নারাজ। এ অবস্থায় সকাল থেকে রেশমাকে পাওয়া যাচ্ছিল না। তবে পুকুর পাড়ে তার পায়ের একপাটি জুতা পরে থাকতে দেখে সবার সন্দেহ হয় পুকুরে পড়ে নিখোঁজ হয়েছে রেশমা। বিষয়টি যেমনি পুলিশকে জানানো হয়। তেমনি উদ্ধারকারী টিম ফায়াস সার্ভিস বিভাগকে খবর দেয়া হয়। শুরু হয় দিনভর তল্লাশি। তবে এমন অভিযান পন্ডশ্রম হলেও কিশোরী বেঁচে আছে এমন সংবাদে এলাকায় স্বস্তি নেমে আসে।

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ , ০৫ আশ্বিন ১৪২৯ ২৩ সফর ১৪৪৪

পরিবারকে না জানিয়ে ঢাকায় কিশোরী : ফায়ার কর্মীদের দিনভর পুকুরে তল্লাশি

জেলা বার্তা পরিবেশক, ভোলা

ভোলার পৌর ৮নং ওয়ার্ডের কাঠালী এলাকায় রেশমা নামের ১৩ বছরের এক কিশোরী পুকুরে পড়ে নিখোঁজ হওয়ার খবরে গত সোমবার সকাল থেকে ওই পুকুরে অভিযান চালায় ফায়ারসার্ভিস টিম ও পুলিশ। স্থানীয়রাও জাল ফেলে চেষ্টা চালান। পরে বিকালে খবর পাওয়া যায় ওই কিশোরী একাকী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায়।

ভোলা থানার ওসি শাহীন ফকির জানান, ওই এলাকার বিল্লাল হোসেন ঢাকার জুড়াইন এলাকায় পরিবার পরিজন নিয়ে থাকেন । পারিবারিক সিদ্ধান্তে মেয়ে রেশমাকে দাদির কাছে রেখে বিল্লাল হোসেন ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু মেয়ে ভোলায় থাকতে নারাজ। এ অবস্থায় সকাল থেকে রেশমাকে পাওয়া যাচ্ছিল না। তবে পুকুর পাড়ে তার পায়ের একপাটি জুতা পরে থাকতে দেখে সবার সন্দেহ হয় পুকুরে পড়ে নিখোঁজ হয়েছে রেশমা। বিষয়টি যেমনি পুলিশকে জানানো হয়। তেমনি উদ্ধারকারী টিম ফায়াস সার্ভিস বিভাগকে খবর দেয়া হয়। শুরু হয় দিনভর তল্লাশি। তবে এমন অভিযান পন্ডশ্রম হলেও কিশোরী বেঁচে আছে এমন সংবাদে এলাকায় স্বস্তি নেমে আসে।