আজ থেকে শুরু হচ্ছে ফেইমের ৪ দিনব্যাপী উৎসব

প্রাতিষ্ঠানিক সংস্কৃতি চর্চার ২৪ বছর পেরিয়ে ২৫ বছরে পদার্পণ করেছে চট্টগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা এন্ড মিউজিক। এ উপলক্ষ্যে নগরীর থিয়েটার ইনস্টিটিউট এ ২১-২৪ সেপ্টেম্বর ২০২২ শুরু হচ্ছে চার দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব। আজ ২১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় প্রারম্ভ আয়োজনের মাধ্যমে শুরু হবে এ উৎসব। প্রথম দিন ২১ সেপ্টেম্বর মূল মিলনায়তনে থাকবে নাটক ‘প্রতীক্ষা অন্তহীন’, ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থাকছে সাম্প্রতিক আলোচিত দর্শকপ্রিয় নাটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রযোজনা “কিনু কাহারের থেটার”। ২৩ সেপ্টেম্বর শুক্রবার থাকবে ফেইম নৃত্যকলা বিভাগ এবং কত্থক নৃত্যশিল্পী ও শিক্ষক তিলোত্তমা সেনগুপ্তার যৌথ পরিবেশনা ‘যুগলবন্দী’। শেষ দিন ২৪ সেপ্টেম্বর থাকবে সফোক্লেস এর বিখ্যাত ট্র্যাজেডী নাটক “ইডিপাস”। মূল মিলনায়তনের আয়োজন থাকবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়। এছাড়াও মুক্ত প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে থাকছে- গান, নাটক, সম্মাননা, কথামালা সহ নানান আয়োজন। ফেইম পরিচালক অসীম দাশ ও তিলোত্তমা সেনগুপ্তা এ বর্ণাঢ্য আয়োজনে সবাইকে সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ , ০৫ আশ্বিন ১৪২৯ ২৩ সফর ১৪৪৪

আজ থেকে শুরু হচ্ছে ফেইমের ৪ দিনব্যাপী উৎসব

বিনোদন প্রতিবেদক

image

প্রাতিষ্ঠানিক সংস্কৃতি চর্চার ২৪ বছর পেরিয়ে ২৫ বছরে পদার্পণ করেছে চট্টগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা এন্ড মিউজিক। এ উপলক্ষ্যে নগরীর থিয়েটার ইনস্টিটিউট এ ২১-২৪ সেপ্টেম্বর ২০২২ শুরু হচ্ছে চার দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব। আজ ২১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় প্রারম্ভ আয়োজনের মাধ্যমে শুরু হবে এ উৎসব। প্রথম দিন ২১ সেপ্টেম্বর মূল মিলনায়তনে থাকবে নাটক ‘প্রতীক্ষা অন্তহীন’, ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থাকছে সাম্প্রতিক আলোচিত দর্শকপ্রিয় নাটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রযোজনা “কিনু কাহারের থেটার”। ২৩ সেপ্টেম্বর শুক্রবার থাকবে ফেইম নৃত্যকলা বিভাগ এবং কত্থক নৃত্যশিল্পী ও শিক্ষক তিলোত্তমা সেনগুপ্তার যৌথ পরিবেশনা ‘যুগলবন্দী’। শেষ দিন ২৪ সেপ্টেম্বর থাকবে সফোক্লেস এর বিখ্যাত ট্র্যাজেডী নাটক “ইডিপাস”। মূল মিলনায়তনের আয়োজন থাকবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়। এছাড়াও মুক্ত প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে থাকছে- গান, নাটক, সম্মাননা, কথামালা সহ নানান আয়োজন। ফেইম পরিচালক অসীম দাশ ও তিলোত্তমা সেনগুপ্তা এ বর্ণাঢ্য আয়োজনে সবাইকে সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়েছেন।