করোনা : একদিনে মৃত্যু বেড়ে ৫, সংক্রমণ ঊর্ধ্বমুখী

সারাদেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত একদিনে মৃত্যু বেড়ে ৫, সর্বশেষ গত ২৭ জুলাই পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর আট সপ্তাহ দৈনিক মৃত্যুর সংখ্যা ৫ জনের নিচেই ছিল। মারা যাওয়া ৫ জনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের দুইজন এবং চট্টগাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। দুইজনের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। একজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, একজনের ৭১ থেকে ৮০ বছরের মধ্যে এবং একজনের বয়স ৮০’র ওপর।

গত একদিনে করোনা শনাক্ত হয়েছে ৬১৪ জনের, তাদের মধ্যে ৪৬২ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের ৩৬টি জেলায় গত একদিনে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ গত ২৮ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল এক দিনে।

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ , ০৫ আশ্বিন ১৪২৯ ২৩ সফর ১৪৪৪

করোনা : একদিনে মৃত্যু বেড়ে ৫, সংক্রমণ ঊর্ধ্বমুখী

নিজস্ব বার্তা পরিবেশক

সারাদেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত একদিনে মৃত্যু বেড়ে ৫, সর্বশেষ গত ২৭ জুলাই পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর আট সপ্তাহ দৈনিক মৃত্যুর সংখ্যা ৫ জনের নিচেই ছিল। মারা যাওয়া ৫ জনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের দুইজন এবং চট্টগাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। দুইজনের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। একজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, একজনের ৭১ থেকে ৮০ বছরের মধ্যে এবং একজনের বয়স ৮০’র ওপর।

গত একদিনে করোনা শনাক্ত হয়েছে ৬১৪ জনের, তাদের মধ্যে ৪৬২ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের ৩৬টি জেলায় গত একদিনে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ গত ২৮ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল এক দিনে।