ছাদখোলা বাসে নগর ঘুরবে বিজয়ী মেয়েরা

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাসগড়া বাংলাদেশের নারী ফুটবল দল কাঠমান্ডু থেকে আজ ঢাকা ফিরবে। দুপুরে শাহজালাল বিমানবন্দরে স্বর্ণকন্যাদের অভ্যর্থনায় বিশেষ পরিকল্পনা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

দুপুর ১২টায় বাংলাদেশ দল কাঠমান্ডু থেকে রওনা হবে; ঢাকায় পৌঁছাবে দুপুর ১টার দিকে। সাবিনা-কৃষ্ণাদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এরপর শিরোপাজয়ী দলকে বিশেষ একটি ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হবে।

তিনবার সেমিফাইনাল ও একবার ফাইনাল হারের পর অবশেষে অধরা শিরোপার দেখা পায় বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।

সানজিদা-কৃষ্ণাদের চাওয়া ছিল, ট্রফি নিয়ে ছাদখোলা বাসে উদযাপন। যেমনটা ইউরোপিয়ান ফুটবল কিংবা বিশ্বকাপ জেতার পর দেখা যায়। ক্রীড়া মন্ত্রণালয় তাদের স্বপ্নপূরণ করছে। আজ দেশে ফিরে ছাদখোলা বাসে করেই বিমান বন্দর থেকে সরাসরি বাফুফে ভবনে যাবেন সাবিনা-সানজিদা-কৃষ্ণারা।

গতকাল ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বাফুফের সভা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে যৌথভাবে মেয়েদের বিমানবন্দরে সংবর্ধনা দেয়া হবে।

দুপুর ১টা ৫০ মিনিটে কাঠমান্ডু থেকে সাবিনারা ঢাকায় ফিরবেন। সেখানে মিষ্টিমুখ করা হবে সাফ জয়ী মেয়েদের। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের পাশাপাশি বাফুফের কর্মকর্তাও থাকবেন। এরপর বিমানবন্দর থেকে বিজয়ীদের বাস এয়ারপোর্ট, কাকলী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয়স্মরণী ফ্লাইওভার, তেজগাঁ, মগবাজার হয়ে মৌচাক-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে।

ছাদখোলা বাস নিশ্চিত হয়েছে। বিআরটিসির বাসটি বর্তমানে ব্র্যান্ডিং হচ্ছে। ওপরের অংশ খুলে ছাদ খোলা থাকার সুযোগ করে দেয়া হচ্ছে। পুরো বাসে সাফ জয়ী দলের ছবি মোড়ানো থাকবে। থাকবে সাউন্ড সিস্টেম। বাজবে বিজয়ের গান। খোলা বাসে চড়ে খেলোয়াড়রা পৌঁছাবেন বাফুফে ভবনে।

মতিঝিলে বাফুফে ভবনে খেলোয়াড়দের সংবর্ধনা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে সাবিনাদের বরণ করবে। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সমন্বয় সভা হয়েছে। সেই সভায় সাবিনাদের বরণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

প্রথমবারের মতো সাফ ফুটবলের শিরোপা জিতে নেপাল থেকে আগামীকাল দেশে ফিরবে বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে তারা। সেখানে বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের রিসিভ করবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ বিভিন্ন কর্মকর্তা এবং বাফুফের কর্মকর্তারা বিমানবন্দরে সাফ শিরোপা বিজয়ী মেয়েদের সংবর্ধনা জানাবেন।

সেখানকার আয়োজন সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘বিমানবন্দরে আমরা খেলোয়াড়দের মিষ্টিমুখ করাব। সেখানে কিছুসময় থাকার পর ফুটবলাররা ছাদ খোলা বাসে উঠবে।’

ছাদ খোলা বাস কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে তৈরি হচ্ছে। সেখানে বাসটিতে বড় স্টিকার দিয়ে ব্র্যান্ডিং করা হচ্ছে বলে জানান সাধারণ সম্পাদক, ‘বাসে চ্যাম্পিয়নদের ছবি দিয়ে ব্র্যান্ডিং হবে। বাস যখন চলবে তখন একটি গানও বাজবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি থিম সং তৈরি করছে।’

বাসের প্রাথমিক রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে আরেক দফা বরণ করা হবে সাবিনাদের।

সভাপতি কাজী সালাউদ্দিনসহ ফেডারেশনের অনেকে সাবিনাদের সঙ্গে বাফুফেতে সময় কাটাবেন। আজ এই পর্যন্ত বাফুফের পরিকল্পনা- ‘আমরা এভাবেই পরিকল্পনা সাজিয়েছি। আজকের পর যদি কোন সংবর্ধনা বা অনুষ্ঠান হয় সেটি নির্বাহী কমিটির সিদ্ধান্ত নিয়ে হবে’- বলেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ , ০৫ আশ্বিন ১৪২৯ ২৩ সফর ১৪৪৪

চ্যাম্পিয়নরা দেশে ফিরছে আজ

ছাদখোলা বাসে নগর ঘুরবে বিজয়ী মেয়েরা

ক্রীড়া বার্তা পরিবেশক

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাসগড়া বাংলাদেশের নারী ফুটবল দল কাঠমান্ডু থেকে আজ ঢাকা ফিরবে। দুপুরে শাহজালাল বিমানবন্দরে স্বর্ণকন্যাদের অভ্যর্থনায় বিশেষ পরিকল্পনা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

দুপুর ১২টায় বাংলাদেশ দল কাঠমান্ডু থেকে রওনা হবে; ঢাকায় পৌঁছাবে দুপুর ১টার দিকে। সাবিনা-কৃষ্ণাদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এরপর শিরোপাজয়ী দলকে বিশেষ একটি ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হবে।

তিনবার সেমিফাইনাল ও একবার ফাইনাল হারের পর অবশেষে অধরা শিরোপার দেখা পায় বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।

সানজিদা-কৃষ্ণাদের চাওয়া ছিল, ট্রফি নিয়ে ছাদখোলা বাসে উদযাপন। যেমনটা ইউরোপিয়ান ফুটবল কিংবা বিশ্বকাপ জেতার পর দেখা যায়। ক্রীড়া মন্ত্রণালয় তাদের স্বপ্নপূরণ করছে। আজ দেশে ফিরে ছাদখোলা বাসে করেই বিমান বন্দর থেকে সরাসরি বাফুফে ভবনে যাবেন সাবিনা-সানজিদা-কৃষ্ণারা।

গতকাল ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বাফুফের সভা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে যৌথভাবে মেয়েদের বিমানবন্দরে সংবর্ধনা দেয়া হবে।

দুপুর ১টা ৫০ মিনিটে কাঠমান্ডু থেকে সাবিনারা ঢাকায় ফিরবেন। সেখানে মিষ্টিমুখ করা হবে সাফ জয়ী মেয়েদের। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের পাশাপাশি বাফুফের কর্মকর্তাও থাকবেন। এরপর বিমানবন্দর থেকে বিজয়ীদের বাস এয়ারপোর্ট, কাকলী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয়স্মরণী ফ্লাইওভার, তেজগাঁ, মগবাজার হয়ে মৌচাক-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে।

ছাদখোলা বাস নিশ্চিত হয়েছে। বিআরটিসির বাসটি বর্তমানে ব্র্যান্ডিং হচ্ছে। ওপরের অংশ খুলে ছাদ খোলা থাকার সুযোগ করে দেয়া হচ্ছে। পুরো বাসে সাফ জয়ী দলের ছবি মোড়ানো থাকবে। থাকবে সাউন্ড সিস্টেম। বাজবে বিজয়ের গান। খোলা বাসে চড়ে খেলোয়াড়রা পৌঁছাবেন বাফুফে ভবনে।

মতিঝিলে বাফুফে ভবনে খেলোয়াড়দের সংবর্ধনা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে সাবিনাদের বরণ করবে। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সমন্বয় সভা হয়েছে। সেই সভায় সাবিনাদের বরণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

প্রথমবারের মতো সাফ ফুটবলের শিরোপা জিতে নেপাল থেকে আগামীকাল দেশে ফিরবে বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে তারা। সেখানে বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের রিসিভ করবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ বিভিন্ন কর্মকর্তা এবং বাফুফের কর্মকর্তারা বিমানবন্দরে সাফ শিরোপা বিজয়ী মেয়েদের সংবর্ধনা জানাবেন।

সেখানকার আয়োজন সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘বিমানবন্দরে আমরা খেলোয়াড়দের মিষ্টিমুখ করাব। সেখানে কিছুসময় থাকার পর ফুটবলাররা ছাদ খোলা বাসে উঠবে।’

ছাদ খোলা বাস কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে তৈরি হচ্ছে। সেখানে বাসটিতে বড় স্টিকার দিয়ে ব্র্যান্ডিং করা হচ্ছে বলে জানান সাধারণ সম্পাদক, ‘বাসে চ্যাম্পিয়নদের ছবি দিয়ে ব্র্যান্ডিং হবে। বাস যখন চলবে তখন একটি গানও বাজবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি থিম সং তৈরি করছে।’

বাসের প্রাথমিক রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে আরেক দফা বরণ করা হবে সাবিনাদের।

সভাপতি কাজী সালাউদ্দিনসহ ফেডারেশনের অনেকে সাবিনাদের সঙ্গে বাফুফেতে সময় কাটাবেন। আজ এই পর্যন্ত বাফুফের পরিকল্পনা- ‘আমরা এভাবেই পরিকল্পনা সাজিয়েছি। আজকের পর যদি কোন সংবর্ধনা বা অনুষ্ঠান হয় সেটি নির্বাহী কমিটির সিদ্ধান্ত নিয়ে হবে’- বলেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।