ক্রিয়েট ও কানেক্ট করার নতুন উপায় ‘টিকটক নাউ’

আকর্ষণীয় কনটেন্ট তৈরি এবং নতুন ও উদ্দীপ্ত কমিউনিটি খুঁজে পাওয়ার লক্ষ্যে টিকটক তাদের ক্রিয়েটর টুলগুলোকে আরও সম্প্রসারিত করছে। ব্যবহারকারীরা যাতে এসব টুলগুলো ব্যবহার করে প্ল্যাটফর্মের মাধ্যমে অন্যদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন, তার জন্যই নিয়ে আসা হলো ‘টিকটক নাউ’।

‘টিকটক নাউ’ টিকটকে বিনোদন ও অন্যদের সঙ্গে সংযুক্ত থাকার নতুন একটি মাধ্যম। টিকটকে নতুন অভিজ্ঞতা দিতে ব্যবহারকারীরা প্রতিদিনের ছবি ও ভিডিও তাদের সবচেয়ে কাছের মানুষের সঙ্গে প্রিয় মুহূর্তগুলো শেয়ার করতে পারছেন।

এতে ব্যবহারকারীরা একটি ১০ সেকেন্ডের ভিডিও বা একটি স্ট্যাটিক ফটো ক্যাপচার করার জন্য দৈনিক একটি প্রম্পট পাবেন যাতে তারা যা করছেন তা দ্রুত এবং সহজে শেয়ার করতে পারেন। টিকটক অ্যাপেই ‘টিকটক নাউ’ পাওয়া যাবে। এছাড়া ডাউনলোড করা যাবে ‘টিকটক নাউ’ অ্যাপ।

‘টিকটক নাউ’ ডিজাইন করা হয়েছে কমিউনিটির সেফটি ও প্রাইভেসির কথা মাথায় রেখে। এখানে ক্রিয়েটররা সিদ্ধান্ত নিতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন তাদের কনটেন্ট কারা দেখতে পারবেন এবং যুক্ত হবেন। তারা অন্যদের ব্লক করতে পারবেন, কোনো কমেন্ট পছন্দ না হলে সেটি মুছে দিতে পারবেন। যদি মনে করেন, কেউ তাদের আচরণের মাধ্যমে কমিউনিটি গাইডলাইন ভাঙছেন, তবে সেটি রিভিউয়ের জন্য রিপোর্ট করতে পারবেন।

১৬ বছরের কম বয়সী কেউ টিকটকের মতোই টিকটক নাউ অ্যাপে অ্যাকাউন্ট করলে স্বয়ংক্রিয়ভাবেই তাদের অ্যাকাউন্ট প্রাইভেট হবে। ১৮ বছরের কমবয়সীরা তাদের কনটেন্ট এক্সপ্লোর ফিডে শেয়ার করতে পারবেন না। ১৩ থেকে ১৫ বছর বয়সীরা অন্যদের সঙ্গে মিথষ্ক্রিয়ার থেকে শুধুমাত্র বন্ধুদের মধ্যেই মন্তব্য করতে পারবেন। ১৮ বছরের বেশি বয়সীদের জন্য বাড়তি হিসেবে শেয়ারিং সেটিংসটি থাকবে। পারস্পরিক বন্ধুদের সাথে শেয়ার করার পাশাপাশি, তারা তাদের বেছে নেওয়া গোপনীয়তা সেটিংসের উপর ভিত্তি করে বৃহত্তর ‘টিকটক নাউ’ কমিউনিটির সঙ্গে তাদের পোস্টগুলো শেয়ার করার অপশন বেছে নিতে পারবেন। এখানে ডিফল্ট সেটিংস থাকবে বন্ধুরাও দেখতে পারবে। এটি ‘টিকটক নাউ’ অ্যাপে প্রাইভেসি সেটিং বদলে নিতে হবে। আপনাকে যারা ফলো করেন না, কিংবা আপনি যাদের ফলো করেন না, তারা আপনার পোস্টে কমেন্ট বা ইন্টার‌্যাকশন করতে পারবেন না। শীঘ্রই বিশ^ব্যাপী ব্যবহারকারীদের জন্য টিকটক নাউ অ্যাপ চালু হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ , ০৫ আশ্বিন ১৪২৯ ২৩ সফর ১৪৪৪

ক্রিয়েট ও কানেক্ট করার নতুন উপায় ‘টিকটক নাউ’

image

আকর্ষণীয় কনটেন্ট তৈরি এবং নতুন ও উদ্দীপ্ত কমিউনিটি খুঁজে পাওয়ার লক্ষ্যে টিকটক তাদের ক্রিয়েটর টুলগুলোকে আরও সম্প্রসারিত করছে। ব্যবহারকারীরা যাতে এসব টুলগুলো ব্যবহার করে প্ল্যাটফর্মের মাধ্যমে অন্যদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন, তার জন্যই নিয়ে আসা হলো ‘টিকটক নাউ’।

‘টিকটক নাউ’ টিকটকে বিনোদন ও অন্যদের সঙ্গে সংযুক্ত থাকার নতুন একটি মাধ্যম। টিকটকে নতুন অভিজ্ঞতা দিতে ব্যবহারকারীরা প্রতিদিনের ছবি ও ভিডিও তাদের সবচেয়ে কাছের মানুষের সঙ্গে প্রিয় মুহূর্তগুলো শেয়ার করতে পারছেন।

এতে ব্যবহারকারীরা একটি ১০ সেকেন্ডের ভিডিও বা একটি স্ট্যাটিক ফটো ক্যাপচার করার জন্য দৈনিক একটি প্রম্পট পাবেন যাতে তারা যা করছেন তা দ্রুত এবং সহজে শেয়ার করতে পারেন। টিকটক অ্যাপেই ‘টিকটক নাউ’ পাওয়া যাবে। এছাড়া ডাউনলোড করা যাবে ‘টিকটক নাউ’ অ্যাপ।

‘টিকটক নাউ’ ডিজাইন করা হয়েছে কমিউনিটির সেফটি ও প্রাইভেসির কথা মাথায় রেখে। এখানে ক্রিয়েটররা সিদ্ধান্ত নিতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন তাদের কনটেন্ট কারা দেখতে পারবেন এবং যুক্ত হবেন। তারা অন্যদের ব্লক করতে পারবেন, কোনো কমেন্ট পছন্দ না হলে সেটি মুছে দিতে পারবেন। যদি মনে করেন, কেউ তাদের আচরণের মাধ্যমে কমিউনিটি গাইডলাইন ভাঙছেন, তবে সেটি রিভিউয়ের জন্য রিপোর্ট করতে পারবেন।

১৬ বছরের কম বয়সী কেউ টিকটকের মতোই টিকটক নাউ অ্যাপে অ্যাকাউন্ট করলে স্বয়ংক্রিয়ভাবেই তাদের অ্যাকাউন্ট প্রাইভেট হবে। ১৮ বছরের কমবয়সীরা তাদের কনটেন্ট এক্সপ্লোর ফিডে শেয়ার করতে পারবেন না। ১৩ থেকে ১৫ বছর বয়সীরা অন্যদের সঙ্গে মিথষ্ক্রিয়ার থেকে শুধুমাত্র বন্ধুদের মধ্যেই মন্তব্য করতে পারবেন। ১৮ বছরের বেশি বয়সীদের জন্য বাড়তি হিসেবে শেয়ারিং সেটিংসটি থাকবে। পারস্পরিক বন্ধুদের সাথে শেয়ার করার পাশাপাশি, তারা তাদের বেছে নেওয়া গোপনীয়তা সেটিংসের উপর ভিত্তি করে বৃহত্তর ‘টিকটক নাউ’ কমিউনিটির সঙ্গে তাদের পোস্টগুলো শেয়ার করার অপশন বেছে নিতে পারবেন। এখানে ডিফল্ট সেটিংস থাকবে বন্ধুরাও দেখতে পারবে। এটি ‘টিকটক নাউ’ অ্যাপে প্রাইভেসি সেটিং বদলে নিতে হবে। আপনাকে যারা ফলো করেন না, কিংবা আপনি যাদের ফলো করেন না, তারা আপনার পোস্টে কমেন্ট বা ইন্টার‌্যাকশন করতে পারবেন না। শীঘ্রই বিশ^ব্যাপী ব্যবহারকারীদের জন্য টিকটক নাউ অ্যাপ চালু হবে। সংবাদ বিজ্ঞপ্তি।