কুষ্টিয়া-বারোমাইল মহাসড়কের দুরবস্থা

কুষ্টিয়া জেলার প্রশাসনিক সদর এবং প্রধান শহর কুষ্টিয়া। এ শহরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বহুসংখ্যক শিক্ষার্থী রয়েছে। সকাল হলেই এসব শিক্ষার্থী, বহুসংখ্যক কর্মজীবীদের নানান কাজে কুষ্টিয়া শহরে আসতে হয়; কিন্তু শহরে আসতেই রাস্তার কারণে ভোগান্তি পোহাতে হয়।

দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক। কুষ্টিয়া শহরের ত্রিমোহনী এলাকা থেকে ভেড়ামারা উপজেলার বারোমাইল পর্যন্ত সড়কের দূরত্ব ১৮ কিলোমিটার। এ সড়কের বিভিন্ন জায়গায় খানা-খন্দে পরিপূর্ণ। সামন্য বৃষ্টি হলেই পানি জমে আরও খারাপ অবস্থা হয়ে যায়। তখন চলাচলরত যাত্রীসাধারণের ভোগান্তির আর শেষ থাকে না। নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে তারা পৌঁছাতে পারে না। সব সময় তীব্র যানজট লেগেই থাকে।

তাছাড়া সড়কের এ দুরবস্থার কারণে থেমে নেই দুর্ঘটনাও। সড়ক সংস্কারের কাজ শুরু হলেও সেটা খুবই ধীরগতিতে চলছে। তাই সড়কটি দ্রুত সংস্কার করা হলে যানজট, দুর্ঘটনাসহ নানান সমস্যার সমাধান মিলবে। যাত্রীসাধারণের ভোগান্তি দূর হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এইচ আব্দুল হাদী

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ , ০৫ আশ্বিন ১৪২৯ ২৩ সফর ১৪৪৪

কুষ্টিয়া-বারোমাইল মহাসড়কের দুরবস্থা

কুষ্টিয়া জেলার প্রশাসনিক সদর এবং প্রধান শহর কুষ্টিয়া। এ শহরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বহুসংখ্যক শিক্ষার্থী রয়েছে। সকাল হলেই এসব শিক্ষার্থী, বহুসংখ্যক কর্মজীবীদের নানান কাজে কুষ্টিয়া শহরে আসতে হয়; কিন্তু শহরে আসতেই রাস্তার কারণে ভোগান্তি পোহাতে হয়।

দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক। কুষ্টিয়া শহরের ত্রিমোহনী এলাকা থেকে ভেড়ামারা উপজেলার বারোমাইল পর্যন্ত সড়কের দূরত্ব ১৮ কিলোমিটার। এ সড়কের বিভিন্ন জায়গায় খানা-খন্দে পরিপূর্ণ। সামন্য বৃষ্টি হলেই পানি জমে আরও খারাপ অবস্থা হয়ে যায়। তখন চলাচলরত যাত্রীসাধারণের ভোগান্তির আর শেষ থাকে না। নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে তারা পৌঁছাতে পারে না। সব সময় তীব্র যানজট লেগেই থাকে।

তাছাড়া সড়কের এ দুরবস্থার কারণে থেমে নেই দুর্ঘটনাও। সড়ক সংস্কারের কাজ শুরু হলেও সেটা খুবই ধীরগতিতে চলছে। তাই সড়কটি দ্রুত সংস্কার করা হলে যানজট, দুর্ঘটনাসহ নানান সমস্যার সমাধান মিলবে। যাত্রীসাধারণের ভোগান্তি দূর হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এইচ আব্দুল হাদী