খুলনা শহরের যানজট

রূপসা ও ভৈরব নদীর তীরে অবস্থিত খুলনা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহর। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। বর্তমানে রাজধানীর মতো খুলনা শহরের রাস্তায়ও সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। মাঝেমধ্যে এই যানজট অসহনীয় পর্যায়ের সৃষ্টি করছে। কুয়েত সিটি খ্যাত খুলনাতে বাস, ট্রাক এবং বিশেষ করে অনিয়ন্ত্রিত ইজিবাইকের অবাধ চলাচলেই বাড়ছে যানজট। নগরীর সোনাডাঙা, ময়লাপোতা, সাতরাস্তা, ফেরিঘাট, পিটিআই মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে প্রতিদিন যানজটের তীব্রতা বেড়েই চলেছে।

শহরে যানজট নিরসনে সিটি করপোরেশন কর্তৃপক্ষের কোন সিদ্ধান্তই কাজে আসছে না। বরং দিন দিন যানজটের তীব্রতা আরও ভয়াবহ আকার ধারণ করছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। মূলত কর্তৃপক্ষের নেয়া সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়ন না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি নগরীতে চলমান রাস্তাঘাট, ড্রেনসহ বেশকিছু কাজ ধীরগতিতে চলায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে।

এ জন্য বিষয়টি নিয়ে দ্রুতই খুলনা সিটি করপোরেশন এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। চলমান কাজগুলো দ্রুত শেষ করা, প্রয়েজনে বিকল্প রাস্তা নির্মাণ করা এবং ট্রাফিক ব্যবস্থার উন্নতি ঘটাতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

রিয়াদ হোসেন

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ , ০৫ আশ্বিন ১৪২৯ ২৩ সফর ১৪৪৪

খুলনা শহরের যানজট

রূপসা ও ভৈরব নদীর তীরে অবস্থিত খুলনা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহর। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। বর্তমানে রাজধানীর মতো খুলনা শহরের রাস্তায়ও সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। মাঝেমধ্যে এই যানজট অসহনীয় পর্যায়ের সৃষ্টি করছে। কুয়েত সিটি খ্যাত খুলনাতে বাস, ট্রাক এবং বিশেষ করে অনিয়ন্ত্রিত ইজিবাইকের অবাধ চলাচলেই বাড়ছে যানজট। নগরীর সোনাডাঙা, ময়লাপোতা, সাতরাস্তা, ফেরিঘাট, পিটিআই মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে প্রতিদিন যানজটের তীব্রতা বেড়েই চলেছে।

শহরে যানজট নিরসনে সিটি করপোরেশন কর্তৃপক্ষের কোন সিদ্ধান্তই কাজে আসছে না। বরং দিন দিন যানজটের তীব্রতা আরও ভয়াবহ আকার ধারণ করছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। মূলত কর্তৃপক্ষের নেয়া সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়ন না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি নগরীতে চলমান রাস্তাঘাট, ড্রেনসহ বেশকিছু কাজ ধীরগতিতে চলায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে।

এ জন্য বিষয়টি নিয়ে দ্রুতই খুলনা সিটি করপোরেশন এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। চলমান কাজগুলো দ্রুত শেষ করা, প্রয়েজনে বিকল্প রাস্তা নির্মাণ করা এবং ট্রাফিক ব্যবস্থার উন্নতি ঘটাতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

রিয়াদ হোসেন