ডিজিটাল প্রচার পদ্ধতি প্রসঙ্গে

একটা কথা প্রচলিত আছে- ‘প্রচারেই প্রসার’। স্বভাবতই আমরা সবাই প্রচার করতে পছন্দ করি। এজন্য আমরা সেই এনালগ যুগ থেকেই লিফলেট, ব্যানার, পোস্টার ছাপিয়ে নিজেদের বিভিন্ন বিষয় প্রচার করে আসছি। কিন্তু সময় বদলেছে, আমরা বদলেছি। আমরা ডিজিটাল যুগে প্রবেশ করলেও, আমাদের প্রচার করার পদ্ধতিটা এখনও পরিবর্তন হয়নি। আমরা পুরাতন পোস্টারিং পদ্ধতিতেই রয়ে গেছি। ডিজিটাল যুগে এসে আমরা পুরাতন পোস্টারিং না করে অনলাইনে প্রচার করতে পারি। এতে আমাদের প্রচার, অর্থ এবং পরিবেশ সবকিছুর জন্য মঙ্গলজনক হবে। এই এনালগ পদ্ধতিতে পোস্টারিং করতে গিয়ে আমরা যত্রতত্র পোস্টার লাগিয়ে থাকি, এতে অনেক সুন্দর সুন্দর স্থাপনার নিজস্ব সৌন্দর্য হারিয়ে যায়। যার ফলে শহর-গঞ্জে নানা জায়গায় চোখে পড়বে যে লেখা আছেÑ ‘দেয়ালে পোস্টার লাগানো নিষেধ।’

কিন্তু আমরা এসব নিয়ম না মেনে বরং সেসব স্থানে পোস্টার লাগিয়ে থাকি। এতে দেখা যায় সত্যিকার অর্থেই আমাদের স্থাপনা, আমাদের শহরের সৌন্দর্য হ্রাস পাচ্ছে। অনেকেই এখন পোস্টার বা দেয়াল লিখন পড়েন না। অথচ আমরা মানুষের কাছে প্রচার করার জন্য শহরের সৌন্দর্য নষ্ট করছি। তাই আমাদের সবার উচিত পুরাতন যুগের পোস্টারিং বাদ দিয়ে ডিজিটাল প্রচারমাধ্যম ব্যবহার করা।

ইউনুছ আলী

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ , ০৫ আশ্বিন ১৪২৯ ২৩ সফর ১৪৪৪

ডিজিটাল প্রচার পদ্ধতি প্রসঙ্গে

একটা কথা প্রচলিত আছে- ‘প্রচারেই প্রসার’। স্বভাবতই আমরা সবাই প্রচার করতে পছন্দ করি। এজন্য আমরা সেই এনালগ যুগ থেকেই লিফলেট, ব্যানার, পোস্টার ছাপিয়ে নিজেদের বিভিন্ন বিষয় প্রচার করে আসছি। কিন্তু সময় বদলেছে, আমরা বদলেছি। আমরা ডিজিটাল যুগে প্রবেশ করলেও, আমাদের প্রচার করার পদ্ধতিটা এখনও পরিবর্তন হয়নি। আমরা পুরাতন পোস্টারিং পদ্ধতিতেই রয়ে গেছি। ডিজিটাল যুগে এসে আমরা পুরাতন পোস্টারিং না করে অনলাইনে প্রচার করতে পারি। এতে আমাদের প্রচার, অর্থ এবং পরিবেশ সবকিছুর জন্য মঙ্গলজনক হবে। এই এনালগ পদ্ধতিতে পোস্টারিং করতে গিয়ে আমরা যত্রতত্র পোস্টার লাগিয়ে থাকি, এতে অনেক সুন্দর সুন্দর স্থাপনার নিজস্ব সৌন্দর্য হারিয়ে যায়। যার ফলে শহর-গঞ্জে নানা জায়গায় চোখে পড়বে যে লেখা আছেÑ ‘দেয়ালে পোস্টার লাগানো নিষেধ।’

কিন্তু আমরা এসব নিয়ম না মেনে বরং সেসব স্থানে পোস্টার লাগিয়ে থাকি। এতে দেখা যায় সত্যিকার অর্থেই আমাদের স্থাপনা, আমাদের শহরের সৌন্দর্য হ্রাস পাচ্ছে। অনেকেই এখন পোস্টার বা দেয়াল লিখন পড়েন না। অথচ আমরা মানুষের কাছে প্রচার করার জন্য শহরের সৌন্দর্য নষ্ট করছি। তাই আমাদের সবার উচিত পুরাতন যুগের পোস্টারিং বাদ দিয়ে ডিজিটাল প্রচারমাধ্যম ব্যবহার করা।

ইউনুছ আলী