সাগরের ইলিশ কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা

দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা ইলিশের বাড়ি চাঁদপুর। ইলিশের রাজধানী খ্যাত এ জেলায় সাগরের ইলিশ বিক্রি হচ্ছে পদ্মা-মেঘনার নামে। প্রতারিত হচ্ছেন ক্রেতারা। জেলার সবচেয়ে বড় মৎস আড়ৎ চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে সাগরের ইলিশ এসেই হাত বদল হয়ে যায় পদ্মার ইলিশ। এতে করে প্রতারিত হচ্ছে পদ্মার ইলিশ ক্রয় করতে আসা স্থানীয়সহ বিভিন্ন জেলার ক্রেতারা। চাঁদপুরের ইলিশের স্বাদ আলাদা বলেই জনশ্রুতি রয়েছে। ফলে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে থাকে চাঁদপুরের ইলিশ। তবে চাঁদপুরে ইলিশের জন্য নির্দিষ্ট কোন বাজার নেই। ক্রেতারাও চিনেন না প্রকৃত পদ্মার ইলিশ। তাই এখানকার বেশির ভাগ বিক্রেতারা সাগরের ইলিশকে পদ্মার ইলিশ বলে বিক্রি ঠকিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

চাঁদপুর ঘাটে মাছ কিনতে আসা মানেই পদ্মা-মেঘনার রূপালি ইলিশ! কিন্তু তা মিলছে কম। এখান থেকে যা ধরা হয় তার বেশির ভাগেরই চলে যায় দেশের বিভিন্ন স্থানে কিংবা বিদেশে। ক্রেতা ধরে রাখতে সাগরের ইলিশকেই চাঁদপুরের ইলিশ বলে প্রতারণা করছেন অনেক ব্যবসায়ী। এতে চাঁদপুরের ঐতিহ্য হারাতে বসেছে। এই প্রতারণ ঠেকাতে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

মাসুদ হোসেন

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ , ০৫ আশ্বিন ১৪২৯ ২৩ সফর ১৪৪৪

সাগরের ইলিশ কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা

image

দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা ইলিশের বাড়ি চাঁদপুর। ইলিশের রাজধানী খ্যাত এ জেলায় সাগরের ইলিশ বিক্রি হচ্ছে পদ্মা-মেঘনার নামে। প্রতারিত হচ্ছেন ক্রেতারা। জেলার সবচেয়ে বড় মৎস আড়ৎ চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে সাগরের ইলিশ এসেই হাত বদল হয়ে যায় পদ্মার ইলিশ। এতে করে প্রতারিত হচ্ছে পদ্মার ইলিশ ক্রয় করতে আসা স্থানীয়সহ বিভিন্ন জেলার ক্রেতারা। চাঁদপুরের ইলিশের স্বাদ আলাদা বলেই জনশ্রুতি রয়েছে। ফলে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে থাকে চাঁদপুরের ইলিশ। তবে চাঁদপুরে ইলিশের জন্য নির্দিষ্ট কোন বাজার নেই। ক্রেতারাও চিনেন না প্রকৃত পদ্মার ইলিশ। তাই এখানকার বেশির ভাগ বিক্রেতারা সাগরের ইলিশকে পদ্মার ইলিশ বলে বিক্রি ঠকিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

চাঁদপুর ঘাটে মাছ কিনতে আসা মানেই পদ্মা-মেঘনার রূপালি ইলিশ! কিন্তু তা মিলছে কম। এখান থেকে যা ধরা হয় তার বেশির ভাগেরই চলে যায় দেশের বিভিন্ন স্থানে কিংবা বিদেশে। ক্রেতা ধরে রাখতে সাগরের ইলিশকেই চাঁদপুরের ইলিশ বলে প্রতারণা করছেন অনেক ব্যবসায়ী। এতে চাঁদপুরের ঐতিহ্য হারাতে বসেছে। এই প্রতারণ ঠেকাতে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

মাসুদ হোসেন