বড় দরপতন শেয়ারবাজারে, লেনদেনও কমেছে হাজার কোটি টাকার বেশি

আগের কার্যদিবসে সামান্য পতন হলেও সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। আর লেনদেন কমেছে প্রায় হাজার কোটি টাকারও বেশি।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বা ০.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৫১.৪৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৩৬.৩৫ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ২৬.৯৩ পয়েন্ট বা ১.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৩৭৪.৮২ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১ হাজার ২৪ কোটি ১১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল দুই হাজার ৮৩২ কোটি ৩০ লাখ। ডিএসইতে গতকাল ৩৭১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৫৮টির বা ১৫.৬৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৫৯টির বা ৪২.৮৬ শতাংশের এবং বাকি ১৫৪টির বা ৪১.৫১ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩০.৭৪ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩১৯.২৭ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৬৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দর বেড়েছে, কমেছে ১০৬টির আর ১১৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৬০ লাখ ১৪ হাজার ৯৫৩টি শেয়ার ১৩৮ বার হাত বদলের মাধ্যমে ৭৮ কোটি ১১ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৮ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার টাকার লেনদেন হয়েছে ম্যারিকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ১৮ লাখ ২৬ হাজার টাকার ওরিয়ন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ০০ লাখ ৪২ হাজার টাকার লেনদেন হয়েছে সী পার্লের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৮টির বা ১৫.৬৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইনডেক্স এগ্রোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে ইনডেক্স এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৪.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২৫.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১১.৪০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইনডেক্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মীর আক্তার হোসাইনের ৯.৯৩ শতাংশ, সী পার্লের ৯.৯২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৭৫ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৭.৫৮ শতাংশ, বিডি কমের ৬.৯৭ শতাংশ, ডরিন পাওয়ারের ৬.৪৭ শতাংশ, রতনপুর স্টিলের ৫.৬৩ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৪৩ শতাংশ এবং ইন্দো-বাংলা ফার্মার শেয়ার দর ৫.৩৮ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৯টির বা ৪২.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে জুট স্পিনার্সে শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬৬.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪৩.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২৩.৩০ টাকা বা ৮.৭৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে জুট স্পিনার্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ওয়েল্ডিংয়ের ৮.৫২ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৬.৬০ শতাংশ, নর্দার্ণ জুটের ৬.১৯ শতাংশ, এটলাস বাংলাদেশের ৬.১০ শতাংশ, সিনোবাংলার ৬.০১ শতাংশ, সোনালী আঁশের ৫.৫২ শতাংশ, আজিজ পাইপসের ৫.৪৬ শতাংশ, কোহিনূর কেমিক্যালসের ৫.২৬ শতাংশ এবং জিকিউ বলপেনের শেয়ার দর ৪.৮৮ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ , ০৬ আশ্বিন ১৪২৯ ২৪ সফর ১৪৪৪

বড় দরপতন শেয়ারবাজারে, লেনদেনও কমেছে হাজার কোটি টাকার বেশি

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের কার্যদিবসে সামান্য পতন হলেও সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। আর লেনদেন কমেছে প্রায় হাজার কোটি টাকারও বেশি।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বা ০.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৫১.৪৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৩৬.৩৫ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ২৬.৯৩ পয়েন্ট বা ১.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৩৭৪.৮২ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১ হাজার ২৪ কোটি ১১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল দুই হাজার ৮৩২ কোটি ৩০ লাখ। ডিএসইতে গতকাল ৩৭১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৫৮টির বা ১৫.৬৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৫৯টির বা ৪২.৮৬ শতাংশের এবং বাকি ১৫৪টির বা ৪১.৫১ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩০.৭৪ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩১৯.২৭ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৬৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দর বেড়েছে, কমেছে ১০৬টির আর ১১৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৬০ লাখ ১৪ হাজার ৯৫৩টি শেয়ার ১৩৮ বার হাত বদলের মাধ্যমে ৭৮ কোটি ১১ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৮ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার টাকার লেনদেন হয়েছে ম্যারিকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ১৮ লাখ ২৬ হাজার টাকার ওরিয়ন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ০০ লাখ ৪২ হাজার টাকার লেনদেন হয়েছে সী পার্লের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৮টির বা ১৫.৬৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইনডেক্স এগ্রোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে ইনডেক্স এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৪.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২৫.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১১.৪০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইনডেক্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মীর আক্তার হোসাইনের ৯.৯৩ শতাংশ, সী পার্লের ৯.৯২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৭৫ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৭.৫৮ শতাংশ, বিডি কমের ৬.৯৭ শতাংশ, ডরিন পাওয়ারের ৬.৪৭ শতাংশ, রতনপুর স্টিলের ৫.৬৩ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৪৩ শতাংশ এবং ইন্দো-বাংলা ফার্মার শেয়ার দর ৫.৩৮ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৯টির বা ৪২.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে জুট স্পিনার্সে শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬৬.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪৩.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২৩.৩০ টাকা বা ৮.৭৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে জুট স্পিনার্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ওয়েল্ডিংয়ের ৮.৫২ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৬.৬০ শতাংশ, নর্দার্ণ জুটের ৬.১৯ শতাংশ, এটলাস বাংলাদেশের ৬.১০ শতাংশ, সিনোবাংলার ৬.০১ শতাংশ, সোনালী আঁশের ৫.৫২ শতাংশ, আজিজ পাইপসের ৫.৪৬ শতাংশ, কোহিনূর কেমিক্যালসের ৫.২৬ শতাংশ এবং জিকিউ বলপেনের শেয়ার দর ৪.৮৮ শতাংশ কমেছে।