সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ১১ ডাকাত ধৃত

র‌্যাবের অভিযানে দেশিয় অস্ত্রসহ ডাকাত চক্রের ১১ সদস্য গ্রেফতার হয়েছে। রোববার গভীর রাতে নরসিংদীর মনোহরদি এলাকা থেকে র‌্যাবের একটি আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করে। গত সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে নরসিংদীর মনোহরদী থানার আতুশাল এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক এবং ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে দেশীয় অস্ত্র, ককটেল ও খেলনা পিস্তলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ডাকাত সর্দার মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ আনোয়ার হোসেন ওরফে বাবুল, মোঃ জব্বার ওরফে লিটন (৪৮), মোঃ রবিউল ইসলাম, রাশেদুল ইসলাম, সজিব খান, মোঃ জাকির, মোঃ হোসেন মিয়া, মোঃ জাকির হোসেন, মোঃ রিপন ও মোঃ সবুজ। এসময় তাদের হেফাজতে থাকা ৫৪টি ককটেল, ৪টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ১ টি খেলনা পিস্তল এবং একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। এই সংঘবদ্ধ ডাকাত চক্রটি এর আগেও পরষ্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পনা অনুযায়ী ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে চলাচলকারী গাড়ী এবং আশে-পাশের বিভিন্ন বাসা ও দোকানে ডাকাতি করেছে। গতকাল রাতে তাদের উদ্দেশ্য ছিল ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে নরসিংদী জেলার মনোহরদী থানার বিভিন্ন নির্জন স্থানে গাড়ি ও একই এলাকায় বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করা।

তাদের ডাকাতি কাজের ধরন ছিল ব্যবহৃত মাইক্রোবাস দ্বারা ব্যারিকেড সৃষ্টি করে চলন্ত গাড়ীর গতিরোধ করে অতর্কিতভাবে হামলা করে এবং দেশিয় ধারালো অস্ত্র, ককটেল ও খেলনা পিস্তল দেখিয়ে যাত্রীদের ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি শেষে মাইক্রোবাসযোগে দ্রুত পালিয়ে যাওয়া। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ , ০৬ আশ্বিন ১৪২৯ ২৪ সফর ১৪৪৪

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ১১ ডাকাত ধৃত

প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

image

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া ডাকাত দলের ১১ সক্রিয় সদস্য সংবাদ

র‌্যাবের অভিযানে দেশিয় অস্ত্রসহ ডাকাত চক্রের ১১ সদস্য গ্রেফতার হয়েছে। রোববার গভীর রাতে নরসিংদীর মনোহরদি এলাকা থেকে র‌্যাবের একটি আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করে। গত সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে নরসিংদীর মনোহরদী থানার আতুশাল এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক এবং ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে দেশীয় অস্ত্র, ককটেল ও খেলনা পিস্তলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ডাকাত সর্দার মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ আনোয়ার হোসেন ওরফে বাবুল, মোঃ জব্বার ওরফে লিটন (৪৮), মোঃ রবিউল ইসলাম, রাশেদুল ইসলাম, সজিব খান, মোঃ জাকির, মোঃ হোসেন মিয়া, মোঃ জাকির হোসেন, মোঃ রিপন ও মোঃ সবুজ। এসময় তাদের হেফাজতে থাকা ৫৪টি ককটেল, ৪টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ১ টি খেলনা পিস্তল এবং একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। এই সংঘবদ্ধ ডাকাত চক্রটি এর আগেও পরষ্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পনা অনুযায়ী ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে চলাচলকারী গাড়ী এবং আশে-পাশের বিভিন্ন বাসা ও দোকানে ডাকাতি করেছে। গতকাল রাতে তাদের উদ্দেশ্য ছিল ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে নরসিংদী জেলার মনোহরদী থানার বিভিন্ন নির্জন স্থানে গাড়ি ও একই এলাকায় বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করা।

তাদের ডাকাতি কাজের ধরন ছিল ব্যবহৃত মাইক্রোবাস দ্বারা ব্যারিকেড সৃষ্টি করে চলন্ত গাড়ীর গতিরোধ করে অতর্কিতভাবে হামলা করে এবং দেশিয় ধারালো অস্ত্র, ককটেল ও খেলনা পিস্তল দেখিয়ে যাত্রীদের ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি শেষে মাইক্রোবাসযোগে দ্রুত পালিয়ে যাওয়া। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।