রংপুরে জাপার জেলা কমিটি থেকে বাদ রাঙ্গা

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপিকে এবার রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে জেলা কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে দলের চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে মহাসচিব মুজিবুল হক চুন্নু এ কমিটি ঘোষণা করেন। রওশন এরশাদের ডাকা কাউন্সিলে কমিটির সদস্য থাকায় সহ-সভাপতি ফকরুজ্জামান জাহাঙ্গীরকেও নতুন কমিটিতে নেয়া হয়নি। এছাড়া রাঙ্গা সমর্থক বেশ কয়েকজন নেতাও এ নতুন কমিটিতে বাদ পড়েছেন।

জেলা জাতীয় পার্টির আগের কমিটি বিলুপ্ত করে বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টুকে আহ্বায়ক ও আবদুর রাজ্জাককে সদস্য-সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এ আদেশ ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে বলে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। কমিটির সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আবু নাছের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান (পীরগাছা), সামছুল ইসলাম (গঙ্গাচড়া), আজমল হোসেন লেবু (রংপুর সদর), অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন চৌধুরী (বদরগঞ্জ), সদস্য গোলাম মোহাম্মদ কাদের এমপি (রংপুর সদর), মোস্তাফিজার রহমান মোস্তফা (রংপুর সদর), এইচএম শাহরিয়ার আসিফ (রংপুর সদর), এসএম ইয়াসির (রংপুর সদর), ডা. ইখলাস (গঙ্গাচড়া), ফৈরদৌসি বেগম মালা (রংপুর সদর), অধ্যক্ষ মোছা. নাহিদ ইয়াসমিন (রংপুর সদর), শাহিনুর রহমান মার্শাল (তারাগঞ্জ), মো. আলাউদ্দিন মিয়া (রংপুর সদর), অ্যাডভোকেট শাহীন (কাউনিয়া), অ্যাডভাকেট আমজাদ হোসেন (কাউনিয়া), হাসানুজ্জামান নাজিম ( রংপুর সদর), মোছা. কাজলী বেগম (রংপুর সদর), মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী (মিঠাপুকুর), মাসুদার রহমান মিলন (রংপুর সদর), মাসুদ নবী মুন্না (রংপুর সদর), সাফিউল ইসলাম সাফি (রংপুর সদর), রুহুল আমিন লিটন (রংপুর সদর), কামরুল ইসলাম ভরসা (কাউনিয়া), হবিবর রহমান (পীরগঞ্জ), আবেদ আলী (পীরগঞ্জ), নূর আলম যাদু (পীরগঞ্জ), মো. আলমগীর হোসেন (পীরগঞ্জ), জাহিদুল ইসলাম (পীরগঞ্জ), মো. আল মামুন (রংপুর সদর)।

পরবর্তীতে প্রয়োজন হলে আহ্বায়ক কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। এদিকে জাপা চেয়ারম্যান জিএম কাদের নবগঠিত কমিটিতে এক নম্বর সদস্য হয়েছেন এবং রংপুর সদরের কোটায় তিনি সদস্য হয়েছেন। তার ভাতিজা জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সভাপতি আসিফ শাহারিয়ারকে রংপুর সদরের তিন নম্বর সদস্য করা হয়েছে। জিএম কাদের রংপুর সদর কমিটির সদস্য হিসেবে নিজের নাম রাখার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে প্রার্থী হওয়ার বিষয়টি পরিষ্কার হলো বলে অনেকে মত দেন।

এছাড়া জিএম কাদের যিনি বর্তমানে লালমনিরহাট সদর আসনের এমপি সেখানে তার বদলে তার স্ত্রী শেরিফা কাদেরকে মনোনয়ন দেয়া এবং রংপুর সদর-৩ আসনে প্রার্থী হওয়ার কথা বেশ কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন। বর্তমানে রংপুর সদর-৩ আসনের এমপি হচ্ছেন রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ। এ ঘটনার মধ্য দিয়ে রওশন এরশাদের সঙ্গে জিএম কাদেরের দ্বন্দ্বে নতুন করে ঘি ঢালা হলো বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে।

নতুন কমিটির সদস্য-সচিব আবদুর রাজ্জাক কমিটি অনুমোদন দেয়ায় দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি গতকাল দুপুরে এ প্রতিনিধিকে বলেছেন, আমরা আগামী তিন মাসের মধ্যে জেলার সব উপজেলার কাউন্সিল সম্পন্ন করে কমিটি গঠন করব।

আরও খবর
গৃহহীনতার অভিশাপ দূর করতে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশ বিশ্ব নাগরিক হিসেবে শিশুদের গড়ে তুলবে : প্রধানমন্ত্রী
রাশিয়ার ‘ভারী’ তেল দেশে পরিশোধন ‘সম্ভব নয়’
যুদ্ধের মতো পরিস্থিতি আমাদের এখানে আসেনি : স্বরাষ্ট্রমন্ত্রী
জাপানি নাগরিক হত্যা : ৪ জঙ্গির মৃত্যুদ- বহাল, একজন খালাস
মায়ানমার সীমান্তে বাংলাদেশ কীভাবে ‘স্ট্রং’ অবস্থান নিয়েছে, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
বছরজুড়ে মশা দমনে দেশে স্বতন্ত্র অধিদপ্তর নেই
ডেঙ্গু নিয়ন্ত্রণ আমাদের কাজ নয় : স্বাস্থ্য সচিব
দেশে ৫ জনে একজন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে
মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ : সাংবাদিক, ওসিসহ আহত দেড় শতাধিক
মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ : সাংবাদিক, ওসিসহ আহত দেড় শতাধিক

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ , ০৬ আশ্বিন ১৪২৯ ২৪ সফর ১৪৪৪

রংপুরে জাপার জেলা কমিটি থেকে বাদ রাঙ্গা

লিয়াকত আলী বাদল, রংপুর

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপিকে এবার রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে জেলা কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে দলের চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে মহাসচিব মুজিবুল হক চুন্নু এ কমিটি ঘোষণা করেন। রওশন এরশাদের ডাকা কাউন্সিলে কমিটির সদস্য থাকায় সহ-সভাপতি ফকরুজ্জামান জাহাঙ্গীরকেও নতুন কমিটিতে নেয়া হয়নি। এছাড়া রাঙ্গা সমর্থক বেশ কয়েকজন নেতাও এ নতুন কমিটিতে বাদ পড়েছেন।

জেলা জাতীয় পার্টির আগের কমিটি বিলুপ্ত করে বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টুকে আহ্বায়ক ও আবদুর রাজ্জাককে সদস্য-সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এ আদেশ ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে বলে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। কমিটির সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আবু নাছের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান (পীরগাছা), সামছুল ইসলাম (গঙ্গাচড়া), আজমল হোসেন লেবু (রংপুর সদর), অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন চৌধুরী (বদরগঞ্জ), সদস্য গোলাম মোহাম্মদ কাদের এমপি (রংপুর সদর), মোস্তাফিজার রহমান মোস্তফা (রংপুর সদর), এইচএম শাহরিয়ার আসিফ (রংপুর সদর), এসএম ইয়াসির (রংপুর সদর), ডা. ইখলাস (গঙ্গাচড়া), ফৈরদৌসি বেগম মালা (রংপুর সদর), অধ্যক্ষ মোছা. নাহিদ ইয়াসমিন (রংপুর সদর), শাহিনুর রহমান মার্শাল (তারাগঞ্জ), মো. আলাউদ্দিন মিয়া (রংপুর সদর), অ্যাডভোকেট শাহীন (কাউনিয়া), অ্যাডভাকেট আমজাদ হোসেন (কাউনিয়া), হাসানুজ্জামান নাজিম ( রংপুর সদর), মোছা. কাজলী বেগম (রংপুর সদর), মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী (মিঠাপুকুর), মাসুদার রহমান মিলন (রংপুর সদর), মাসুদ নবী মুন্না (রংপুর সদর), সাফিউল ইসলাম সাফি (রংপুর সদর), রুহুল আমিন লিটন (রংপুর সদর), কামরুল ইসলাম ভরসা (কাউনিয়া), হবিবর রহমান (পীরগঞ্জ), আবেদ আলী (পীরগঞ্জ), নূর আলম যাদু (পীরগঞ্জ), মো. আলমগীর হোসেন (পীরগঞ্জ), জাহিদুল ইসলাম (পীরগঞ্জ), মো. আল মামুন (রংপুর সদর)।

পরবর্তীতে প্রয়োজন হলে আহ্বায়ক কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। এদিকে জাপা চেয়ারম্যান জিএম কাদের নবগঠিত কমিটিতে এক নম্বর সদস্য হয়েছেন এবং রংপুর সদরের কোটায় তিনি সদস্য হয়েছেন। তার ভাতিজা জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সভাপতি আসিফ শাহারিয়ারকে রংপুর সদরের তিন নম্বর সদস্য করা হয়েছে। জিএম কাদের রংপুর সদর কমিটির সদস্য হিসেবে নিজের নাম রাখার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে প্রার্থী হওয়ার বিষয়টি পরিষ্কার হলো বলে অনেকে মত দেন।

এছাড়া জিএম কাদের যিনি বর্তমানে লালমনিরহাট সদর আসনের এমপি সেখানে তার বদলে তার স্ত্রী শেরিফা কাদেরকে মনোনয়ন দেয়া এবং রংপুর সদর-৩ আসনে প্রার্থী হওয়ার কথা বেশ কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন। বর্তমানে রংপুর সদর-৩ আসনের এমপি হচ্ছেন রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ। এ ঘটনার মধ্য দিয়ে রওশন এরশাদের সঙ্গে জিএম কাদেরের দ্বন্দ্বে নতুন করে ঘি ঢালা হলো বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে।

নতুন কমিটির সদস্য-সচিব আবদুর রাজ্জাক কমিটি অনুমোদন দেয়ায় দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি গতকাল দুপুরে এ প্রতিনিধিকে বলেছেন, আমরা আগামী তিন মাসের মধ্যে জেলার সব উপজেলার কাউন্সিল সম্পন্ন করে কমিটি গঠন করব।