সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

আগের কার্যদিবসে পতন হলেও সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল সামান্য উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন কমেছে। আর লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৫৬ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৬৫ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৩৭ বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৩৬.৭২ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৯.১৩ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ৩৬৫.৬৮ পয়েন্টে।

ডিএসইতে গতকাল এক হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪২ কোটি ৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১টির বা ৩৪.৯৩ শতাংশের, শেয়ার দর কমেছে ৭৮টির বা ২০.৮০ শতাংশের এবং ১৬৬টির বা ৪৪.২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৫৯ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৪.৮৭ পয়েন্টে। সিএসইতে আজ ২৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দর বেড়েছে, কমেছে ৬৩টির আর ১০৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির বা ৩৪.৯৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

জানা গেছে, আগের কার্যদিবসে এডিএন টেলিকমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৬ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭২.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৬.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এডিএন টেলিকম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসোসিয়েটেড অক্সিজেনের ১০ শতাংশ, পেনিনসুলার ১০ শতাংশ, ফারইস্ট লাইফের ৯.৯৭ শতাংশ, লুব-রেফের ৯.৯৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯.৯৫ শতাংশ, আজিজ পাইপসের ৯.৯৫ শতাংশ, ফাইন ফুডসের ৯.৯৪ শতাংশ, ইস্টার্ণ হাউজিংয়ের ৯.৯১ শতাংশ এবং এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দর ৯.৭৪ শতাংশ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। শেয়ারটির দর ২৩ টাকা ৩০ পয়সা বা ৮.৭৫ শতাংশ কমেছে।

গতকাল কোম্পানিটি সর্বশেষ ২৪৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২৯৭ বারে ২৪ হাজার ৩৮৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৩ লাখ

কোহিনুর কেমিক্যাল লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গতকাল শেয়ারটির দর ৫০ টাকা ৯০ পয়সা বা ৭.৩১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৪৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

ইন্টারন্যাশনাল লিজিং লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গতকাল কোম্পানিটির দর ৪০ পয়সা বা ৫.৬৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, ইউনিয়ন ক্যাপিটাল, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, সিলভা ফার্মা ও নর্দার্ণ জুট ম্যানফ্যাকচারিং লিমিটেড।

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ , ০৭ আশ্বিন ১৪২৯ ২৫ সফর ১৪৪৪

সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের কার্যদিবসে পতন হলেও সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল সামান্য উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন কমেছে। আর লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৫৬ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৬৫ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৩৭ বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৩৬.৭২ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৯.১৩ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ৩৬৫.৬৮ পয়েন্টে।

ডিএসইতে গতকাল এক হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪২ কোটি ৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১টির বা ৩৪.৯৩ শতাংশের, শেয়ার দর কমেছে ৭৮টির বা ২০.৮০ শতাংশের এবং ১৬৬টির বা ৪৪.২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৫৯ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৪.৮৭ পয়েন্টে। সিএসইতে আজ ২৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দর বেড়েছে, কমেছে ৬৩টির আর ১০৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির বা ৩৪.৯৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

জানা গেছে, আগের কার্যদিবসে এডিএন টেলিকমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৬ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭২.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৬.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এডিএন টেলিকম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসোসিয়েটেড অক্সিজেনের ১০ শতাংশ, পেনিনসুলার ১০ শতাংশ, ফারইস্ট লাইফের ৯.৯৭ শতাংশ, লুব-রেফের ৯.৯৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯.৯৫ শতাংশ, আজিজ পাইপসের ৯.৯৫ শতাংশ, ফাইন ফুডসের ৯.৯৪ শতাংশ, ইস্টার্ণ হাউজিংয়ের ৯.৯১ শতাংশ এবং এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দর ৯.৭৪ শতাংশ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। শেয়ারটির দর ২৩ টাকা ৩০ পয়সা বা ৮.৭৫ শতাংশ কমেছে।

গতকাল কোম্পানিটি সর্বশেষ ২৪৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২৯৭ বারে ২৪ হাজার ৩৮৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৩ লাখ

কোহিনুর কেমিক্যাল লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গতকাল শেয়ারটির দর ৫০ টাকা ৯০ পয়সা বা ৭.৩১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৪৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

ইন্টারন্যাশনাল লিজিং লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গতকাল কোম্পানিটির দর ৪০ পয়সা বা ৫.৬৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, ইউনিয়ন ক্যাপিটাল, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, সিলভা ফার্মা ও নর্দার্ণ জুট ম্যানফ্যাকচারিং লিমিটেড।