মরক্কো ও কাতার থেকে সার কেনার প্রস্তাবে সায় দিয়েছে সরকার

আন্তর্জাতিক বাজার থেকে ইউরিয়া-টিএসপি মিলিয়ে মোট ৯০ হাজার টন সার কেনার প্রস্তাবে সায় দিয়েছে সরকার।এর মধ্যে ৭৪ টাকা কেজি দরে ৩০ হাজার টন টিএসপি এবং ৬৯ টাকা কেজি দরে ৬০ হাজার টন ইউরিয়া আমদানি হবে

গত বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের মোট ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক জানান।

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) মরক্কো থেকে ২২১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৩৫৭ টাকায় ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন। প্রতিকেজি সারের দাম পড়বে ৭৩ টাকা ৮৪ পয়সা।

শিল্প মন্ত্রণালয় অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) দুটি আলাদা প্রস্তাবে ৬০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন পেয়েছে।

এর মধ্যে কাতারের মোনতাজাত থেকে ৩০ হাজার টন ইউরিয়া কিনতে দাম পড়েবে ২০৬ কোটি ৫৯ লাখ ১১ হাজার ৭৫০ টাকা। তাতে প্রতিকেজির দাম দাঁড়াচ্ছে ৬৮ টাকা ৮৬ পয়সা।

আর কাতার থেকে আসা পঞ্চম লটের ৩০ হাজার টন ইউরিয়ায় প্রতি কেজির দাম পড়েবে ৬৯ টাকা ৭০ পয়সা। অর্থাৎ পঞ্চম লটে মোট খরচ হচ্ছে ২০৯ কোটি ১০ লাখ ৯০ হাজার ৪৯৫ টাকা।

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ , ০৭ আশ্বিন ১৪২৯ ২৫ সফর ১৪৪৪

মরক্কো ও কাতার থেকে সার কেনার প্রস্তাবে সায় দিয়েছে সরকার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আন্তর্জাতিক বাজার থেকে ইউরিয়া-টিএসপি মিলিয়ে মোট ৯০ হাজার টন সার কেনার প্রস্তাবে সায় দিয়েছে সরকার।এর মধ্যে ৭৪ টাকা কেজি দরে ৩০ হাজার টন টিএসপি এবং ৬৯ টাকা কেজি দরে ৬০ হাজার টন ইউরিয়া আমদানি হবে

গত বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের মোট ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক জানান।

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) মরক্কো থেকে ২২১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৩৫৭ টাকায় ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন। প্রতিকেজি সারের দাম পড়বে ৭৩ টাকা ৮৪ পয়সা।

শিল্প মন্ত্রণালয় অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) দুটি আলাদা প্রস্তাবে ৬০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন পেয়েছে।

এর মধ্যে কাতারের মোনতাজাত থেকে ৩০ হাজার টন ইউরিয়া কিনতে দাম পড়েবে ২০৬ কোটি ৫৯ লাখ ১১ হাজার ৭৫০ টাকা। তাতে প্রতিকেজির দাম দাঁড়াচ্ছে ৬৮ টাকা ৮৬ পয়সা।

আর কাতার থেকে আসা পঞ্চম লটের ৩০ হাজার টন ইউরিয়ায় প্রতি কেজির দাম পড়েবে ৬৯ টাকা ৭০ পয়সা। অর্থাৎ পঞ্চম লটে মোট খরচ হচ্ছে ২০৯ কোটি ১০ লাখ ৯০ হাজার ৪৯৫ টাকা।