উপকূল ও চরাঞ্চলের কর্মহীন প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেন করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাগেরহাটের মোংলার পশ্চিমজোন। গত বুধবার দিনব্যাপী বাগেরহাট মোংলা থানাধীন বানিয়াসান্তা, পূর্ব ঢাংমারি, আমতলা, খেজুরিয়া, নলবুনিয়া তৎসংলগ্ন এলাকায় গমন করে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পেন পরিচালনা করে মোট ২০৫ জন গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। মহতী এ ফ্রি মেডিকেল ক্যাম্পেনে সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার জেনিফার বিনতে ইয়াসিন এএমসি উপস্থিত ছিলেন। এছাড়াও নির্বাহী কর্মকর্তা বিসিজিএস স্বাধীন বাংলা লেফটেন্যান্ট সাব্বির আলম সুজন, বিএনসহ অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কোস্টগার্ড পশ্চিমজোনের জোনাল কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার বিএন এম মামুনুর রহমান বুধবার সন্ধ্যায় দেয়া এক মেইল বার্তায় জানান কোস্টগার্ডের আয়োজনে বিনামূল্যে এ চিকিৎসা সেবা এদিন শুধু বাগেরহাটের উপকূলীয় অঞ্চল ছাড়াও খুলনা জেলায় কয়রা থানাধীন কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কয়রায় লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান সিদ্দিক, (জি), বিএন কর্তৃক উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবীদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ , ০৭ আশ্বিন ১৪২৯ ২৫ সফর ১৪৪৪
আজাদুল হক, বাগেরহাট
উপকূল ও চরাঞ্চলের কর্মহীন প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেন করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাগেরহাটের মোংলার পশ্চিমজোন। গত বুধবার দিনব্যাপী বাগেরহাট মোংলা থানাধীন বানিয়াসান্তা, পূর্ব ঢাংমারি, আমতলা, খেজুরিয়া, নলবুনিয়া তৎসংলগ্ন এলাকায় গমন করে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পেন পরিচালনা করে মোট ২০৫ জন গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। মহতী এ ফ্রি মেডিকেল ক্যাম্পেনে সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার জেনিফার বিনতে ইয়াসিন এএমসি উপস্থিত ছিলেন। এছাড়াও নির্বাহী কর্মকর্তা বিসিজিএস স্বাধীন বাংলা লেফটেন্যান্ট সাব্বির আলম সুজন, বিএনসহ অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কোস্টগার্ড পশ্চিমজোনের জোনাল কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার বিএন এম মামুনুর রহমান বুধবার সন্ধ্যায় দেয়া এক মেইল বার্তায় জানান কোস্টগার্ডের আয়োজনে বিনামূল্যে এ চিকিৎসা সেবা এদিন শুধু বাগেরহাটের উপকূলীয় অঞ্চল ছাড়াও খুলনা জেলায় কয়রা থানাধীন কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কয়রায় লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান সিদ্দিক, (জি), বিএন কর্তৃক উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবীদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।