কৃষককে পিটিয়ে হত্যা : গ্রেপ্তার ৪

কুড়িগ্রামের উলিপুরে জমিতে কাজ করার সময় আব্দুস ছাত্তার (৫২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দুর্গম চরাঞ্চল বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ মিয়াজী পাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করে গত বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন থেকে একই গ্রামের সাকের আলীর ছেলে দবির হোসেন ও আঃ সামাদের ছেলে আব্দুস ছাত্তারের বিরোধ চলে আসছিল। গত সোমবার সকালে আব্দুস ছাত্তার নিজ জমির পরিচর্চা করছিল। এসময় দবির হোসেন ও তার লোকজন লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুস ছাত্তারের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। গুরুতর আহত আব্দুস ছাত্তারকে মৃত ভেবে হামলাকারীরা জমিতে ফেলে রেখে চলে যান। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে গত সোমবার দুপুরে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস ছাত্তারের মৃত্যু হয়।

পরে গত মঙ্গলবার রাতে নিহত আব্দুস ছাত্তারের স্ত্রী বিউটি খাতুন (৪০) বাদী হয়ে ১১ জন নামীয় ও অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ মিয়াজিপাড়া গ্রামের সাকের আলীর ছেলে দবির হোসেন (৬৫), আবু বক্কর (৬০), রহির উদ্দিনের ছেলে আবু মিয়া ওরফে আবুসামা (৪৫) ও দেলোয়ার হোসেনের স্ত্রী লাভলী বেগম (৩৮)।

বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী জানান, মঙ্গলবার রাতে নিহত আব্দুস ছাত্তারের জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত চারজনকে গত বুধবার আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ , ০৭ আশ্বিন ১৪২৯ ২৫ সফর ১৪৪৪

কৃষককে পিটিয়ে হত্যা : গ্রেপ্তার ৪

প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের উলিপুরে জমিতে কাজ করার সময় আব্দুস ছাত্তার (৫২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দুর্গম চরাঞ্চল বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ মিয়াজী পাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করে গত বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন থেকে একই গ্রামের সাকের আলীর ছেলে দবির হোসেন ও আঃ সামাদের ছেলে আব্দুস ছাত্তারের বিরোধ চলে আসছিল। গত সোমবার সকালে আব্দুস ছাত্তার নিজ জমির পরিচর্চা করছিল। এসময় দবির হোসেন ও তার লোকজন লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুস ছাত্তারের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। গুরুতর আহত আব্দুস ছাত্তারকে মৃত ভেবে হামলাকারীরা জমিতে ফেলে রেখে চলে যান। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে গত সোমবার দুপুরে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস ছাত্তারের মৃত্যু হয়।

পরে গত মঙ্গলবার রাতে নিহত আব্দুস ছাত্তারের স্ত্রী বিউটি খাতুন (৪০) বাদী হয়ে ১১ জন নামীয় ও অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ মিয়াজিপাড়া গ্রামের সাকের আলীর ছেলে দবির হোসেন (৬৫), আবু বক্কর (৬০), রহির উদ্দিনের ছেলে আবু মিয়া ওরফে আবুসামা (৪৫) ও দেলোয়ার হোসেনের স্ত্রী লাভলী বেগম (৩৮)।

বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী জানান, মঙ্গলবার রাতে নিহত আব্দুস ছাত্তারের জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত চারজনকে গত বুধবার আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।