ডেঙ্গু : আরও ৪৩৭ জন আক্রান্ত, ২২ দিনে ৬৬৯৪ জন হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩০৬ জন ও জেলা ও বিভাগের হাসপাতালে ১৩১ জন ভর্তি হয়েছেন। চলতি মাসের গত ২২ দিনে ভর্তি হয়েছে ৬ হাজার ৬৯৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত ডা. জাহিদুল ইসলাম জানান, চলতি বছরের গতকাল পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৮৭৫ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছে ১১ হাজার ২৯৮ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪৮ জন।

হাসপাতালের দেয়া তথ্য মতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, মিটফোর্ড হাসপাতালে ২৯ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৬ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৮ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ১৩ জন, ইবনে সিনা হাসপাতালে ১৪ জন ভর্তি আছে। ঢাকার বাইরে কক্সবাজারে ২৪ জন ভর্তি হয়েছে। এভাবে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর হাসপাতালে আক্রান্তরা চিকিৎসাধীন আছেন।

চলতি মাসের ২২ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৬৯৪ জন। আর মারা গেছেন ২৭ জন। আগস্ট মাসে মোট আক্রান্ত ছিল ৩ হাজার ৫২১ জন। মারা গেছেন ১১ জন। এখন ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ , ০৭ আশ্বিন ১৪২৯ ২৫ সফর ১৪৪৪

ডেঙ্গু : আরও ৪৩৭ জন আক্রান্ত, ২২ দিনে ৬৬৯৪ জন হাসপাতালে

নিজস্ব বার্তা পরিবেশক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩০৬ জন ও জেলা ও বিভাগের হাসপাতালে ১৩১ জন ভর্তি হয়েছেন। চলতি মাসের গত ২২ দিনে ভর্তি হয়েছে ৬ হাজার ৬৯৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত ডা. জাহিদুল ইসলাম জানান, চলতি বছরের গতকাল পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৮৭৫ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছে ১১ হাজার ২৯৮ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪৮ জন।

হাসপাতালের দেয়া তথ্য মতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, মিটফোর্ড হাসপাতালে ২৯ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৬ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৮ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ১৩ জন, ইবনে সিনা হাসপাতালে ১৪ জন ভর্তি আছে। ঢাকার বাইরে কক্সবাজারে ২৪ জন ভর্তি হয়েছে। এভাবে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর হাসপাতালে আক্রান্তরা চিকিৎসাধীন আছেন।

চলতি মাসের ২২ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৬৯৪ জন। আর মারা গেছেন ২৭ জন। আগস্ট মাসে মোট আক্রান্ত ছিল ৩ হাজার ৫২১ জন। মারা গেছেন ১১ জন। এখন ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে।