ইসলামিক ফাউন্ডেশনের মহিউদ্দিনের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন মজুমদারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে এ নোটিশ পাঠানো হয়েছে। এতে তার নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেন।

সংস্থার পরিচালক আকতার হোসেন আজাদ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, দুদকের বিশ্বাস জন্মেছে মহিউদ্দিন মজুমদার জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন। এ কারণে তার নিজ ও নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করতে বলা হয়েছে। আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে কিংবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৫(২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ইসলামী ফাউন্ডেশনের একটি সূত্র জানিয়েছে মুহাম্মদ মহিউদ্দিন মজুমদার ২০০১ সালে সহকারী পরিচালক হিসেবে ইফাতে চাকরিতে প্রবেশ করেন। শুরুতে সহকারী পরিচালক গণশিক্ষা কার্যক্রম এরপর সহকারী পরিচালক সমন্বয়ে দায়িত্ব পালন করেন। সাবেক ডিজি শামীম আহমেদের আস্থাভাজন হওয়ায় তিনি দ্রুত পদোন্নতি পেয়ে পরিচালক (সমন্বয়) দায়িত্ব পান। এর আগে তিনি জেলায়ও চাকরি করেন। এছাড়া বায়তুল মোকাররম মার্কেটের ডিডি হিসেবেও বেশকিছুদিন দায়িত্ব পালন করে।

ইসলামী ফাউন্ডেশনের ৬৪ জেলায় যে কার্যক্রম পরিচালনা হয় সেটি সমন্বয় বিভাগ থেকে মনিটরিং করা হয়। এসব কার্যক্রমে সরকারি বরাদ্ধ সমন্বয় বিভাগ থেকে করা হয়। তার বাড়ি ফেনিতে। তিনি ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়কের দায়িত্বেও আছেন।

শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ , ২২ আশ্বিন ১৪২৯ ১০ সফর ১৪৪৪

ইসলামিক ফাউন্ডেশনের মহিউদ্দিনের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

নিজস্ব বার্তা পরিবেশক

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন মজুমদারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে এ নোটিশ পাঠানো হয়েছে। এতে তার নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেন।

সংস্থার পরিচালক আকতার হোসেন আজাদ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, দুদকের বিশ্বাস জন্মেছে মহিউদ্দিন মজুমদার জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন। এ কারণে তার নিজ ও নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করতে বলা হয়েছে। আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে কিংবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৫(২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ইসলামী ফাউন্ডেশনের একটি সূত্র জানিয়েছে মুহাম্মদ মহিউদ্দিন মজুমদার ২০০১ সালে সহকারী পরিচালক হিসেবে ইফাতে চাকরিতে প্রবেশ করেন। শুরুতে সহকারী পরিচালক গণশিক্ষা কার্যক্রম এরপর সহকারী পরিচালক সমন্বয়ে দায়িত্ব পালন করেন। সাবেক ডিজি শামীম আহমেদের আস্থাভাজন হওয়ায় তিনি দ্রুত পদোন্নতি পেয়ে পরিচালক (সমন্বয়) দায়িত্ব পান। এর আগে তিনি জেলায়ও চাকরি করেন। এছাড়া বায়তুল মোকাররম মার্কেটের ডিডি হিসেবেও বেশকিছুদিন দায়িত্ব পালন করে।

ইসলামী ফাউন্ডেশনের ৬৪ জেলায় যে কার্যক্রম পরিচালনা হয় সেটি সমন্বয় বিভাগ থেকে মনিটরিং করা হয়। এসব কার্যক্রমে সরকারি বরাদ্ধ সমন্বয় বিভাগ থেকে করা হয়। তার বাড়ি ফেনিতে। তিনি ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়কের দায়িত্বেও আছেন।