চসিকে এডিস মশার বিস্তার রোধে অভিযান

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে গতকাল রোববার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগীর নন্দনকানন এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা-বাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। সে সময় এডিস মশার জন্মস্থল পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। পরিদর্শনকালে ১টি নির্মাণাধীন ভবন ও ৮টি বাড়ির ছাদবাগানে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ৯ ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে নন্দনকানন এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৪ দোকান মালিককে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ , ৩০ কার্তিক ১৪২৯, ১৯ রবিউস সানি ১৪৪৪

চসিকে এডিস মশার বিস্তার রোধে অভিযান

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে গতকাল রোববার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগীর নন্দনকানন এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা-বাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। সে সময় এডিস মশার জন্মস্থল পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। পরিদর্শনকালে ১টি নির্মাণাধীন ভবন ও ৮টি বাড়ির ছাদবাগানে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ৯ ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে নন্দনকানন এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৪ দোকান মালিককে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।