কিশোরগঞ্জে ৯ মাসে ৮৫ দুর্ঘটনায় মৃত্যু ৪৪

কিশোরগঞ্জে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ফায়ার সার্ভিস কর্মীরা ৫৪টি নৌ এবং ৩১টি সড়ক দুর্ঘটনায় মোট ৪৪ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। এর মধ্যে নৌদুর্ঘটনায় মারা গেছে ৩২ জন, আর সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১২ জন। এছাড়া ৯ মাসে ৩৮৪টি অগ্নিকা-ে ২ কোটি ১৫ লাখ ৩৭ হাজার টাকার সম্পদহানি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে জেলা শহরের ফায়ার সার্ভিস কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর জেলা ফায়ার সার্ভিসের ডিএডি মোহাম্মদ মোবারক আলীর সভাপতিত্বে ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লবের সভাপতি মোস্তফা কামাল।

অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশে ৪৯১টি ফায়ার স্টেশন রয়েছে। জনবল রয়েছে ১৪ হাজার ৫শ’ জন। দেশে আরও ৮১টি ফায়ার স্টেশন প্রতিষ্ঠা করা হবে। কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ১৪টি ফায়ার স্টেশন রয়েছে। এর মধ্যে ভৈরবে রয়েছে ২টি। এর সঙ্গে সদর উপজেলার নীলগঞ্জ এবং পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাটে আরও ২টি ফায়ার স্টেশন হবে। আলোচকগণ বলেন, অগ্নিকা-, সড়ক ও নৌদুর্ঘটনা মানবসৃষ্ট। ঝড়-জলোচ্ছ্বাসের পূর্বাভাস পাওয়া যায়। কিন্তু এই তিন দুর্ঘটনার কোন পূর্বাভাস থাকে না। যে কারণে ফায়ার ফাইটারদের ২৪ ঘন্টাই প্রস্তুত থাকতে হয়। তারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষা করেন। তাদের অনেকের প্রাণহানিও ঘটে।

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ , ০২ অগ্রহায়ণ ১৪২৯, ২১ রবিউস সানি ১৪৪৪

ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে আলোচনা

কিশোরগঞ্জে ৯ মাসে ৮৫ দুর্ঘটনায় মৃত্যু ৪৪

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ফায়ার সার্ভিস কর্মীরা ৫৪টি নৌ এবং ৩১টি সড়ক দুর্ঘটনায় মোট ৪৪ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। এর মধ্যে নৌদুর্ঘটনায় মারা গেছে ৩২ জন, আর সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১২ জন। এছাড়া ৯ মাসে ৩৮৪টি অগ্নিকা-ে ২ কোটি ১৫ লাখ ৩৭ হাজার টাকার সম্পদহানি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে জেলা শহরের ফায়ার সার্ভিস কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর জেলা ফায়ার সার্ভিসের ডিএডি মোহাম্মদ মোবারক আলীর সভাপতিত্বে ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লবের সভাপতি মোস্তফা কামাল।

অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশে ৪৯১টি ফায়ার স্টেশন রয়েছে। জনবল রয়েছে ১৪ হাজার ৫শ’ জন। দেশে আরও ৮১টি ফায়ার স্টেশন প্রতিষ্ঠা করা হবে। কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ১৪টি ফায়ার স্টেশন রয়েছে। এর মধ্যে ভৈরবে রয়েছে ২টি। এর সঙ্গে সদর উপজেলার নীলগঞ্জ এবং পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাটে আরও ২টি ফায়ার স্টেশন হবে। আলোচকগণ বলেন, অগ্নিকা-, সড়ক ও নৌদুর্ঘটনা মানবসৃষ্ট। ঝড়-জলোচ্ছ্বাসের পূর্বাভাস পাওয়া যায়। কিন্তু এই তিন দুর্ঘটনার কোন পূর্বাভাস থাকে না। যে কারণে ফায়ার ফাইটারদের ২৪ ঘন্টাই প্রস্তুত থাকতে হয়। তারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষা করেন। তাদের অনেকের প্রাণহানিও ঘটে।