সিরাজগঞ্জে হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গুরোগী

সিরাজগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে অক্টোবর এবং নভেম্বর মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। প্রায় প্রতিদিনই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গুরোগীরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসলেও সিরাজগঞ্জে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়নি। সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে এসেছেন।

হাসপাতাল সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে সেপ্টেম্বরে কাজিপুর থেকে একজন রোগী চিকিৎসা নিতে এসেছিল। তবে অক্টোবরে ১২ জন এবং নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত থেকে ৫ জন হাসপাতালে ভর্তি থেকে রোগী চিকিৎসা নিয়েছেন। গত মঙ্গলবার ৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

জেলার বেলকুচির শরিফুল ইসলাম জানান, তিনি ঢাকায় সিকিউরিটির কাজ করেন। চলতি মাসের প্রথম দিকে তার হঠাৎ জ্বর হয়। চোখ মুখ ফুলে যায় এবং বমি হয়। এই অবস্থায় তিনি বাড়িতে ফিরে সদর হাসপাতালে ১২ নভেম্বর ভর্তি হন এবং তিন দিন চিকিৎসা নিয়ে সেরে ওঠেন।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফরিদুল ইসলাম বলেন, হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছিলেন বা আসছেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা কেউ সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়নি। সবাই ঢাকায় আক্রান্ত হয়েছে। তবে আমরা তাদের যথাযথ চিকিৎসা সেবা দিচ্ছি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কাজী মিজানুর রহমান বলেন, সাধারণত এই সময়টাতে ডেঙ্গুরোগের প্রার্দুভাব তেমনটা হওয়ার কথা নয় তারপরেও হচ্ছে। অবস্থা হঠাৎ খারাপ হয়ে পড়ছে এমন কথা রোগী এবং রোগীর স্বজনদের কাছ থেকে জানা যাচ্ছে। তবে আমাদের এখানে এই রোগের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। হাসপাতালে যেখান থেকেই ডেঙ্গুরোগে আক্রান্ত রোগী আসবে তাদের যথাযথ চিকিৎসা সেবা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ , ০৩ অগ্রহায়ণ ১৪২৯, ২২ রবিউস সানি ১৪৪৪

সিরাজগঞ্জে হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গুরোগী

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে অক্টোবর এবং নভেম্বর মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। প্রায় প্রতিদিনই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গুরোগীরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসলেও সিরাজগঞ্জে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়নি। সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে এসেছেন।

হাসপাতাল সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে সেপ্টেম্বরে কাজিপুর থেকে একজন রোগী চিকিৎসা নিতে এসেছিল। তবে অক্টোবরে ১২ জন এবং নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত থেকে ৫ জন হাসপাতালে ভর্তি থেকে রোগী চিকিৎসা নিয়েছেন। গত মঙ্গলবার ৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

জেলার বেলকুচির শরিফুল ইসলাম জানান, তিনি ঢাকায় সিকিউরিটির কাজ করেন। চলতি মাসের প্রথম দিকে তার হঠাৎ জ্বর হয়। চোখ মুখ ফুলে যায় এবং বমি হয়। এই অবস্থায় তিনি বাড়িতে ফিরে সদর হাসপাতালে ১২ নভেম্বর ভর্তি হন এবং তিন দিন চিকিৎসা নিয়ে সেরে ওঠেন।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফরিদুল ইসলাম বলেন, হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছিলেন বা আসছেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা কেউ সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়নি। সবাই ঢাকায় আক্রান্ত হয়েছে। তবে আমরা তাদের যথাযথ চিকিৎসা সেবা দিচ্ছি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কাজী মিজানুর রহমান বলেন, সাধারণত এই সময়টাতে ডেঙ্গুরোগের প্রার্দুভাব তেমনটা হওয়ার কথা নয় তারপরেও হচ্ছে। অবস্থা হঠাৎ খারাপ হয়ে পড়ছে এমন কথা রোগী এবং রোগীর স্বজনদের কাছ থেকে জানা যাচ্ছে। তবে আমাদের এখানে এই রোগের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। হাসপাতালে যেখান থেকেই ডেঙ্গুরোগে আক্রান্ত রোগী আসবে তাদের যথাযথ চিকিৎসা সেবা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।