৫ লাখ না দিলে ব্যবসায়ীকে হুমকি স্বেচ্ছাসেবক লীগ নেতার

গাজীপুরের কালীগঞ্জে ফারুক মোল্লা (৪০) নামে স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। দাবিকৃত চাঁদার টাকা না দিলে মেরে ফেলারও হুমকি দিয়েছেন ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেছেন আনিছুর রহমান (৪৮) নামের এক এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ী। এর আগে তিনি এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক মোল্লা উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের নায়েব মোল্লার ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুর রহমান রাজধানী ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা।

ওসি মো. আনিসুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাদের কাউকে পাওয়া যায়নি। তবে অভিযুক্তদের ব্যাপারে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুর মোল্লা মুঠোফোনে বলেন, ‘আমি ৫ লাখ টাক চাঁদা দাবি করব? ৫-১০ লাখ এটা কোন টাকা? দৈনিক ২-৩ লাখ টাকা খরচ আমার।’ চাদা চাওয়ার অভিযোগটি মিথ্যা ও ভুয়া বলেও দাবি করেন তিনি।

শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ , ০৩ অগ্রহায়ণ ১৪২৯, ২২ রবিউস সানি ১৪৪৪

৫ লাখ না দিলে ব্যবসায়ীকে হুমকি স্বেচ্ছাসেবক লীগ নেতার

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জে ফারুক মোল্লা (৪০) নামে স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। দাবিকৃত চাঁদার টাকা না দিলে মেরে ফেলারও হুমকি দিয়েছেন ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেছেন আনিছুর রহমান (৪৮) নামের এক এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ী। এর আগে তিনি এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক মোল্লা উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের নায়েব মোল্লার ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুর রহমান রাজধানী ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা।

ওসি মো. আনিসুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাদের কাউকে পাওয়া যায়নি। তবে অভিযুক্তদের ব্যাপারে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুর মোল্লা মুঠোফোনে বলেন, ‘আমি ৫ লাখ টাক চাঁদা দাবি করব? ৫-১০ লাখ এটা কোন টাকা? দৈনিক ২-৩ লাখ টাকা খরচ আমার।’ চাদা চাওয়ার অভিযোগটি মিথ্যা ও ভুয়া বলেও দাবি করেন তিনি।