আবহাওয়া থাকবে শুষ্ক, পড়তে পারে কুয়াশা

অগ্রহায়ণের প্রথম সপ্তাহ। না শীত, না গরম আবহাওয়া। শীতের অপেক্ষায় রাজধানীর মানুষ থাকলেও উত্তরের জেলাগুলোতে উত্তুরে হাওয়ায় শীতের আগমনী বার্তা জানিয়ে দিচ্ছে। গতকাল দিনাজপুর থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসেন রামেন্দু মজুমদার। তিনি সংবাদকে বলেন, ‘দিনাজপুরে এখন পুরোদমে শীত। কুয়াশায় ঢাকা থাকে ভোর।’

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকালের মতো আজও শুষ্ক থাকতে পারে আবহাওয়া। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া বঙ্গোপসাগরের যে লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটি বাংলাদেশে আসার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে এই সংস্থাটি।

গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এর আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আর ঢাকায় ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে যে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর সেখান থেকে সরে এসে আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে দেশে আপাতত এর প্রভাব পড়ার কোন সম্ভাবনা নেই।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ভারতের তামিলনাড়ু-পূন্ড্রচেরি ও দক্ষিণ অন্ধপ্রদেশের মধ্য দিয়ে উপকূল অতিক্রম করতে পারে বলে সে দেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এদিকে গতকাল সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আগামী তিন দিনের মধ্যে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

শনিবার, ১৯ নভেম্বর ২০২২ , ০৪ অগ্রহায়ণ ১৪২৯, ২৩ রবিউস সানি ১৪৪৪

আবহাওয়া থাকবে শুষ্ক, পড়তে পারে কুয়াশা

নিজস্ব বার্তা পরিবেশক

অগ্রহায়ণের প্রথম সপ্তাহ। না শীত, না গরম আবহাওয়া। শীতের অপেক্ষায় রাজধানীর মানুষ থাকলেও উত্তরের জেলাগুলোতে উত্তুরে হাওয়ায় শীতের আগমনী বার্তা জানিয়ে দিচ্ছে। গতকাল দিনাজপুর থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসেন রামেন্দু মজুমদার। তিনি সংবাদকে বলেন, ‘দিনাজপুরে এখন পুরোদমে শীত। কুয়াশায় ঢাকা থাকে ভোর।’

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকালের মতো আজও শুষ্ক থাকতে পারে আবহাওয়া। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া বঙ্গোপসাগরের যে লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটি বাংলাদেশে আসার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে এই সংস্থাটি।

গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এর আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আর ঢাকায় ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে যে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর সেখান থেকে সরে এসে আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে দেশে আপাতত এর প্রভাব পড়ার কোন সম্ভাবনা নেই।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ভারতের তামিলনাড়ু-পূন্ড্রচেরি ও দক্ষিণ অন্ধপ্রদেশের মধ্য দিয়ে উপকূল অতিক্রম করতে পারে বলে সে দেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এদিকে গতকাল সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আগামী তিন দিনের মধ্যে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।