চনপাড়ার বজলুরের বিরুদ্ধে র‌্যাবের ৩ মামলা, ২১ দিনের রিমান্ড আবেদন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কায়েতপাড়া ইউপি সদস্য বজলুর রহমানের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও জাল টাকা রাখার অভিযোগে পৃথক তিনটি মামলা করেছে র‌্যাব। রূপগঞ্জ থানায় করা র‌্যাবের তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিন্ডিত করেছেন জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি জানান, মাদক ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলায় সাত দিন করে ১৪ দিন এবং জাল টাকা ও বিদেশি মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বিকেলে আসামি বজলুর রহমানকে আদালতে পাঠিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। আজ রিমান্ড শুনানি হবে?

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, গত শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-১ এর নায়েব সুবেদার মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে বজলুর রহমানের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও জাল টাকা রাখার অপরাধে পৃথক তিনটি মামলা করেন। ওই তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মোট ২১ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে?

রবিবার, ২০ নভেম্বর ২০২২ , ০৫ অগ্রহায়ণ ১৪২৯, ২৪ রবিউস সানি ১৪৪৪

চনপাড়ার বজলুরের বিরুদ্ধে র‌্যাবের ৩ মামলা, ২১ দিনের রিমান্ড আবেদন

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কায়েতপাড়া ইউপি সদস্য বজলুর রহমানের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও জাল টাকা রাখার অভিযোগে পৃথক তিনটি মামলা করেছে র‌্যাব। রূপগঞ্জ থানায় করা র‌্যাবের তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিন্ডিত করেছেন জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি জানান, মাদক ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলায় সাত দিন করে ১৪ দিন এবং জাল টাকা ও বিদেশি মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বিকেলে আসামি বজলুর রহমানকে আদালতে পাঠিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। আজ রিমান্ড শুনানি হবে?

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, গত শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-১ এর নায়েব সুবেদার মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে বজলুর রহমানের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও জাল টাকা রাখার অপরাধে পৃথক তিনটি মামলা করেন। ওই তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মোট ২১ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে?