তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত : হাসপাতালে মুমূর্ষু

তাড়াইলে তুচ্ছ ঘটনায় এক হিন্দু ব্যবসায়ীকে অপর কয়েক ব্যবসায়ী হামলা চালিয়ে বুকে ছুরিকাঘাত করেছে। এতে প্রশান্তের কলিজা (যকৃৎ) ক্ষতবিক্ষত হওয়ায় অস্ত্রোপচার করে কলিজার অংশবিশেষ কেটে ফেলতে হয়েছে। ফুসফুসেও আঘাত লেগেছে। অস্ত্রোপচার করে বিশেষ ব্যবস্থায় ফুসফুস সচল রাখার ব্যবস্থা করা হয়েছে। ভিকটিমের বিধবা মা বাদী হয়ে থানায় মামলা করলেও কোন আসামি গ্রেপ্তার হয়নি।

শনিবার বিকেলে ভিকটিমের বাড়িতে গিয়ে জানা যায়, তাড়াইল উপজেলা সদরের সাচাইল গ্রামের প্রয়াত প্রদীপ সরকারের ছেলে প্রশান্ত সরকার তাড়াইল বাজারে অন্যের সঙ্গে শেয়ারে গোখাদ্যের ব্যবসা করেন। কিছুদিন আগে তিনি সকালে গিয়ে দেখেন, তার দোকানের সামনে অন্য কোন এক ব্যবসায়ী ময়লার স্তুপ রেখে দিয়েছেন। প্রশান্ত তার দোকানের সামনের অংশ পরিষ্কার করতে গিয়ে ময়লাগুলো অন্য কারও দোকানের সামনে না রেখে রাস্তার ওপরে রেখে দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে রাস্তার বিপরীত দিকের ব্যাগ ব্যবসায়ী মামুন ভূঁইয়া (৫০), তার দুই ভাই সেলিম ভূঁইয়া (৫২) এবং নাঈম ভূঁইয়া (৪২) গত ১৬ নভেম্বর সন্ধ্যায় প্রশান্তের দোকানে গিয়ে তার ওপর হামলা চালান। এসময় প্রশান্তের বুকের বাম পাশে মামুন পর পর দু’টি ছুরিকাঘাত করেন। আত্মরক্ষার চেষ্টা করলে তার হাতেও ছুরিকাঘাত লাগে। পরে উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় প্রশান্তকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচার করে প্রশান্তের ক্ষতিগ্রস্ত কলিজার অংশবিশেষ কেটে ফেলা হয়েছে।

সোমবার, ২১ নভেম্বর ২০২২ , ০৬ অগ্রহায়ণ ১৪২৯, ২৫ রবিউস সানি ১৪৪৪

তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত : হাসপাতালে মুমূর্ষু

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

তাড়াইলে তুচ্ছ ঘটনায় এক হিন্দু ব্যবসায়ীকে অপর কয়েক ব্যবসায়ী হামলা চালিয়ে বুকে ছুরিকাঘাত করেছে। এতে প্রশান্তের কলিজা (যকৃৎ) ক্ষতবিক্ষত হওয়ায় অস্ত্রোপচার করে কলিজার অংশবিশেষ কেটে ফেলতে হয়েছে। ফুসফুসেও আঘাত লেগেছে। অস্ত্রোপচার করে বিশেষ ব্যবস্থায় ফুসফুস সচল রাখার ব্যবস্থা করা হয়েছে। ভিকটিমের বিধবা মা বাদী হয়ে থানায় মামলা করলেও কোন আসামি গ্রেপ্তার হয়নি।

শনিবার বিকেলে ভিকটিমের বাড়িতে গিয়ে জানা যায়, তাড়াইল উপজেলা সদরের সাচাইল গ্রামের প্রয়াত প্রদীপ সরকারের ছেলে প্রশান্ত সরকার তাড়াইল বাজারে অন্যের সঙ্গে শেয়ারে গোখাদ্যের ব্যবসা করেন। কিছুদিন আগে তিনি সকালে গিয়ে দেখেন, তার দোকানের সামনে অন্য কোন এক ব্যবসায়ী ময়লার স্তুপ রেখে দিয়েছেন। প্রশান্ত তার দোকানের সামনের অংশ পরিষ্কার করতে গিয়ে ময়লাগুলো অন্য কারও দোকানের সামনে না রেখে রাস্তার ওপরে রেখে দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে রাস্তার বিপরীত দিকের ব্যাগ ব্যবসায়ী মামুন ভূঁইয়া (৫০), তার দুই ভাই সেলিম ভূঁইয়া (৫২) এবং নাঈম ভূঁইয়া (৪২) গত ১৬ নভেম্বর সন্ধ্যায় প্রশান্তের দোকানে গিয়ে তার ওপর হামলা চালান। এসময় প্রশান্তের বুকের বাম পাশে মামুন পর পর দু’টি ছুরিকাঘাত করেন। আত্মরক্ষার চেষ্টা করলে তার হাতেও ছুরিকাঘাত লাগে। পরে উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় প্রশান্তকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচার করে প্রশান্তের ক্ষতিগ্রস্ত কলিজার অংশবিশেষ কেটে ফেলা হয়েছে।